www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার গুণে পড়েছি ধরা

তোমারই ঐ রূপ দেখিনি আমি
যবে দিয়েছি এই মন তোমায় তুলি।
তোমার এই অধর পড়েনি চোখে
যবে দিয়েছি হিয়া তোমায় সপে।

কাজল টানা তোমার ঐ আখিঁ
নয়ন জুড়িয়ে তখন দেখিনি।
টোল পরা ঐ মিষ্টি হাসি
আমার আঁখিতে ধরা পড়েনি।

কিন্নর তোমার কন্ঠের শ্রুতি
আমায় তখন পাগল করেনি।
চিকন চাকন দেহের গড়ন
আমায় কখনো ভাবায়নি তখন।

যবে দিয়েছিলাম এই মন তোমাকে
কভু ভাবিনি তোমার কি রূপ আছে।
যবে জড়িয়েছি তোমায়  বাহুডোরে
তখন দেখিনি তোমার দেহের গড়ে।

মন দিয়েছি তোমায় শুধু এই ভেবে
তোমার ঐ হৃদয়ে কি সুর আছে।
দিয়েছি এই মন তোমায় ভেবে
তুমি কভু নও সামান্য মেয়ে।

বেসেছি ভালো তোমার গুণে
কভু ভাবিনি কি রূপে ছিলে।
বেসেছি ভালো তোমার কর্মে
কভু ভাবায়নি কি আছে কপালে।

আজো ভালোবাসি একই ভাবে
বাদলাবেওনা কোন কালে।
ভালোবেসে আমি সেই তোমাকে
করিনি ভুল এই জীবনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ০৮/১১/২০১৩
    বাহ্ বাহ্। ..অপূর্ব সুন্দর।..
  • পল্লব ০৭/১১/২০১৩
    এভাবেই টিকে থাকুক ভালবাসা... আর নতুন নতুন ছন্দে নতুন নতুন সুর তুলতে থাকুক নতুন কথামালায়...
    • পল্লব ভাই আপনার অনুপ্রাণিত করা মন্তব্যের জন্য হাজার ধন্যবাদ।সবসময় পাশে থাকেন এই প্রত্যাশা সবসময়।কিন্তু আপনি ইদানীং লিখছেন না কেন?
      • পল্লব ০৭/১১/২০১৩
        এইতো, মাত্র একটা নতুন কবিতা লিখে প্রকাশ করলাম... :)
  • অভিজিৎ দাশগুপ্ত ০৭/১১/২০১৩
    অসাধারণ প্রেমের অভিব্যক্তি... ভীষণ ভাল লাগল... ভালবেসে কেউ ভুল করে না... ভুল করে সে যে ভালবাসা বোঝে না...
    • আলহামদুলিল্লাহ ভালবেসে ভুল করেনি।আপনাদের দোয়া য় আল্লাহ্ চাহে তো সামনে বিয়ে করব।দোয়া চাই সবার কাছে।
      • অভিজিৎ দাশগুপ্ত ০৭/১১/২০১৩
        দোয়া রইল। সাথে সাথে আগাম শুভেচ্ছা...
  • অসাধারন প্রেমের কথা ব্যাক্ত করেছেন। খুব খুউব ভাল লেগেছে
  • আহমাদ সাজিদ ০৬/১১/২০১৩
    খুবই চমত্কার লেখা। ধন্যবাদ
  • Înšigniã Āvî ০৬/১১/২০১৩
    chomotkaar
    • ধন্যবাদ. আপনার সুন্দর মন্তব্যের জন্য।খুবই খুশি হলাম।
      • Înšigniã Āvî ০৬/১১/২০১৩
        :) swagotom
  • ফাল্গুনী আলম ০৬/১১/২০১৩
    খুব ভালো-রূপ নয়,গুণ দেখে ভালোবাসা; যার মধ্যে কোন বৈষয়িক আকাঙ্ক্ষা নেই কেবলই ভালোবাসা।
    ধন্যবাদ কবিকে।
    • আপনি ব্যপারটা বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ।আসলেই যখন আমার হবু স্ত্রীর সাথে সাত বছর আগে প্রেম করি তখন তার রূপ আমাকে মোটেই আকর্ষণ করিনি।তার. কথা চাল চলন ইত্যাদি আমাকে খুবই আকর্ষণ করে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
 
Quantcast