www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এমন রাতে

আকাশে আজ পূর্নিমার চাঁদ,
মিটি মিটি করে হাসছে।
হাল্কা পূবালী হাওয়া বইছে,
হাওয়ায় দুলছে গাছের পাতা গুলো।
বাতাসের শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছে,
অদূরে জোনাকির কিছু আলো দেখা যাচ্ছে।

একটি সুন্দর রাত,
এমন রাতে এমন পরিবেশে,
মন চায় কাছে পেতে,
হৃদয় চায় ছুয়ে যেতে,
পরশ বুলাতে চাই এই গা।

এমন জোৎস্না রাতে,
শুধু পেতে চায় তার পরশ।
হাওয়াই উড়বে তার মেঘ কাল চুল,
বাতাসে দুলবে তার কানের দুল।

হাতে হাত রাখবে সে,
ভরিয়ে দেবে সে আদরে।
দু জনে চলবে খুনসুটি?
রাগে হেসে হবে সে কুটিকুটি।

তারার মত জ্বলজ্বল করবে তার আখিঁ দুটি,
মিশে যাবে একে অপরের প্রাণ দুটি।
রাখবো মাথা তার কোলেতে,
আদর করবে সে মোরে দু হাতে।

হাজার রাজ্যের কথা এসে জুড়বে মনে,
কচি আঙুলে বিনি কাটবে মোর চুলে।
সময় চলে যাবে কোন ক্ষনে,
বসে থাকব মোরা শুধু দু জনে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন ভাবাবেগ, শব্দের ব্যবহার চমৎকার। অসাধারণ !! আলোকিত পথের যাত্রী .....চলুক এভাবেই ।
    • আপনার মতো শুভাকাংখী থাকলে ইনশাআল্লাহ অবশ্যই সামনে এগিয়ে যাব আপনাদের নিয়ে।সবসময় পাশে থেকে সহযোগিতা করার জন্য অজস্র কৃতজ্ঞতা।শুভকামনা সবসময়।
      • আপনার জন্য সূভকামনা রইল ...।।
    • আপনার মতো শুভাকাংখী থাকলে ইনশাআল্লাহ অবশ্যই সামনে এগিয়ে যাব আপনাদের নিয়ে।সবসময় পাশে থেকে সহযোগিতা করার জন্য অজস্র কৃতজ্ঞতা।শুভকামনা সবসময়।
  • অভিজিৎ দাশগুপ্ত ০৩/১১/২০১৩
    খুব খুব ভাল লাগল... প্রকৃতির মাঝে রোমান্টিকতা...
  • אולי כולנו טועים ০৩/১১/২০১৩
    দারুন।..প্রেমের অসাধারণ আবেগময় কবিতা।
  • দীপঙ্কর বেরা ০৩/১১/২০১৩
    প্রকৃতিকে দেখার ভাবনা । ভাল লাগল ।
  • আহমাদ সাজিদ ০২/১১/২০১৩
    প্রকৃতি নিয়ে এই রকম রচনা তোমার কলমে চলতে থাক অবিরত...
    ভাল থেকো... ধন্যবাদ
    • আপনাদের এমন সব অনুপ্রেরণামূলক মন্তব্য পেলে ইনশাআল্লাহ অবশ্যই কলম চালিয়ে যাওয়ার চেষ্টা করব।অসংখ্য ধন্যবাদ সেই সাথে অফুরন্ত ভালবাসা আপনার জন্য।
  • অসাধারণ লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেছে। একটা সফ্‌টওয়ার বানানো দরকার যাতে আপনার লেখা দেখলেই অসাধারণ কথাটা লিখে দেয় :p । সাখাওয়াত ভাই আপনার লেখার তারিফ করার ভাষা আমার নেই
    • হা হা হা! ভাই আমার প্রতি অপরিসীম ভালবাসার কারণে আপনার মনে হচ্ছে এই লেখা খুব ভালো।আসলে এটা খুবই সাধারণ একটাা লেখা।কিন্তু আপনার ভালবাসা র প্রতিদান আমি কিভাবে দিতে পারব জানি না।আমি খুবই নগন্য একজন মানুষ।এতো ভালবাসা সইবে না।আবারো ধন্যবাদ।ভালবাসা ভাইয়ের জন্য সবসময়ই।
  • Înšigniã Āvî ০২/১১/২০১৩
    khub sundor.....
 
Quantcast