আলোর অপেক্ষায়
শরৎতের নির্মল মেঘহীন আকাশে,
উড়ে যায় এক ঝাঁক গাংচিল।
নদীর মোহনায় ফুটেছে কাশফুল,
দোল খায় একরাশ বাতাসে।
জেলারা ছুটে যায় নদীর ও গহীনে,
জীবিকার ই তাগিদে।
পাখিরা ফিরে আসে দিবসের শেষে,
গোধূলী লগ্নে নীড়ের ও টানে।
দিগন্ত রক্তিম আলোয় শোভিত,
ক্ষন পরে মোয়াজ্জিনের আযান ধ্বনিত।
এমনি করেই দিন যায় রাত আসে,
এরই মাঝে পড়ে থাকি হতাশায় ডুবে।
দিন শেষে আঁধার ঘনিয়ে আসে,
বিষন্নতা ছড়িয় যায় সারা শরীর মন মাঝে।
কিছু স্মৃতি কিছু সুখ দিয়ে গেল সব দুঃখ,
আঁধারেই খুজিঁ হারানো সেই স্বর্ণ যুগ।
মোহের তাড়নায় মিছে মরিচিকার পিছে,
ছুটে চলেছিলাম আমি আপন মনে।
বুঝিলাম এখন শোকে পাথর যখন,
ভেবে পাই না কি করি এখন।
গিয়েছে বেলা করেছে সে হেলা,
বুঝি নাই তারি ছলাকলা।
প্রভু দিয়েছে জীবন,
চলছে এখন জীবন যেখানে যেমন।
ভাবিনি কখনো হয়ে যাব ছিন্নভিন্ন,
স্মৃতি গুলো তাড়িয়ে বেড়ায় এখনো।
শত চেষ্টাই বৃথা তাই,
নাহি ভোলা যায় সেই স্মৃতি গুলো হায়।
দিয়েছিলাম মন ভাবিনি তখন,
ছলনায় মন হয়ে যাবে এমন।
কি করি তাই যে দিকে তাকাই,
ধূধূ বালুচর পানি সেথা নাই।
রাতের ও আঁধার বুঝি শেষের ও প্রান্তে,
উঠিবে দিগন্তে রবিরও আলো।
আসবে কি আলো আমারও জীবনে,
যেখানে আছে শুধু অমাবশ্যার কালো।
আশাতেই বাধি বুক আমি,
হবে সমাধি, দুঃখেরও সারথীর
উড়ে যায় এক ঝাঁক গাংচিল।
নদীর মোহনায় ফুটেছে কাশফুল,
দোল খায় একরাশ বাতাসে।
জেলারা ছুটে যায় নদীর ও গহীনে,
জীবিকার ই তাগিদে।
পাখিরা ফিরে আসে দিবসের শেষে,
গোধূলী লগ্নে নীড়ের ও টানে।
দিগন্ত রক্তিম আলোয় শোভিত,
ক্ষন পরে মোয়াজ্জিনের আযান ধ্বনিত।
এমনি করেই দিন যায় রাত আসে,
এরই মাঝে পড়ে থাকি হতাশায় ডুবে।
দিন শেষে আঁধার ঘনিয়ে আসে,
বিষন্নতা ছড়িয় যায় সারা শরীর মন মাঝে।
কিছু স্মৃতি কিছু সুখ দিয়ে গেল সব দুঃখ,
আঁধারেই খুজিঁ হারানো সেই স্বর্ণ যুগ।
মোহের তাড়নায় মিছে মরিচিকার পিছে,
ছুটে চলেছিলাম আমি আপন মনে।
বুঝিলাম এখন শোকে পাথর যখন,
ভেবে পাই না কি করি এখন।
গিয়েছে বেলা করেছে সে হেলা,
বুঝি নাই তারি ছলাকলা।
প্রভু দিয়েছে জীবন,
চলছে এখন জীবন যেখানে যেমন।
ভাবিনি কখনো হয়ে যাব ছিন্নভিন্ন,
স্মৃতি গুলো তাড়িয়ে বেড়ায় এখনো।
শত চেষ্টাই বৃথা তাই,
নাহি ভোলা যায় সেই স্মৃতি গুলো হায়।
দিয়েছিলাম মন ভাবিনি তখন,
ছলনায় মন হয়ে যাবে এমন।
কি করি তাই যে দিকে তাকাই,
ধূধূ বালুচর পানি সেথা নাই।
রাতের ও আঁধার বুঝি শেষের ও প্রান্তে,
উঠিবে দিগন্তে রবিরও আলো।
আসবে কি আলো আমারও জীবনে,
যেখানে আছে শুধু অমাবশ্যার কালো।
আশাতেই বাধি বুক আমি,
হবে সমাধি, দুঃখেরও সারথীর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০২/১১/২০১৩
-
মীর শওকত ০২/১১/২০১৩বিষন্ন স্মৃতির চমৎকার কাব্যিকতা ।অনেক ভাল লাগল আপনার কবিতা ।
-
আহমাদ সাজিদ ০১/১১/২০১৩খুবই সুন্দর। ভাল থাকুন
-
স্বপঞ্জয় চৌধুরী ০১/১১/২০১৩জীবন ও প্রকৃতির এক সুন্দর প্রতিচ্ছবি। ভালো লাগলো
-
Înšigniã Āvî ০১/১১/২০১৩khub sundor.....
জীবন জুড়েই আমরা কোননা কোনো আশাতেই থাকি !
একটি আশা পূর্ণ হলেই,
তার পিঠে এসে পরে আর একটি আশা।
পরীক্ষায় ভালো করা, চাকুরী,
প্রতিষ্ঠা, বিয়ে, সংসার -
এভাবেই একটির পর আরেকটি আশার পিছে
ছুটে চলে জীবন।