www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আদুরী

" আদুরী " নামটি একটি কিশোরীর,
চোখে ভেসে উঠে ঝলসানো শরীর।
নামটির সাথে পরিচিত সবাই,
যে নামে বিবর্ণ মলিন কিশোরী কে পাই।

একদা উচ্ছল উড়ন্ত গ্রাম্য কিশোরী,
আজ সমাজ নির্যাতনে নিষ্পেষিত।
যে আদুরী ঘুরে বেড়াতো ফুলে ফুলে,
সেই আদুরী আজ শুয়ে আছে বিছানাতে।

যে আদুরীর চোখে ছিল রঙিন ছোঁয়া  স্বপ্ন,
সেই আদুরীর চোখে আজ ভয়ের নগ্ন চিত্র।
যে আদুরী এসেছিল এই শহরে দুমুঠো অন্নের তরে,
সেই আদুরীর আজ শরীরে রক্ত ঝরে।

যে আদুরী পেতে পারত একটু ভালবাসার ছোঁয়া,
সেই আদুরী বয়ে বেড়ায় গরম খুন্তির ছ্যাঁকা।
যে আদুরীর প্রত্যাশা একটু শান্তির ঘুম,
সেই আদুরীর মিলে রোজ পান্তা ভাত আর নুন।

যে আদুরী হতে পারতো আমার আপনার সন্তান,
সেই আদুরীকে মিলে আজ ডাষ্টবিনে সন্ধান।
যে আদুরী করে নিজ হাতে রন্ধন মোদের অন্ন,
সেই আদুরীর গায়ে রয়েছে বসন একখানা ছিন্ন।

এই আদুরীর কি নেই অধিকার একটু ভালো থাকার,
আমরা কি পারি না দিতে আশা তাকে বাঁচবার।
এই আদুরীরা সইবে যাতনা বল আর কতকাল,
আমরা কেন করি না তাদের ভালো একটু দেখভাল।

আদুরীরা রইযে আড়ালে এই সমাজের খামখেয়ালে,
তারা শুধুই জড়িয়ে পরে এই সমাজের বেড়াজালে।
পারে না তারা ছিন্ন করতে  এই সমাজের জালকে,
অনন্তকাল তারা পরে থাকে আটকা এই চক্র জালে।

এই আদুরী নয় শেষ আদুরী,
রয়েছে হাজার ছড়িয়ে কিশোরী।
আমরা কখনো দিতে পারিনি,
সেই আদুরীর যোগ্য ধরণী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ০৮/১১/২০১৩
    কী নির্মম বাস্তবকে অসাধারণ করে কবিতায় তুলে এনেছেন !
    স্যালুট জানাই, আপনার মহানুভবতায় ।।

