প্রজন্ম থেকে প্রজন্ম
প্রজন্ম থেকে প্রজন্মে,
আছে বাঙালি একসাথে।
অত্যাচার, নির্যাতন, নীপিড়নে,
পিছু হটে না তারা স্বাধীকারে।
বাহান্ন থেকে দুই হাজার তের,
তারা জড়িয়ে রয়েছে ওতপ্রোত।
বাহান্নের প্রজন্মের ডাকে,
ভাষার অধিকার মেলে।
ঊনসত্তরের গন অভ্যুত্থানে,
স্বাধীকারে মোরা যায় এগিয়ে।
একাত্তরের প্রজন্ম মোদের,
লাল সবুজের পতাকা দেয় উড়িয়ে।
প্রজন্ম মোদের নব্বই,
গনতন্ত্রের পথে হয় নতুন অভ্যুদয়।
সেই প্রজন্ম থেকে প্রজন্মের ডাকে,
নতুন প্রজন্ম দিয়েছে সাড়া।
তের সালের প্রজন্ম দেখিয়েছে,
তারাও পিছিয়ে নেই গড়তে এই দেশ,
দূর্নীতিবাজ আর রাজনৈতিকদের ছাড়া।
এই প্রজন্মের মুখে,
সেই প্রজন্মের দৃপ্ত ধ্বনি।
52, 69, 71, 90, এ ছাড়িনি,
এই তেরতেও ছাড়বো না।
এই বাংলাদেশের মাটি হবেনা,
কোন রাজাকারদের ঠিকানা।
শাহবাগ স্বাধীনতা বিরোধী ঘৃণ্য রাজাকার আলবদর আলসামস দের বিরুদ্ধে করা আন্দোলনের সাথে একাত্ত্ব ঘোষণা করে কবিতাটি লেখা
আছে বাঙালি একসাথে।
অত্যাচার, নির্যাতন, নীপিড়নে,
পিছু হটে না তারা স্বাধীকারে।
বাহান্ন থেকে দুই হাজার তের,
তারা জড়িয়ে রয়েছে ওতপ্রোত।
বাহান্নের প্রজন্মের ডাকে,
ভাষার অধিকার মেলে।
ঊনসত্তরের গন অভ্যুত্থানে,
স্বাধীকারে মোরা যায় এগিয়ে।
একাত্তরের প্রজন্ম মোদের,
লাল সবুজের পতাকা দেয় উড়িয়ে।
প্রজন্ম মোদের নব্বই,
গনতন্ত্রের পথে হয় নতুন অভ্যুদয়।
সেই প্রজন্ম থেকে প্রজন্মের ডাকে,
নতুন প্রজন্ম দিয়েছে সাড়া।
তের সালের প্রজন্ম দেখিয়েছে,
তারাও পিছিয়ে নেই গড়তে এই দেশ,
দূর্নীতিবাজ আর রাজনৈতিকদের ছাড়া।
এই প্রজন্মের মুখে,
সেই প্রজন্মের দৃপ্ত ধ্বনি।
52, 69, 71, 90, এ ছাড়িনি,
এই তেরতেও ছাড়বো না।
এই বাংলাদেশের মাটি হবেনা,
কোন রাজাকারদের ঠিকানা।
শাহবাগ স্বাধীনতা বিরোধী ঘৃণ্য রাজাকার আলবদর আলসামস দের বিরুদ্ধে করা আন্দোলনের সাথে একাত্ত্ব ঘোষণা করে কবিতাটি লেখা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবীর হুমায়ূন ০৫/১১/২০১৩
-
אולי כולנו טועים ০৪/১১/২০১৩oboshoi, ami achi panar sathe !
-
Înšigniã Āvî ০৪/১১/২০১৩khub khub khub sundor....
aar aamar mone hoi ei onuvob sudhu bangalider modhey aache -
রাশেদ ভুঁইঞা বিপ্লব ০৪/১১/২০১৩অপুর্ব অনুভব। ভালোলাগা অনেক---
-
চারু মান্নান ০৪/১১/২০১৩বাহ খুব সুন্দর,,,,,,,কবি ভাই
-
জহির রহমান ০৩/১১/২০১৩একটা সময় আমিও চাইতা যুদ্ধাপরাধীদের বিচার হোক। কিন্তু এখন আর চাই না। কারণ একটাই- আপনি ক্ষমতায় আছেন বলে আপনাকে যারা সমর্থন করবে বা যারা আপনার দলে থাকবে তারা সবাই পার পেয়ে যাবে তা এমন হতে পারেনা। তাছাড়া বিচার ব্যবস্থা তার স্বচ্ছতা হারিয়েছে বলেই আমার মনে হয়। কবিতাটি সুন্দর লেগেছে শুধু- নিচের নোটটি ছাড়া। এজন্য আপনি আমাকে রাজাকার ভাবতে পারেন- আমি মোটেও কষ্ট পাবো না।
যেমন, প্রথম স্তবকে 'তারা' শব্দটি ব্যবহারে মনে হলো, কবি তৃতীয় পুরুষ হয়ে কবিতা লিখছে আবার তৃতীয় স্তবকে 'মোরা' শব্দটি ব্যবহারে মনে হলো কবি নিজেই প্রথম পুরুষ এবং চেতনায় সম্পৃক্ত। এ ভাব কবিতায় না আনাই ভালো হতো।
ভালো থেকো।