ভোরের স্বপ্ন
চুড়ির শব্দে ঘুম ভেঙে গেল -
জানলা বেয়ে হাল্কা কিরণে,
পুরো ঘর আলোকিত।
প্রথম পলকে দেখি তোমাকে,
দাড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে।
সূর্যের প্রথম রশ্মির মতো,
উজ্জ্বল তোমার শুভ্র অধর,
হাজারও চেষ্টায় মোর দৃষ্টি না সড়ে।
কত দিনের সাধনা,
যেন এই না দেখা তোমায়।
ভাবতেই এক শিহরণ লাগে গায়ে,
কাঁচা মেহেদী রঙে অংকিত তোমার হাত।
তাতে শত আলপনার ছড়াছড়ি,
আমি অপলকে চেয়ে থাকি।
আমার নিথর ভঙ্গি তোমায় করে চঞ্চল,
নাকটি টেনে বললে তুমি ,
হয়নি সকাল তোমার এখনো?
হঠাৎই টেনে নিলাম তোমায় বুকে,
উষ্ণ নিঃশ্বাসে ভারী হল বায়ু।
অবশেষে চোখ তোমার নিমজ্জিত,
দু হাতে ধরে অধর তোমার,
তুললাম আমি একটু উপরে।
বললাম আমি কত ভালোবাসি তোমাকে,
আবেগে তুমি মুখ লুকালে মোর বুকে,
ঠিক তখনই স্বপ্ন গেল মোর ভেঙে।
জানলা বেয়ে হাল্কা কিরণে,
পুরো ঘর আলোকিত।
প্রথম পলকে দেখি তোমাকে,
দাড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে।
সূর্যের প্রথম রশ্মির মতো,
উজ্জ্বল তোমার শুভ্র অধর,
হাজারও চেষ্টায় মোর দৃষ্টি না সড়ে।
কত দিনের সাধনা,
যেন এই না দেখা তোমায়।
ভাবতেই এক শিহরণ লাগে গায়ে,
কাঁচা মেহেদী রঙে অংকিত তোমার হাত।
তাতে শত আলপনার ছড়াছড়ি,
আমি অপলকে চেয়ে থাকি।
আমার নিথর ভঙ্গি তোমায় করে চঞ্চল,
নাকটি টেনে বললে তুমি ,
হয়নি সকাল তোমার এখনো?
হঠাৎই টেনে নিলাম তোমায় বুকে,
উষ্ণ নিঃশ্বাসে ভারী হল বায়ু।
অবশেষে চোখ তোমার নিমজ্জিত,
দু হাতে ধরে অধর তোমার,
তুললাম আমি একটু উপরে।
বললাম আমি কত ভালোবাসি তোমাকে,
আবেগে তুমি মুখ লুকালে মোর বুকে,
ঠিক তখনই স্বপ্ন গেল মোর ভেঙে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১১/১১/২০১৩
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩অসাধারন কবিতা। স্বপ্ন ভাঙ্গার টাইম পেলোনা
-
দীপঙ্কর বেরা ০৫/১১/২০১৩Khub sundar . Bhalo laglo lekha ti
-
ফাহমিদা ফাম্মী ০৫/১১/২০১৩স্বপ্ন কেন ভেঙ্গে যায় ?
-
মীর শওকত ০৫/১১/২০১৩আসবে যদি স্বপ্ন হয়ে কেন হলে দুঃস্বপ্ন । খুব সুন্দর লাগল কবিতাটি
আর এই নায়িকাটা কে?