www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোরের স্বপ্ন

চুড়ির শব্দে ঘুম ভেঙে গেল -
জানলা বেয়ে হাল্কা কিরণে,
পুরো ঘর আলোকিত।
প্রথম পলকে দেখি তোমাকে,
দাড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে।
সূর্যের প্রথম রশ্মির মতো,
উজ্জ্বল তোমার শুভ্র অধর,
হাজারও চেষ্টায় মোর দৃষ্টি না সড়ে।

কত দিনের সাধনা,
যেন এই না দেখা তোমায়।
ভাবতেই এক শিহরণ লাগে গায়ে,
কাঁচা মেহেদী রঙে অংকিত তোমার হাত।
তাতে শত আলপনার ছড়াছড়ি,
আমি অপলকে চেয়ে থাকি।
আমার নিথর ভঙ্গি তোমায় করে চঞ্চল,
নাকটি টেনে বললে তুমি ,
হয়নি সকাল তোমার এখনো?

হঠাৎই টেনে নিলাম তোমায় বুকে,
উষ্ণ নিঃশ্বাসে ভারী হল বায়ু।
অবশেষে চোখ তোমার নিমজ্জিত,
দু হাতে ধরে অধর তোমার,
তুললাম আমি একটু উপরে।
বললাম আমি কত ভালোবাসি তোমাকে,
আবেগে তুমি মুখ লুকালে মোর বুকে,
ঠিক তখনই স্বপ্ন গেল মোর ভেঙে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১১/১১/২০১৩
    চুড়ির শব্দে ঘুম ভাঙে! ঘটনা কি?
    আর এই নায়িকাটা কে?
    • নায়িকা টি আমার ভবিষ্যৎ স্ত্রী। দোয়া করবেন যাতে স্বপ্নটা সত্যি হয়।
      • জহির রহমান ১২/১১/২০১৩
        দোয়াতো অবশ্যই করবো। ভাবীর নাম কি? কি করেন?
        • নাম দিয়ে তো চিনতে পারবেন না। তবে কাজ টা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দোয়া রাখবেন।
          • জহির রহমান ১৪/১১/২০১৩
            নাম দিয়ে চিনতে পারবোনা তা ঠিক আছে, কিন্তু নাম বলতে কি অসুবিধা? ওকে বলতে হবে না। তবে দোয়া করি... সুখি হন।
            • Ha ha ha .mone kosto nilen naki? Sorry.
              • জহির রহমান ১৮/১১/২০১৩
                আরে না! কষ্ট পাবার কি আছে! Privacy বলে একটা ব্যাপার থাকে। :P
                • Thanks dear
  • অসাধারন কবিতা। স্বপ্ন ভাঙ্গার টাইম পেলোনা :p
  • দীপঙ্কর বেরা ০৫/১১/২০১৩
    Khub sundar . Bhalo laglo lekha ti
  • ফাহমিদা ফাম্মী ০৫/১১/২০১৩
    স্বপ্ন কেন ভেঙ্গে যায় ?
    • আসলেই তো স্বপ্ন কেন ভেঙে যায়।জীবন টা কেন স্বপ্নের মতো রঙিন হয়না? খুবই ভালো লাগলো আপনার মন্তব্য।আশাকরি সবসময় পাশে থাকবেন।শুভকামনা অহর্নিশ।
  • মীর শওকত ০৫/১১/২০১৩
    আসবে যদি স্বপ্ন হয়ে কেন হলে দুঃস্বপ্ন । খুব সুন্দর লাগল কবিতাটি
    • আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।না ভাই স্বপ্ন এখনো দুঃস্বপ্ন হয়নি।দোয়া করেন যাতে স্বপ্ন সত্যি হয়।আপনাদের সহযোগিতা সবসময় কাম্য।শুভকামনা রইল
 
Quantcast