এমন রাতে
আকাশে আজ পূর্নিমার চাঁদ,
মিটি মিটি করে হাসছে।
হাল্কা পূবালী হাওয়া বইছে,
হাওয়ায় দুলছে গাছের পাতা গুলো।
বাতাসের শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছে,
অদূরে জোনাকির কিছু আলো দেখা যাচ্ছে।
একটি সুন্দর রাত,
এমন রাতে এমন পরিবেশে,
মন চায় কাছে পেতে,
হৃদয় চায় ছুয়ে যেতে,
পরশ বুলাতে চাই এই গা।
এমন জোৎস্না রাতে,
শুধু পেতে চায় তার পরশ।
হাওয়াই উড়বে তার মেঘ কাল চুল,
বাতাসে দুলবে তার কানের দুল।
হাতে হাত রাখবে সে,
ভরিয়ে দেবে সে আদরে।
দু জনে চলবে খুনসুটি?
রাগে হেসে হবে সে কুটিকুটি।
তারার মত জ্বলজ্বল করবে তার আখিঁ দুটি,
মিশে যাবে একে অপরের প্রাণ দুটি।
রাখবো মাথা তার কোলেতে,
আদর করবে সে মোরে দু হাতে।
হাজার রাজ্যের কথা এসে জুড়বে মনে,
কচি আঙুলে বিনি কাটবে মোর চুলে।
সময় চলে যাবে কোন ক্ষনে,
বসে থাকব মোরা শুধু দু জনে
মিটি মিটি করে হাসছে।
হাল্কা পূবালী হাওয়া বইছে,
হাওয়ায় দুলছে গাছের পাতা গুলো।
বাতাসের শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছে,
অদূরে জোনাকির কিছু আলো দেখা যাচ্ছে।
একটি সুন্দর রাত,
এমন রাতে এমন পরিবেশে,
মন চায় কাছে পেতে,
হৃদয় চায় ছুয়ে যেতে,
পরশ বুলাতে চাই এই গা।
এমন জোৎস্না রাতে,
শুধু পেতে চায় তার পরশ।
হাওয়াই উড়বে তার মেঘ কাল চুল,
বাতাসে দুলবে তার কানের দুল।
হাতে হাত রাখবে সে,
ভরিয়ে দেবে সে আদরে।
দু জনে চলবে খুনসুটি?
রাগে হেসে হবে সে কুটিকুটি।
তারার মত জ্বলজ্বল করবে তার আখিঁ দুটি,
মিশে যাবে একে অপরের প্রাণ দুটি।
রাখবো মাথা তার কোলেতে,
আদর করবে সে মোরে দু হাতে।
হাজার রাজ্যের কথা এসে জুড়বে মনে,
কচি আঙুলে বিনি কাটবে মোর চুলে।
সময় চলে যাবে কোন ক্ষনে,
বসে থাকব মোরা শুধু দু জনে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ ভুঁইঞা বিপ্লব ০৪/১১/২০১৩দারুন ভাবাবেগ, শব্দের ব্যবহার চমৎকার। অসাধারণ !! আলোকিত পথের যাত্রী .....চলুক এভাবেই ।
-
অভিজিৎ দাশগুপ্ত ০৩/১১/২০১৩খুব খুব ভাল লাগল... প্রকৃতির মাঝে রোমান্টিকতা...
-
אולי כולנו טועים ০৩/১১/২০১৩দারুন।..প্রেমের অসাধারণ আবেগময় কবিতা।
-
দীপঙ্কর বেরা ০৩/১১/২০১৩প্রকৃতিকে দেখার ভাবনা । ভাল লাগল ।
-
আহমাদ সাজিদ ০২/১১/২০১৩প্রকৃতি নিয়ে এই রকম রচনা তোমার কলমে চলতে থাক অবিরত...
ভাল থেকো... ধন্যবাদ -
দাদা মুহাইমিন চৌধূরী ০২/১১/২০১৩অসাধারণ লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেছে। একটা সফ্টওয়ার বানানো দরকার যাতে আপনার লেখা দেখলেই অসাধারণ কথাটা লিখে দেয় । সাখাওয়াত ভাই আপনার লেখার তারিফ করার ভাষা আমার নেই
-
Înšigniã Āvî ০২/১১/২০১৩khub sundor.....