ভালবাসার দান প্রতিদান
বসন্তের বিকেলে,
হাল্কা বাতাসে গাছের পাতা গুলো
নড়ছে হেলে দুলে।
তুমি আমি হাটছিলাম,
গ্রামের বাকা পথ ধরে।
হঠাৎ থমকে তুমি দাড়িয়ে,
বললে তুমি কথা আমার দু হাত ধরে,
"দেবেতো সঙ্গ তুমি মন প্রাণ খুলে
ভালবাসবে তো তুমি আপন করে "?
বলেছিলাম সেদিন শপথ করে,
"আমি আছি থাকবো তোমার পাশে,
দেবো সঙ্গ তোমায় সর্বক্ষণে।
জেনে রেখ তুমি আছো,
আমার এই মন গহীনে "।
কোন এক শীতের সকালে,
বসেছিলাম মোরা গাছের তলে।
মৃদু ঠান্ডা হওয়া বইছিল আমাদের আশেপাশে।
ঠান্ডায় তুমি কুঁকড়ে গিয়েছিলে,
আমি আমার বস্ত্র দিয়ে -
তোমার আব্রু দিয়েছিলাম ঢেকে।
সেই দিন সেই শীতল উষ্ণ মুহূর্তে -
তুমি বলেছিলে "রাখবে তো আমায়,
এইভাবে সারাজীবন ধরে,
ছেড়ে যাবে নাতো কখনো
আমায় দূরে একা ফেলে "।
সেই দিন ও দিয়েছিলাম কথা তোমাকে,
রাখবো তোমায় ধরে আমৃত্যু পাঞ্জা লড়ে।
ঝিরঝির রিমঝিম বৃষ্টির দিনে,
দুজনে ছুটে বেড়াচ্ছি আপন মনে।
হাজারো খুনসুটিতে মেতেছি দুজনে,
আনন্দ উচ্ছ্বাসে যাচ্ছি সেই ক্ষনে।
হঠাৎ মেঘের বজ্র পাতে,
ছুটে এলে তুমি আমার বুকে।
ধরে ছিলাম তোমায় শক্ত করে,
কেউ যেন সহজে ছাড়াতে না পারে।
আলতো মুখটি তুলে বলেছিলে তুমি,
""পারবে কি রক্ষা করতে আমাকে,
সারাটি জীবন ধরে,
দেবে কি ঠাঁই তোমার বুকে,
ঐ নিরাপদ আশ্রয়ে "
বলছিলাম সেই দিন সেই আবেগী মুহূর্তে,
দিয়েছিলাম কথা তোমাকে।
শত বিপদে আপদে,
আমি থাকব তোমার কাছে।
তোমার নিজ ছায়ার মত আশেপাশে।
মৃত্যু বৈ কেউ ই পারবেনা আমাকে,
ঐ পথ থেকে সরাতে।
সেই সব ক্ষন, সেই সব দিন,
আজ গত হয়েছে অনেক দিন।
আজও বসন্তে ফুল ফুটে,
পাখিরা গান গায় মন খুলে।
প্রকৃতি সাজে নব নব রূপে,
সব কিছু চলছে সেই প্রকৃতির নিয়মে।
আজও শীতে কুয়াশা ঝড়ে,
শীতল হাওয়া বয়ে চলে প্রকৃতির মাঝে।
আজও বর্ষায় বৃষ্টি ঝরে,
প্রকৃতির মাঝে জেগে উঠে প্রাণ।
কিন্তু আমি আছি নিঃপ্রাণ,
বেঁচে থাকার তরে শরীর আছে,
সেই শরীরে প্রাণের অস্তিত্ব মিছে।
মনে পড়ে আজ এইক্ষনে
দিয়েছিলাম কথা যাকে -
সেই কিনা ছেড়ে চলে গেছে,
আমাকে একা অন্ধকারে ফেলে।
সেই সব রঙিন মুহূর্ত গুলো,
আজ বড় মনে পড়ে।
যখন তুমি চেয়েছিলে সারা জীবন,
এই বুকে পড়ে থাকতে।
আজ সেই বুকে তুমি দিয়ে গেলে -
পাহাড় সম কষ্টের তুষের মধ্যে,
দাউদাউ করে আগুন জ্বলে।
জ্বলে পুড়ে অঙ্গার এই বুক।
বলেছিলে তুমি তোমায় সঙ্গ দিতে,
চেয়েছিলেন তাই তোমাকে,
আজীবনের সঙ্গী করতে।
অথচ সেই তুমি চলে গেলে,
আমায় একা নিঃসঙ্গ করে।
যে তুমি চেয়েছিলে আমার কাছে,
নিরাপদ আশ্রয়ে থাকতে।
সেই তুমি রেখে গেলে আমায়,
আজীবনের নিরাপত্তাহীনতায় ফেলে।
এই কি সেই তুমি?
যে কিনা চেয়েছিল আমায় নিয়ে ঘর বাধতে।
সেই তুমি কেন চলে গেলে,
আমায় একাকী অন্ধকারে ফেলে?
