www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি বিহনে

`মনে করো আমি তোমায় পেলাম না,
বা-   তুমিই আমার হলেন৷।
তখন এই জীবনে কি যাতনা,
জানি না,
তুমি কখনো ভেবেছ কিনা?

জীবনে তুমি না এলে,
এই জীবন হয়ে যাবে শূন্য,
মন ভেঙে হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ।
জীবনে যে দিয়েছে সাহস,
সেই যদি করে উপহাস,
তার থাকে কি এই পৃথিবীতে আবাস?

নাহ ,আমি হয়ে যাবো না দেবদাস,
করবো না আমি আত্মহত্যা।
হবো না আমি পাগল,
হয়ে যাবো না কোন নেশায় আশক্ত।

জেনে রেখো শুধু,
এই জীবনের ধারা যাবে কিছু পাল্টে।
যা কিছু ছিল স্বপ্ন,
তা হয়ে যাবে সব দুঃস্বপ্ন।
জীবনে যাকিছু ছিল লক্ষ্য,
তা হয়ে যাবে সব ক্ষতবিক্ষত।

ইচ্ছা ছিল তোমায় নিয়ে সুখে থাকার আশা,
তা হয়ে যাবে ধূ ধূ মরিচিকা,
সবই হতাশা।
মুছে যাবে মানুষের প্রতি বিশ্বাস,
থাকবে শুধুই দীর্ঘ শ্বাস।

নাহ, জীবনে নতুন করে কাউকে চাইবো না,
যে স্থান দিয়েছি এক জনকে,
সেই স্থান কখনো পাবেনা অন্য জনে।
বেঁচে থাকার তরে,
দিন যাবে ঠিকই চলে,
শুধুই মরে যাবে এই মন,
যাকে তুমি করবে নিজ হাতে খুন।

