www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষন্নতা

নেই কোন ভাষা আজ কিছু লেখার,
নেই কোন ভাবনা আজ কিছু ভাবার।
নেই কোন ইচ্ছা আজ পূরণ করার,
নেই কোন স্মৃতি আজ মনে রাখার।

কেন ভাষা গুলো হারিয়ে গেল,
কেন ভাবনারা এলোমেলো।
কেন ইচ্ছেরা উড়ে গেল,
কেন সব স্মৃতি মুছে গেল।

হঠাৎ কেন এমন হচ্ছে,
কেন আমি দূরে সড়ে যাচ্ছি।
কেন আমি পালাতে চাইছি,
কেন আমি হারিয়ে যাচ্ছি।

আমার তো ছিলো  ভাষা,
ছিল কবিতার মায়া।
আমার তো ছিল কিছু ভাবনা,
আমার তো ছিল কিছু ইচ্ছা।

ছিল ইচ্ছা পূরনের তৃষ্ণা,
কেন জীবনকে লাগে বিতৃষ্ণা।
আমার তো আছে কিছু স্মৃতি,
আছে স্মৃতির সুদূর বিস্তৃতি।

হঠাৎ এ কোন ঝড়ে,
সব ভেঙে গেলো পড়ে।
হঠাৎ কেন সব লন্ডভন্ড,
হলো জীবনের সব কিছু পন্ড।

কেন আজ আমি আশা হারা,
কিসে করেছে আমাকে তাড়া।
বিষন্নতায় মন আমার ঝাজরা,
কি যেন মনে নাড়ছে কড়া।

কিছুতেই পাচ্ছি না খুঁজে,
জীবনের আছে কি কোন মানে।
হঠাৎ বিরহ কেন হৃদয় মাঝে,
সব কিছু কেন বিষাদ লাগে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবীর হুমায়ূন ০৫/১১/২০১৩
    সরল শব্দের সুন্দর কবিতা। ভালো।
  • সহিদুল হক ০৪/১১/২০১৩
    আবেগটা একটু বেশি পরিমাণে ধরা পড়ে কবিতায়!
    ভাল থেকো।
    • হ্যাঁ ভাইয়া খুবই গভীর হতাশা থেকে এই আবেগ ময় কবিতা।যা অনুভব করেছি তাই লিখতে চেষ্টা করেছি।খুবই. অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে।শুভকামনা রইল
  • Înšigniã Āvî ০৪/১১/২০১৩
    jani naa eta bola uchit kina.......

    aapnaar joto lekha porechi sedik theke etake oto valo laaglo naa;

    tobe kono kichu niye ojotha chinta korbe naa..... lekhata pore bojha jaache kono viti/aasonkha theke bod hoy ekotha likhechen
    • 100% সত্যি কথা ।আপনার মনবিজ্ঞানী হওয়া উচিত।আপনি ঠিকই ধরেছেন।আমি খুবই খারাপ আসংঙ্কার উপলব্ধি থেকে এই কবিতা লিখি।আসলে এটা আমার নিজের প্রতিচ্ছবি।তাই এটা ভালো কবিতা নয় আমার কাছেও।আমি সেই মানুষ কে বেশি পছন্দ করি যে আমার দোষ ত্রুটি গুলো আমার সামনে উপস্থাপন করে।এতে আমি নিজে কিছু শিখতে পারি সেই সাথে নিজেকে শুধরাতে পারি।ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।এইভাবে সবসময় পাশে থাকবেন আশাকরি।
      • Înšigniã Āvî ০৪/১১/২০১৩
        কী করব উপহারে পাওয়া 'মিসির আলী' পড়ে বোধ হয় হয়ত মনোবিজ্ঞানি হয়ে উঠছি :)
  • জহির রহমান ০৪/১১/২০১৩
    অন্যরকম ভালো লাগা। কবি মনের আকুলতা...
    অসাধারণ!
    • অশেষ অশেষ কৃতজ্ঞতা আপনাদের প্রতি।কিন্তু আমাকে কবি বলে আমাকে লজ্জা দিবেন না ভাই।আমি খুবই নগন্য লেখক।খুবই খুশি হলাম আমাকে সময় দেওয়ার জন্য।এই ভালবাসা যেন সবসময় অটুট থাকে।ধন্যবাদ।এবং শুভকামনা।
      • জহির রহমান ০৪/১১/২০১৩
        ... এই ভালোবাসা যেন সবসময় অটুট থাকে। আশা করি থাকবে।
        শুভ কামনা আপনার জন্যেও...
  • আকুতি ভরা জিজ্ঞাসার অনবদ্য প্রকাশ। শুভেচ্ছা নিরন্তর।
    • সত্যিই বলেছেন ভাই।যখন খুবই বিমর্ষ থাকি তখন নিরন্তন জিজ্ঞাসা নিজের কাছে ভীড় করে।সেই উপলব্ধি থেকে এই কবিতা।শুভকামনা জানবেন সবসময়।
      • ধন্যবাদসহ সূভকামনা রইল...।
  • চারু মান্নান ০৪/১১/২০১৩
    খুবই ভাবনার বিষয় কবি,,,,,,,,তয় সাহস রাখুন কবি
  • মীর শওকত ০৪/১১/২০১৩
    মানুষের জীবনে এই হঠাত্‍ পাল্টে যাওয়া যেন চিরন্তন সত্য । যা মেনে নিতে হয় অকপটে । কবিতা খুব সুন্দর লিখেছেন দাদা ।মনোমুগ্ধকর ।
    • শওকত ভাই অশেষ কৃতজ্ঞতা আপনার সুন্দর বিশ্লেষণ ধর্মী মন্তব্যের জন্য।খুবই ভালো লাগলো আপনি ব্যপারটা বুঝতে পেরেছেন।ধন্যবাদ ভালবাসা শুভকামনা সবসময়ই।
  • ইসমাত ইয়াসমিন ০৪/১১/২০১৩
    ভাল লাগল। শুভকামনা রইল।
    • ধন্যবাদ আপা।এটা খুবই সাধারণ একটি কবিতা।পড়ে আছে তাই দিয়ে দিলাম।তবে মাঝেে মাঝে এমন হয়।কেমন জানি সব ছন্নছাড়া।ভালো থাকুন।শুভকামনা অহর্নিশ।
 
Quantcast