তোমার গুণে পড়েছি ধরা
তোমারই ঐ রূপ দেখিনি আমি
যবে দিয়েছি এই মন তোমায় তুলি।
তোমার এই অধর পড়েনি চোখে
যবে দিয়েছি হিয়া তোমায় সপে।
কাজল টানা তোমার ঐ আখিঁ
নয়ন জুড়িয়ে তখন দেখিনি।
টোল পরা ঐ মিষ্টি হাসি
আমার আঁখিতে ধরা পড়েনি।
কিন্নর তোমার কন্ঠের শ্রুতি
আমায় তখন পাগল করেনি।
চিকন চাকন দেহের গড়ন
আমায় কখনো ভাবায়নি তখন।
যবে দিয়েছিলাম এই মন তোমাকে
কভু ভাবিনি তোমার কি রূপ আছে।
যবে জড়িয়েছি তোমায় বাহুডোরে
তখন দেখিনি তোমার দেহের গড়ে।
মন দিয়েছি তোমায় শুধু এই ভেবে
তোমার ঐ হৃদয়ে কি সুর আছে।
দিয়েছি এই মন তোমায় ভেবে
তুমি কভু নও সামান্য মেয়ে।
বেসেছি ভালো তোমার গুণে
কভু ভাবিনি কি রূপে ছিলে।
বেসেছি ভালো তোমার কর্মে
কভু ভাবায়নি কি আছে কপালে।
আজো ভালোবাসি একই ভাবে
বাদলাবেওনা কোন কালে।
ভালোবেসে আমি সেই তোমাকে
করিনি ভুল এই জীবনে।
যবে দিয়েছি এই মন তোমায় তুলি।
তোমার এই অধর পড়েনি চোখে
যবে দিয়েছি হিয়া তোমায় সপে।
কাজল টানা তোমার ঐ আখিঁ
নয়ন জুড়িয়ে তখন দেখিনি।
টোল পরা ঐ মিষ্টি হাসি
আমার আঁখিতে ধরা পড়েনি।
কিন্নর তোমার কন্ঠের শ্রুতি
আমায় তখন পাগল করেনি।
চিকন চাকন দেহের গড়ন
আমায় কখনো ভাবায়নি তখন।
যবে দিয়েছিলাম এই মন তোমাকে
কভু ভাবিনি তোমার কি রূপ আছে।
যবে জড়িয়েছি তোমায় বাহুডোরে
তখন দেখিনি তোমার দেহের গড়ে।
মন দিয়েছি তোমায় শুধু এই ভেবে
তোমার ঐ হৃদয়ে কি সুর আছে।
দিয়েছি এই মন তোমায় ভেবে
তুমি কভু নও সামান্য মেয়ে।
বেসেছি ভালো তোমার গুণে
কভু ভাবিনি কি রূপে ছিলে।
বেসেছি ভালো তোমার কর্মে
কভু ভাবায়নি কি আছে কপালে।
আজো ভালোবাসি একই ভাবে
বাদলাবেওনা কোন কালে।
ভালোবেসে আমি সেই তোমাকে
করিনি ভুল এই জীবনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৮/১১/২০১৩বাহ্ বাহ্। ..অপূর্ব সুন্দর।..
-
পল্লব ০৭/১১/২০১৩এভাবেই টিকে থাকুক ভালবাসা... আর নতুন নতুন ছন্দে নতুন নতুন সুর তুলতে থাকুক নতুন কথামালায়...
-
অভিজিৎ দাশগুপ্ত ০৭/১১/২০১৩অসাধারণ প্রেমের অভিব্যক্তি... ভীষণ ভাল লাগল... ভালবেসে কেউ ভুল করে না... ভুল করে সে যে ভালবাসা বোঝে না...
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৬/১১/২০১৩অসাধারন প্রেমের কথা ব্যাক্ত করেছেন। খুব খুউব ভাল লেগেছে
-
আহমাদ সাজিদ ০৬/১১/২০১৩খুবই চমত্কার লেখা। ধন্যবাদ
-
Înšigniã Āvî ০৬/১১/২০১৩chomotkaar
-
ফাল্গুনী আলম ০৬/১১/২০১৩খুব ভালো-রূপ নয়,গুণ দেখে ভালোবাসা; যার মধ্যে কোন বৈষয়িক আকাঙ্ক্ষা নেই কেবলই ভালোবাসা।
ধন্যবাদ কবিকে।