বিরহে যপি তব স্মৃতি
বিষন্ন সব অবসরে,
তোমার স্মৃতি জাগে মনে।
ইচ্ছে রঙের রঙিন ঘুড়ি,
উড়ায় আমি আকাশপানে।
সূর্য ডোবার ক্রান্তি লগ্নে,
ফিরে পাখি নীড়ের টানে।
শ্রান্ত আমি ক্লান্ত মনে,
ভাবছি তোমায় উদাস ক্ষনে।
চাঁদনী রাতে জোৎস্নার সনে,
গল্প জুড়ায় স্মৃতিচারণে।
তোমার ছবি মন গহীনে,
সাঁতারে বেড়ায় আনমনে।
রিমঝিম ধারার বৃষ্টির দিনে,
সময় কাটে না বিরস সনে।
তোমার ভাবনা মনের কোণে,
ইতিউতি করে অস্থির কারণে।
সদা তোমার মধুর স্মৃতি,
মনে করে ইতিউতি।
মন গহীনে কার বসতি,
তুমি ছাড়া নেইতো গতি।
কুয়াশা ঝড়া শীতের মাঝে,
তোমায় খুঁজি সকাল সাঁঝে।
তোমার বাণী এই বুকে বাজে,
তুমিহীনা মোর পৃথিবী মিছে।
বসন্তে রঙিন ফুল কাননে,
ফুল ফুটেছে বানে বানে।
তোমার ছবি আঁখি পানে,
সদা ভাসে মন গহীনে।
তোমার প্রেমে সদাই ভাসি
ভালো লাগা তোমার হাসি।
তোমায়ই তো ভালবাসি,
তোমার সুরেই বাজায় বাঁশি।
তোমার স্মৃতি জাগে মনে।
ইচ্ছে রঙের রঙিন ঘুড়ি,
উড়ায় আমি আকাশপানে।
সূর্য ডোবার ক্রান্তি লগ্নে,
ফিরে পাখি নীড়ের টানে।
শ্রান্ত আমি ক্লান্ত মনে,
ভাবছি তোমায় উদাস ক্ষনে।
চাঁদনী রাতে জোৎস্নার সনে,
গল্প জুড়ায় স্মৃতিচারণে।
তোমার ছবি মন গহীনে,
সাঁতারে বেড়ায় আনমনে।
রিমঝিম ধারার বৃষ্টির দিনে,
সময় কাটে না বিরস সনে।
তোমার ভাবনা মনের কোণে,
ইতিউতি করে অস্থির কারণে।
সদা তোমার মধুর স্মৃতি,
মনে করে ইতিউতি।
মন গহীনে কার বসতি,
তুমি ছাড়া নেইতো গতি।
কুয়াশা ঝড়া শীতের মাঝে,
তোমায় খুঁজি সকাল সাঁঝে।
তোমার বাণী এই বুকে বাজে,
তুমিহীনা মোর পৃথিবী মিছে।
বসন্তে রঙিন ফুল কাননে,
ফুল ফুটেছে বানে বানে।
তোমার ছবি আঁখি পানে,
সদা ভাসে মন গহীনে।
তোমার প্রেমে সদাই ভাসি
ভালো লাগা তোমার হাসি।
তোমায়ই তো ভালবাসি,
তোমার সুরেই বাজায় বাঁশি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৫/১১/২০১৩
-
কবীর হুমায়ূন ০৫/১১/২০১৩তোমার ছড়া কবিতার ভাষা ও অন্তঃমিল বেশ ভালো হয়েছে। তবে, ছন্দের প্রতি বড্ডো উদাসিন মনে হলো তোমাকে।
যেমন, 'স্মৃতিচারণে' আর 'আনমনে' ; 'সকাল সাঁঝে' আর 'পৃথিবী মিছে' ; ছন্দের দোলায় দোলে না। এ ছাড়া ছড়া-কবিতা পঞ্চম স্তবকটা ছন্দতা খুবই বাজে হয়েছে; আরো সচেতন থাকা বাঞ্ছনী থাকা প্রয়োজন ছিলো।
এ ছাড়া শিরোনামে বানান ভুল হলে, সত্যি ভালো লাগার কথা নয়। যপি নয় জপি হবে।
ভালো থেকো কবি। -
אולי כולנו טועים ০৪/১১/২০১৩sonsomoyi preyosir vabnata mon jure thake ;
khub kabbik . -
Înšigniã Āvî ০৪/১১/২০১৩খুব সুন্দরের ভিড়ে আরো ছন্দময় রচনা মন ছুঁয়ে গেল ।
তোমায় খুঁজি সকাল সাঁঝে।
তোমার বাণী এই বুকে বাজে,
তুমিহীনা মোর পৃথিবী মিছে।
অসাধারন হয়েছে পুরো কবিতা।