গুমোট
বুকে রয়েছে জমা,
জমাট কবিতার ছন্দ গুলো,
স্মৃতিতে অস্পষ্ট হয়ে উঠে কবিতার পংক্তি।
মাকড়শার জালের মতো,
জড়িয়ে রয়েছে অব্যক্ত কথার বাষ্প।
কিছুতেই স্থির নয় আজ এই মন,
সর্বাঙ্গে অস্থিরতার মৃদু কম্পন।
কিছু লিখতে চাই,
কিছু লেখা আসে আবেগে,
কিন্তু কিছুই ভেসে উঠে না লেখনীতে।
এক অস্বস্তিকর গুমোট হাওয়ায়,
আমি বিচলিত হৃদয়ে স্তব্ধ।
কিছুতেই স্বাভাবিকতা আসে না,
নিঃসঙ্গতা ঘিরে রয়েছে চারদিকে।
জমাট কবিতার ছন্দ গুলো,
স্মৃতিতে অস্পষ্ট হয়ে উঠে কবিতার পংক্তি।
মাকড়শার জালের মতো,
জড়িয়ে রয়েছে অব্যক্ত কথার বাষ্প।
কিছুতেই স্থির নয় আজ এই মন,
সর্বাঙ্গে অস্থিরতার মৃদু কম্পন।
কিছু লিখতে চাই,
কিছু লেখা আসে আবেগে,
কিন্তু কিছুই ভেসে উঠে না লেখনীতে।
এক অস্বস্তিকর গুমোট হাওয়ায়,
আমি বিচলিত হৃদয়ে স্তব্ধ।
কিছুতেই স্বাভাবিকতা আসে না,
নিঃসঙ্গতা ঘিরে রয়েছে চারদিকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১১/১১/২০১৩
-
אולי כולנו טועים ০৮/১১/২০১৩দারুন।
নিঃসঙ্গতায় মন বিষন্নতার সুন্দর প্রকাশ ছিল কবিতায়। -
আবির ইমন ০৭/১১/২০১৩আবেগ কবিতার অন্যতম উপাদান,যা আপনার কবিতায় ম্রিদু হাওয়ার মত সর্বত্র বহমান.
ভালো লেগেছে...শুভেচ্ছা! -
দাদা মুহাইমিন চৌধূরী ০৭/১১/২০১৩নিঃসঙ্গতা আমাদের ছেড়ে যেতে চায় না। খুব ভাল লেগেছে কবিতা
-
সায়েম খান ০৭/১১/২০১৩সময় করে কোথাও থেকে বেরিয়ে আসতে পারেন, ভাল লাগবে।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৭/১১/২০১৩কিছুতেই স্থির নয় আজ এই মন- অসাধারণ হয়েছে
ভালো লেগেছে।