তুমি বিহনে
`মনে করো আমি তোমায় পেলাম না,
বা- তুমিই আমার হলেন৷।
তখন এই জীবনে কি যাতনা,
জানি না,
তুমি কখনো ভেবেছ কিনা?
জীবনে তুমি না এলে,
এই জীবন হয়ে যাবে শূন্য,
মন ভেঙে হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ।
জীবনে যে দিয়েছে সাহস,
সেই যদি করে উপহাস,
তার থাকে কি এই পৃথিবীতে আবাস?
নাহ ,আমি হয়ে যাবো না দেবদাস,
করবো না আমি আত্মহত্যা।
হবো না আমি পাগল,
হয়ে যাবো না কোন নেশায় আশক্ত।
জেনে রেখো শুধু,
এই জীবনের ধারা যাবে কিছু পাল্টে।
যা কিছু ছিল স্বপ্ন,
তা হয়ে যাবে সব দুঃস্বপ্ন।
জীবনে যাকিছু ছিল লক্ষ্য,
তা হয়ে যাবে সব ক্ষতবিক্ষত।
ইচ্ছা ছিল তোমায় নিয়ে সুখে থাকার আশা,
তা হয়ে যাবে ধূ ধূ মরিচিকা,
সবই হতাশা।
মুছে যাবে মানুষের প্রতি বিশ্বাস,
থাকবে শুধুই দীর্ঘ শ্বাস।
নাহ, জীবনে নতুন করে কাউকে চাইবো না,
যে স্থান দিয়েছি এক জনকে,
সেই স্থান কখনো পাবেনা অন্য জনে।
বেঁচে থাকার তরে,
দিন যাবে ঠিকই চলে,
শুধুই মরে যাবে এই মন,
যাকে তুমি করবে নিজ হাতে খুন।
এভাবেই গুনবো দিন মাস বছর,
যখন আসবে বিধাতার খবর,
তখন আমার শেষ স্থান হবে ঐ কবর।
নিও তুমি খবর,
দেখে যেও এক বার আমার কবর
বা- তুমিই আমার হলেন৷।
তখন এই জীবনে কি যাতনা,
জানি না,
তুমি কখনো ভেবেছ কিনা?
জীবনে তুমি না এলে,
এই জীবন হয়ে যাবে শূন্য,
মন ভেঙে হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ।
জীবনে যে দিয়েছে সাহস,
সেই যদি করে উপহাস,
তার থাকে কি এই পৃথিবীতে আবাস?
নাহ ,আমি হয়ে যাবো না দেবদাস,
করবো না আমি আত্মহত্যা।
হবো না আমি পাগল,
হয়ে যাবো না কোন নেশায় আশক্ত।
জেনে রেখো শুধু,
এই জীবনের ধারা যাবে কিছু পাল্টে।
যা কিছু ছিল স্বপ্ন,
তা হয়ে যাবে সব দুঃস্বপ্ন।
জীবনে যাকিছু ছিল লক্ষ্য,
তা হয়ে যাবে সব ক্ষতবিক্ষত।
ইচ্ছা ছিল তোমায় নিয়ে সুখে থাকার আশা,
তা হয়ে যাবে ধূ ধূ মরিচিকা,
সবই হতাশা।
মুছে যাবে মানুষের প্রতি বিশ্বাস,
থাকবে শুধুই দীর্ঘ শ্বাস।
নাহ, জীবনে নতুন করে কাউকে চাইবো না,
যে স্থান দিয়েছি এক জনকে,
সেই স্থান কখনো পাবেনা অন্য জনে।
বেঁচে থাকার তরে,
দিন যাবে ঠিকই চলে,
শুধুই মরে যাবে এই মন,
যাকে তুমি করবে নিজ হাতে খুন।
এভাবেই গুনবো দিন মাস বছর,
যখন আসবে বিধাতার খবর,
তখন আমার শেষ স্থান হবে ঐ কবর।
নিও তুমি খবর,
দেখে যেও এক বার আমার কবর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ০৩/১১/২০১৩এত সুন্দর একটি কবিতা আমার চোখে পড়েনি!!! আমি এতই ব্যস্ত সময় পার করছি!!
-
দীপঙ্কর বেরা ০৩/১১/২০১৩সুন্দর ভাবনা । খুব ভাল লাগল ।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০২/১১/২০১৩কবি মনের কথাটাই বলে দিলেন। শ্রদ্ধা আপনার জন্য। শ্রদ্ধা আপনার ভালবাসায় ।
-
ইসমাত ইয়াসমিন ০২/১১/২০১৩"এভাবেই গুনবো দিন মাস বছর,
যখন আসবে বিধাতার খবর,
তখন আমার শেষ স্থান হবে ঐ কবর।
নিও তুমি খবর,
দেখে যেও একবার আমার কবর...কথাগুলো অনেক সুন্দর, মনে ছুয়ে গেল, কিন্তু এত দুঃখ কেন ভাই, শভকামনা রইল। -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১১/২০১৩আদর্শ ও মানবীয় গুণে ভরা আবেগ প্রকাশক একটি কবিতা। খুব ভালো লিখেছেন। সাথে থাকবেন সবসময়
-
Înšigniã Āvî ০২/১১/২০১৩বিষন্ন মনের গভীর কথা প্রকাশ পেয়েছে কবিতার আকারে ।
-
আরজু নাসরিন পনি ০২/১১/২০১৩এভাবে মন খারাপ করতে হয় না, কবি...
জীবনের অনেক রঙিন দিনগুলো সামনে পড়ে আছে...সেগুলোর আহবাণ উপেক্ষা করবেন কেমন করে বলুন ?
আমাদের মতো অচেনা অথচ কতোই চেনা আন্তরিক বন্ধু কোথায় পাবেন বলুন ?
সুখ গুলো সব ঘিরে রাখুক, দুঃস্বপ্নরা দূর হয়ে সুখ স্বপ্নে বিভোর হয়ে থাকুন...
আসুক সুখের সব কবিতারা...
প্রিয় সাখাওয়াৎ, অনেকদিন পর লিখলেন...আপনার আন্তরিকতা আমার মতো নাদানের জন্যে অনেক অনুপ্রেরণার ।
ভালো লাগলো নতুন কবিতা পেয়ে ...
অনেক ভালো থাকুন ।। -
মীর শওকত ০২/১১/২০১৩বিষন্ন মনের চমৎকার কাব্যিকতা ।মনোমুগ্ধকর ।