বাস্তব বাদী
আমি স্বপ্নবাদী নই,
বাস্তবের মাঝে আমি ডুবে রই।
স্বপ্ন ছিল তো কতই,
স্বপ্ন পূরণ করতে পারছি কই।
বাস্তবতা কঠিন এতোই,
নিরন্তর সংগ্রামে লেগে রই।
স্বপ্ন ছিল সুন্দরের,
মন গহীনের মন্দিরের।
পেয়েছি সুন্দর তোমার ভিতর,
হাতড়ে বেড়িয়েছি তোমার অন্তর।
দেখি স্বপ্ন বাঁধবো ঘর,
বিধাতা যদি না হয় পর।
দিওনা ব্যথা অজান্তে,
রেখেছি তোমায় মন গহীনে।
স্বপ্ন দেখেছি তোমার সাথে,
মিলে মিশে আছি একসাথে।
আছে তোমায় নিয়ে অনেক আশা,
দিও তুমি শুধু ভরসা।
রেখো তুমি মোর ভালবাসা,
আমাকে তুমি করিও না ধোঁয়াসা।
স্বপ্ন আমি দেখতে চাই,
তোমাকে নিয়ে ঘর বাধতে চাই।
এই জীবন আমি সাজাতে চাই,
যদি পাই তোমার হৃদয়ে ঠাঁই।
বাস্তবের মাঝে আমি ডুবে রই।
স্বপ্ন ছিল তো কতই,
স্বপ্ন পূরণ করতে পারছি কই।
বাস্তবতা কঠিন এতোই,
নিরন্তর সংগ্রামে লেগে রই।
স্বপ্ন ছিল সুন্দরের,
মন গহীনের মন্দিরের।
পেয়েছি সুন্দর তোমার ভিতর,
হাতড়ে বেড়িয়েছি তোমার অন্তর।
দেখি স্বপ্ন বাঁধবো ঘর,
বিধাতা যদি না হয় পর।
দিওনা ব্যথা অজান্তে,
রেখেছি তোমায় মন গহীনে।
স্বপ্ন দেখেছি তোমার সাথে,
মিলে মিশে আছি একসাথে।
আছে তোমায় নিয়ে অনেক আশা,
দিও তুমি শুধু ভরসা।
রেখো তুমি মোর ভালবাসা,
আমাকে তুমি করিও না ধোঁয়াসা।
স্বপ্ন আমি দেখতে চাই,
তোমাকে নিয়ে ঘর বাধতে চাই।
এই জীবন আমি সাজাতে চাই,
যদি পাই তোমার হৃদয়ে ঠাঁই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ১০/১১/২০১৩ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। দোয়া করি আপনার আশা পুরণ হোক।