ভেসে চলা এই আমি
এক ঝাঁক সাদা বক উড়ে যায় আকাশে,
এক রাশ কাশফুল দোল খায় বাতাসে।
জেলেরা ছুটে যায় নদীতে আহরণে,
মাঝিরা দাড় টানে বাতাসের সাথে।
গৃহবধূ ফিরে যায় ঘরে কলসি কাঁকে ,
দামাল ছেলেরা মেতেছে খেলায় নদীতে।
পানকৌড়ি ডুব দেয় অদূরে,
পাড় ঘেঁষে নববধূ ছুটে যায় আপন নীড়ে।
বুড়ো রসিক মহাজন কষছে হিসাব ঘাটে,
পারাপারে ব্যস্ত মানুষ খেয়া ঘাটে।
আর আমি ভেসে চলেছি শেওলার মতন,
নদীর সাথে এখানে ওখানে।
ক্ষনে ক্ষনে বাঁধা পায়,
আবার ছুটে চলে যায় অজানায়,
জানি না এর শেষ কোথায়।
হয়তো এভাবেই হবে শেষ,
জীবনের ও শেষ নিঃশ্বাস।
বেচেঁ আছি এইতো বেশ,
প্রভুর কাছে শুকরিয়া অশেষ
এক রাশ কাশফুল দোল খায় বাতাসে।
জেলেরা ছুটে যায় নদীতে আহরণে,
মাঝিরা দাড় টানে বাতাসের সাথে।
গৃহবধূ ফিরে যায় ঘরে কলসি কাঁকে ,
দামাল ছেলেরা মেতেছে খেলায় নদীতে।
পানকৌড়ি ডুব দেয় অদূরে,
পাড় ঘেঁষে নববধূ ছুটে যায় আপন নীড়ে।
বুড়ো রসিক মহাজন কষছে হিসাব ঘাটে,
পারাপারে ব্যস্ত মানুষ খেয়া ঘাটে।
আর আমি ভেসে চলেছি শেওলার মতন,
নদীর সাথে এখানে ওখানে।
ক্ষনে ক্ষনে বাঁধা পায়,
আবার ছুটে চলে যায় অজানায়,
জানি না এর শেষ কোথায়।
হয়তো এভাবেই হবে শেষ,
জীবনের ও শেষ নিঃশ্বাস।
বেচেঁ আছি এইতো বেশ,
প্রভুর কাছে শুকরিয়া অশেষ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১১/১১/২০১৩
-
দাদা মুহাইমিন চৌধূরী ১০/১১/২০১৩খুব সুন্দর জীবনের চিত্র ফুটে উঠেছে। অসাধারন সাখাওয়াত ভাই
-
মীর শওকত ০৯/১১/২০১৩খুব সুন্দর জীবনের গান ।ভাল লেগেছে ।ভাল থাকুন কবি
প্রভুর কাছে শুকরিয়া অশেষ।
- ভালো লাগলো শেষ প্যারাটা।