www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিরহে যপি তব স্মৃতি

বিষন্ন সব অবসরে,
তোমার স্মৃতি জাগে মনে।
ইচ্ছে রঙের রঙিন ঘুড়ি,
উড়ায় আমি আকাশপানে।

সূর্য ডোবার ক্রান্তি লগ্নে,
ফিরে পাখি নীড়ের টানে।
শ্রান্ত আমি ক্লান্ত মনে,
ভাবছি তোমায় উদাস ক্ষনে।

চাঁদনী রাতে জোৎস্নার সনে,
গল্প জুড়ায় স্মৃতিচারণে।
তোমার ছবি মন গহীনে,
সাঁতারে বেড়ায় আনমনে।

রিমঝিম ধারার বৃষ্টির দিনে,
সময় কাটে না বিরস সনে।
তোমার ভাবনা মনের কোণে,
ইতিউতি করে অস্থির কারণে।

সদা তোমার মধুর স্মৃতি,
মনে করে ইতিউতি।
মন গহীনে কার বসতি,
তুমি ছাড়া নেইতো গতি।

কুয়াশা ঝড়া শীতের মাঝে,
তোমায় খুঁজি সকাল সাঁঝে।
তোমার বাণী এই বুকে বাজে,
তুমিহীনা মোর পৃথিবী মিছে।

বসন্তে রঙিন ফুল কাননে,
ফুল ফুটেছে বানে বানে।
তোমার ছবি  আঁখি পানে,
সদা ভাসে মন গহীনে।

তোমার প্রেমে সদাই ভাসি
ভালো লাগা তোমার হাসি।
তোমায়ই তো ভালবাসি,
তোমার সুরেই বাজায় বাঁশি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কুয়াশা ঝড়া শীতের মাঝে,
    তোমায় খুঁজি সকাল সাঁঝে।
    তোমার বাণী এই বুকে বাজে,
    তুমিহীনা মোর পৃথিবী মিছে।

    অসাধারন হয়েছে পুরো কবিতা।
  • কবীর হুমায়ূন ০৫/১১/২০১৩
    তোমার ছড়া কবিতার ভাষা ও অন্তঃমিল বেশ ভালো হয়েছে। তবে, ছন্দের প্রতি বড্ডো উদাসিন মনে হলো তোমাকে।

    যেমন, 'স্মৃতিচারণে' আর 'আনমনে' ; 'সকাল সাঁঝে' আর 'পৃথিবী মিছে' ; ছন্দের দোলায় দোলে না। এ ছাড়া ছড়া-কবিতা পঞ্চম স্তবকটা ছন্দতা খুবই বাজে হয়েছে; আরো সচেতন থাকা বাঞ্ছনী থাকা প্রয়োজন ছিলো।

    এ ছাড়া শিরোনামে বানান ভুল হলে, স‌ত্যি ভালো লাগার কথা নয়। যপি নয় জপি হবে।

    ভালো থেকো কবি।
    • সত্যিই আপনার কাছে চীর কৃতজ্ঞ।অশেষ অশেষ ধন্যবাদ।আসলে এই কবিতা টি আগের লেখা।তাছাড়া আমি তেমন ভাল লেখিয়ে নই।তাই এই ধরনের ভুল ত্রুটি হচ্ছে।আপনি এই বিষয়ে অভিজ্ঞ বলে ধরতে পারছেন।কিন্তু অজ্ঞ বলে পারছি না।এখন থেকে চেষ্টা করব।কিন্তু কতটুকু পারব সেটা আল্লাহ্ ই ভালো জানেন।যদি আপনার সহযোগিতা সবসময় অব্যাহত থাকে তবে ইনশাআল্লাহ ভালো করত. পারব।ভালবাসা আপনার জন্য সবসময়।
  • אולי כולנו טועים ০৪/১১/২০১৩
    sonsomoyi preyosir vabnata mon jure thake ;
    khub kabbik .
    • হ্যাঁ ভাইয়া একটা সময় ছিলো যখন ওর সাথে যোগাযোগ হতো সপ্তাহে একদিন।তাও অনেক কষ্টে।ফোন করতাম।কিন্তু লুকিয়ে কথা বলতে হতো।এইসব কিছু এক ধরনের প্রভাব কাজ করেছে।
  • Înšigniã Āvî ০৪/১১/২০১৩
    খুব সুন্দরের ভিড়ে আরো ছন্দময় রচনা মন ছুঁয়ে গেল ।
    • অজস্র অজস্র ধন্যবাদ।এমন সুন্দর কাব্যিকতা পূর্ণ মন্তব্যের জন্য।সত্যিই খুব খুশি হলাম।আপনার মত একজনের কাছ থেকে এটা আমার অনেক বড় পাওয়া।ভালবাসা অহর্নিশ আপনার জন্য
 
Quantcast