এভাবেই গুনবো দিন মাস বছর,
যখন আসবে বিধাতার খবর,
তখন আমার শেষ স্থান হবে ঐ কবর।
নিও তুমি খবর,
দেখে যেও এক বার আমার কবর
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ০৩/১১/২০১৩
    এত সুন্দর একটি কবিতা আমার চোখে পড়েনি!!! আমি এতই ব্যস্ত সময় পার করছি!!
    • এভাবে বলে আমায় লজ্জা দিবেন না ভাইয়া।এটা তেমন কিছুই না যা আপনি তুলনা দিলেন।এটা আপনি আমার প্রতি গভীর ভালবাসা থেকেই অনুভব করছেন।সত্যিই আমি কৃতজ্ঞ. আপনার কাছে সুন্দর মন্তব্যের জন্য।ভালবাসা আপনার প্রতি অহর্নিশ।
      • জহির রহমান ০৪/১১/২০১৩
        আপনার প্রতিও ভালোবাসা প্রিয় কবি
        • এই ভালবাসা যেন কভু না টুটে।আপনার জন্য একটা লেখা লিখেছি কিন্তু বারবার মোবাইল সমস্যার কারণে দিতে পারি নাই।খুব শীগ্রই দিব।
  • দীপঙ্কর বেরা ০৩/১১/২০১৩
    সুন্দর ভাবনা । খুব ভাল লাগল ।
  • কবি মনের কথাটাই বলে দিলেন। শ্রদ্ধা আপনার জন্য। শ্রদ্ধা আপনার ভালবাসায় ।
    • আপনার প্রতি কৃতজ্ঞতায় শির অবনত।খুবই অনুপ্রেরণা পায় আপনার কাছ থেকে।অসম্ভব ভালো লাগলো।দোয়া রাখবেন সবসময়।শুভকামনা আপনার জন্য।
      • ধন্যবাদ । আপনার জন্য ও শুভ কামনা
        • আপনার এই সহযোগিতা সহমর্মিতা কখনোই ভুলব না।আমার চলার পথে আপনাকে সবসময় যেন কাছে পায়।
          • আসলে ব্যাপারটা এরকম না ভেবে অন্য রকম ভাবা যায়। আপনি একসময় একটা ফেজ পেরিয়ে গেছেন আর তার অভিজ্ঞতায় লেখছেন, আর দূর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে আমিও একি ফেজে পড়েছি আর এখন পারি দিচ্ছি তাই আপনার লেখা আমাকে একটু আলাদাভাবে টানে। একটা ব্যাখ্যা বের করার চেষ্টা করলাম :p
            • দাদাভাই সামথিং ইজ রঙ? আমি বিরহ নিয়ে যা লিখি তা সবই কল্পনা।তবে হতাশার গুলো সত্য।কিন্তু আপনি কেন কষ্টে থাকবেন ? এটা আমি কখনোই মেনে নিতে পারব না।প্লিজ মন খারাপ করবেন না।আমি আপনার একজন শুভাকাংখী।
              • হতাশা নেই এঅমন মানুষ কি আছে দুনিয়ায়। আমার শুভাকাঙ্খি শুনে ভাল লাগল। ধন্যবাদ :)
                • হতাশা ছুড়ে ফেলুন।সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিন।দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সকল দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে পারবেন।
                  • পারতাম হয়ত যদি কাছের লোক বোঝত। কিন্তু কি বোঝাব তাদের। ধৈর্য চলে গেছে। দোয়া করবেন
                    • না ভাই এভাবে হতাশ হবেন না।নারী ঘটিত ব্যপার হলে এটা কোন ব্যপার ই না।কত কিছু আসবে যাবে।এটা নিয়ে এতো ভাবার কি আছে।জীবন অনেক সুন্দর।জীবন কে জীবনের মতো দেখুন।
                      • নারী ঘটিত ব্যাপার না। বললামনা কাছের মানুষ।
  • ইসমাত ইয়াসমিন ০২/১১/২০১৩
    "এভাবেই গুনবো দিন মাস বছর,
    যখন আসবে বিধাতার খবর,
    তখন আমার শেষ স্থান হবে ঐ কবর।
    নিও তুমি খবর,
    দেখে যেও একবার আমার কবর...কথাগুলো অনেক সুন্দর, মনে ছুয়ে গেল, কিন্তু এত দুঃখ কেন ভাই, শভকামনা রইল।
    • আপনার এতো সুন্দর গোছানো মন্তব্যের পর কি মন খারাপ থাকতে পারে আপা।খুবই খুশি হলাম আপনার পদধূলি দেওয়ার জন্য।আসলে কবিতা টি অনেক আগের লেখা।একসময় প্রেমিকার বিরহে লেখাটি।যদিও এখন সব ঠিক আছে।আবারো ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য।সেই সাথে ভালবাসা অহর্নিশ।
  • আদর্শ ও মানবীয় গুণে ভরা আবেগ প্রকাশক একটি কবিতা। খুব ভালো লিখেছেন। সাথে থাকবেন সবসময়
    • আপনার চমৎকার সৌন্দর্য পূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।খুবই খুশি হলাম।শুভকামনা আপনার জন্য।সেই সাথে ভালবাসা অহর্নিশ
  • Înšigniã Āvî ০২/১১/২০১৩
    বিষন্ন মনের গভীর কথা প্রকাশ পেয়েছে কবিতার আকারে ।
  • আরজু নাসরিন পনি ০২/১১/২০১৩
    এভাবে মন খারাপ করতে হয় না, কবি...
    জীবনের অনেক রঙিন দিনগুলো সামনে পড়ে আছে...সেগুলোর আহবাণ উপেক্ষা করবেন কেমন করে বলুন ?

    আমাদের মতো অচেনা অথচ কতোই চেনা আন্তরিক বন্ধু কোথায় পাবেন বলুন ?
    সুখ গুলো সব ঘিরে রাখুক, দুঃস্বপ্নরা দূর হয়ে সুখ স্বপ্নে বিভোর হয়ে থাকুন...
    আসুক সুখের সব কবিতারা...
    প্রিয় সাখাওয়াৎ, অনেকদিন পর লিখলেন...আপনার আন্তরিকতা আমার মতো নাদানের জন্যে অনেক অনুপ্রেরণার ।
    ভালো লাগলো নতুন কবিতা পেয়ে ...
    অনেক ভালো থাকুন ।।
    • অসম্ভব অসম্ভব খুশি হলাম আপনার সহমর্মিতা পেয়ে।আশাকরি সবসময় পাশে থাকবেন ভালবাসা দিয়ে।সত্যিই আপনাকে খুবই ভালো লাগে আপনার হৃদয় স্পর্শী মন্তব্যের জন্য।ভালো থাকবে ন।শুভকামনা আপনার জন্য সবসময়।আর হ্যাঁ আমি আপনাদের সহযোগিতা পেলে পুরো মাস লেখায় ব্যস্ত থাকার সিদ্ধান্ত নিয়েছি।বাকিটুকু আল্লাহর ইচ্ছা।দোয়া রাখবেন যেন আপনাদের ভালবাসাার মূল্য দিতে পারি।
  • মীর শওকত ০২/১১/২০১৩
    বিষন্ন মনের চমৎকার কাব্যিকতা ।মনোমুগ্ধকর ।
 
Quantcast