হৃদয় গহীনে তুমি
হৃদয় মাঝে আছো তুমি,
শয়নে স্বপনে জাগারণে তুমি।
চারদিকে শুধু তুমি আর তুমি,
তোমার মাঝে হারায় আমি।
আমার আমি নেইতো আমি,
সব কিছুতে শুধু তুমি।
এই আমিতো বেঁচে আছি,
সেই তোমারই জীবন ছোঁয়ায়।
তাইতো আমি ভয়ে ডরাই,
যদি কখনো তোমায় হারায়।
বাঁচবো তোমার ছায়ার তলে,
বলো, যাবে না কখনো আমায় ফেলে।
কাটাবো জীবন হেসে খেলে,
তুমি আমি দু জন মিলে।
বসবো যখন ঝিলের ধারে,
রাখবে মাথা আমার ঘাড়ে।
আনবো শাপলা তুলে এনে,
পড়িয়ে দেবো তোমার চুলে।
এই সবই তো মনের ছবি,
যে মন দিয়ে তোমায় দেখি।
এই আমি তো আমিতে নেই,
হয়ে গেছি কখন তোমারই।
ভোর বেলাতে সাগর জলে,
যাব মোরা সমুদ্র স্নানে।
কাটবো সাঁতার দুজন মিলে,
নীল সাগরের ঐ জলেতে।
বল তখন কি মজা হবে,
তুমি আমি দুজন মিলে
শয়নে স্বপনে জাগারণে তুমি।
চারদিকে শুধু তুমি আর তুমি,
তোমার মাঝে হারায় আমি।
আমার আমি নেইতো আমি,
সব কিছুতে শুধু তুমি।
এই আমিতো বেঁচে আছি,
সেই তোমারই জীবন ছোঁয়ায়।
তাইতো আমি ভয়ে ডরাই,
যদি কখনো তোমায় হারায়।
বাঁচবো তোমার ছায়ার তলে,
বলো, যাবে না কখনো আমায় ফেলে।
কাটাবো জীবন হেসে খেলে,
তুমি আমি দু জন মিলে।
বসবো যখন ঝিলের ধারে,
রাখবে মাথা আমার ঘাড়ে।
আনবো শাপলা তুলে এনে,
পড়িয়ে দেবো তোমার চুলে।
এই সবই তো মনের ছবি,
যে মন দিয়ে তোমায় দেখি।
এই আমি তো আমিতে নেই,
হয়ে গেছি কখন তোমারই।
ভোর বেলাতে সাগর জলে,
যাব মোরা সমুদ্র স্নানে।
কাটবো সাঁতার দুজন মিলে,
নীল সাগরের ঐ জলেতে।
বল তখন কি মজা হবে,
তুমি আমি দুজন মিলে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর শওকত ০৯/১১/২০১৩খুব সুন্দর রোমান্টিক কবিতা কবি । অনেক ভাল লাগল ।
-
জহির রহমান ০৯/১১/২০১৩অনেক অনেক অনেক সুন্দর একটা কবিতা...
শুভেচ্ছা... -
אולי כולנו טועים ০৯/১১/২০১৩খুব খুব সুন্দর রোমান্টিক কবিতা।