    শেষ থেকে উপরের দিকে আট নম্বর লাইনে..."রইযে" এর চেয়ে "রয় যে" পড়তে ভালো লাগলো ।
    • কী বলে যে আপনাকে ধন্যবাদ জানায়? আমি খুবই কৃতজ্ঞ আপনার সহযোগিতা র জন্য। খুবই খুশি হবো যদি গল্প গুলো কেমন হচ্ছে বললে। শুভকামনা সেই সাথে ভালবাসা অহর্নিশ।
  • ফাহমিদা ফাম্মী ০৪/১১/২০১৩
    শুধুই বলব ... চমৎকার :)
    • খুবই চমৎকার।অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি।আপনার চমৎকার ই আমার জন্য অনেক কিছু।ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন নিরাপদে থাকুন।
  • মীর শওকত ০৩/১১/২০১৩
    কলুষতায় ভরা এ সমাজে কে দেবে যোগ্য অধিকার এই আদুরীকে । খুঁজে ফিরি উত্তর এই মর্ত্যলোকে . . . . .
    • হ্যাঁ ভাই কেউ নেই এদের যোগ্য অধিকার ফিরিয়ে দেওয়ার।কিন্তু আমাদের সচেতনতা পারে তাদের একটু সুখের ঠিকানা দিতে।ধন্যবাদ সেই সাথে শুভকামনা আপনার জন্য।
  • আহমাদ সাজিদ ০৩/১১/২০১৩
    সবর আগে নিজকে চিনতে হবে।
    নিজের অতীতকে মনে রাখতে হবে।
    আগামীর পরিণতির কথা ভাবতে হবে।
    তাহলে সব আদুরীর ভাগ্য বদলাবে।
    পৃথিবী হবে সুন্দর
    মানুষ হবে মানুষের মত।
    ধন্যবাদ সুন্দর লেখার জন্য।।
    • আপনাকে ও অশেষ ধন্যবাদ।আপনি ঠিক বলেছেন।আমরা যদি নিজের অবস্থান চিন্তা করি সেই সাথে আগামী পরিনতি র কথা চিন্তা করলে, আমরা কখনোই এইরকম ঘৃণ্য কাজ করতে পারি না।
  • আদুরীদের কথা এখন ভাবলে কী আর চলে
    আমার বাড়ির কাজের জন্য ভাবতে ও তো হবে
    আমার আছে টাকা পয়সা, আছে স্বামর্থ্য
    ওদের তো জন্মই হল আমাদের জন্য
    আদুরীদের ভাল কাপড় খাবার কেমনে দিব
    আমার ছেলের ফার্ষ্ট ফুড আর খেলনা কোথায় বল
    এত কষ্টের টাকা আবার ওদের জন্য ঢালো
    আদুরীরা যেমন আছে তেমনই তো ভাল
    প্ন্তা বল পোলাও বল পেটতো ভরা হল
    মা বাবা কী ৩ বেলা খাবার দিতে পারতো
    আমরা তো দয়ার সাগর নাইলে কি আর করতো
    -------------------------------------------------
    বাইরে যাই বলি বেশির ভাগ মানুষই মনে করে ওকে যে এই সুবিধা দিয়েছি তাই অনেক। প্রধান কারন সচেতনতার অভাব। আর কাজের লোকে চুরি করলে তার আইন আছে কিন্তু কাজের লোকের জন্য আলাদা কার্যকরী আইন নেই। আমাদের প্রশাসনের হোমরা চোমরাদের ই তো প্রধান সমস্যা। কোন আইন যদি কার্যকর করা যেতো তবে অনেক কমত এই ব্যাপারটা
    • জহির রহমান ০৩/১১/২০১৩
      আপনার এই মন্তব্যের সাথে আমি সহমত পোষন করছি দাদা। আসলে তারা মনে করে- যা দিয়েছি এই বেশি। সে এতটা পাবার কথা না।
    • আপনার মন্তব্যের কি উত্তর আর দেবো? এতো সুন্দর গোছানো মতামত।খুবই ভালো লাগলো।
      • ধন্যবাদ সাখাওয়াত ভাই :)
    • আহমাদ সাজিদ ০৩/১১/২০১৩
      ভাল বললেন ভাই। ধন্যবাদ।
      এই সমস্যা সমাধানে প্রধান ভূমিকা রাখতে হবে সরকারকে
      তারপর প্রশাসনের
      তারপর সাধারণ জনগণের..
      সবার আগে প্রয়োজন সবার সদ্বিচ্ছা।
  • জহির রহমান ০৩/১১/২০১৩
    এই দেশে আদুরীরা থাকবে অবহেলিত। শুধু এই দেশে নয়- বিশ্বের সবখানেই আদুরীরা অবহেলিত থাকে। সামনেও থাকবে। মানবাধিকার সেখানে চুপ থাকবে। কারণ মানবাধিকারের মুখোশের আড়ালেও চলে অমানবিক কার্য।
    আপনার কবিতাটি ভালো লেগেছে। আসলে কি আদুরীদের জন্য আমাদের কিছু করার নেই? আমরা কি পারিনা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে? কত সময়ইতো কাটাই অবহেলায়! কত অর্থইতো অযথা উড়িয়ে দেই! পারিনা তাদের জন্য আমরা তরুন-যুবকরা একত্রিত হতে?
    • আসলে আমরা চাইলে ই অনেক কিছু করতে পারি।তবে সবার আগে প্রয়োজন সচেতনতা।আমি আপনি সচেতন হলে সমাজ থেকে এইসব বৈষম্য দূর করা সম্ভব।আমার আশেপাশে যেসব গৃহকর্মী কাজ করে আমরা কি কখনো সেই সব আদুরী দের খবর নিয়েছি? এটাই আমাদের দ্বায়িত্ব যে আমাদের আশেপাশে যেসব পরিবারে এরা কাজ করে তাদের কে গৃহকর্মী সম্পর্কে সচেতন করা।ধন্যবাদ আপনার মন্তব্যির জন্য।
      • জহির রহমান ০৩/১১/২০১৩
        ঠিক বলছেন। এজন্য সবার আগে আমাদেরকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।
        • আপনাকে ও ধন্যবাদ।এতো রাতে মন্তব্য করার জন্য।খুবই খুশি হলাম।
          • জহির রহমান ০৩/১১/২০১৩
            আসলে ঘুম আসছিলনাতো। তাছাড়া বসে বসে ইসমাত ইয়াসমিন আপুর ব্লগে একটা কমেন্ট লিখছিলাম। অবশ্য সেটা একটু সংশোধন করে নিজেও পোস্ট করছি।
            ধন্যবাদ
            • হ্যাঁ দেখলাম।খুবই ভালো লিখেছেন।আপনি দেশে?
              • জহির রহমান ০৩/১১/২০১৩
                হ্যাঁ। লক্ষ্মীপুর জেলার একটা উপজেলা শহরে বসতি। আপনি?
                • হ্যাঁ ভাই আমি আপাতত দুবাইয়ে।স্থায়ী বসবাস রাউজান পাহাড়তলী চুয়েট সংলগ্ন।
                  • জহির রহমান ০৪/১১/২০১৩
                    আমার ফেসবুক লিংক /jaher2 এড করলে খুশি হবো।
  • সায়েম খান ০৩/১১/২০১৩
    অনেক ভাল লাগলো, তবে এত সুন্দর একটি কবিতায় একটিও মন্তব্য পড়েনি এটা দুঃখজনক। আদুরীদের নিয়ে কথা বলবার মত কেউ কি নেই?
    • আপনার সহযোগিতা আমার সামনে র দিনের পাথেয়।সত্যিই বলেছেন এইসব হতভাগ্য আদুরী দের পাশে দাড়ানোর কেউ নেই।আর খুবই অবাক লাগছে যে এই কবিতা টি এখন পর্যন্ত তেমন কেউ পড়েনি।তাই মন্তব্য আশা করা যায় না।ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।
 
Quantcast