কেন তুমি ছলনায় লিপ্ত হলে,
কেন তুমি কষ্ট দিলে এই মনে।
তুমিহীনা নিঃসঙ্গ এই জীবন,
আমার চলে কেমনে।
আমি আজও রেখেছি তোমার কথা স্বরনে,
চাইলেই তুমি আসতে পার এই জীবনে।
আমি রাখব তোমায় ঠিকই যতনে
ঠিক সেই রকম,
যেদিন গুলো চলেগিয়ে দুজনে একসাথে
10/4/12
হাল্কা বাতাসে গাছের পাতা গুলো
নড়ছে হেলে দুলে।
তুমি আমি হাটছিলাম,
গ্রামের বাকা পথ ধরে।
হঠাৎ থমকে তুমি দাড়িয়ে,
বললে তুমি কথা আমার দু হাত ধরে,
"দেবেতো সঙ্গ তুমি মন প্রাণ খুলে
ভালবাসবে তো তুমি আপন করে "?
বলেছিলাম সেদিন শপথ করে,
"আমি আছি থাকবো তোমার পাশে,
দেবো সঙ্গ তোমায় সর্বক্ষণে।
জেনে রেখ তুমি আছো,
আমার এই মন গহীনে "।
কোন এক শীতের সকালে,
বসেছিলাম মোরা গাছের তলে।
মৃদু ঠান্ডা হওয়া বইছিল আমাদের আশেপাশে।
ঠান্ডায় তুমি কুঁকড়ে গিয়েছিলে,
আমি আমার বস্ত্র দিয়ে -
তোমার আব্রু দিয়েছিলাম ঢেকে।
সেই দিন সেই শীতল উষ্ণ মুহূর্তে -
তুমি বলেছিলে "রাখবে তো আমায়,
এইভাবে সারাজীবন ধরে,
ছেড়ে যাবে নাতো কখনো
আমায় দূরে একা ফেলে "।
সেই দিন ও দিয়েছিলাম কথা তোমাকে,
রাখবো তোমায় ধরে আমৃত্যু পাঞ্জা লড়ে।
ঝিরঝির রিমঝিম বৃষ্টির দিনে,
দুজনে ছুটে বেড়াচ্ছি আপন মনে।
হাজারো খুনসুটিতে মেতেছি দুজনে,
আনন্দ উচ্ছ্বাসে যাচ্ছি সেই ক্ষনে।
হঠাৎ মেঘের বজ্র পাতে,
ছুটে এলে তুমি আমার বুকে।
ধরে ছিলাম তোমায় শক্ত করে,
কেউ যেন সহজে ছাড়াতে না পারে।
আলতো মুখটি তুলে বলেছিলে তুমি,
""পারবে কি রক্ষা করতে আমাকে,
সারাটি জীবন ধরে,
দেবে কি ঠাঁই তোমার বুকে,
ঐ নিরাপদ আশ্রয়ে "
বলছিলাম সেই দিন সেই আবেগী মুহূর্তে,
দিয়েছিলাম কথা তোমাকে।
শত বিপদে আপদে,
আমি থাকব তোমার কাছে।
তোমার নিজ ছায়ার মত আশেপাশে।
মৃত্যু বৈ কেউ ই পারবেনা আমাকে,
ঐ পথ থেকে সরাতে।
সেই সব ক্ষন, সেই সব দিন,
আজ গত হয়েছে অনেক দিন।
আজও বসন্তে ফুল ফুটে,
পাখিরা গান গায় মন খুলে।
প্রকৃতি সাজে নব নব রূপে,
সব কিছু চলছে সেই প্রকৃতির নিয়মে।
আজও শীতে কুয়াশা ঝড়ে,
শীতল হাওয়া বয়ে চলে প্রকৃতির মাঝে।
আজও বর্ষায় বৃষ্টি ঝরে,
প্রকৃতির মাঝে জেগে উঠে প্রাণ।
কিন্তু আমি আছি নিঃপ্রাণ,
বেঁচে থাকার তরে শরীর আছে,
সেই শরীরে প্রাণের অস্তিত্ব মিছে।
মনে পড়ে আজ এইক্ষনে
দিয়েছিলাম কথা যাকে -
সেই কিনা ছেড়ে চলে গেছে,
আমাকে একা অন্ধকারে ফেলে।
সেই সব রঙিন মুহূর্ত গুলো,
আজ বড় মনে পড়ে।
যখন তুমি চেয়েছিলে সারা জীবন,
এই বুকে পড়ে থাকতে।
আজ সেই বুকে তুমি দিয়ে গেলে -
পাহাড় সম কষ্টের তুষের মধ্যে,
দাউদাউ করে আগুন জ্বলে।
জ্বলে পুড়ে অঙ্গার এই বুক।
বলেছিলে তুমি তোমায় সঙ্গ দিতে,
চেয়েছিলেন তাই তোমাকে,
আজীবনের সঙ্গী করতে।
অথচ সেই তুমি চলে গেলে,
আমায় একা নিঃসঙ্গ করে।
যে তুমি চেয়েছিলে আমার কাছে,
নিরাপদ আশ্রয়ে থাকতে।
সেই তুমি রেখে গেলে আমায়,
আজীবনের নিরাপত্তাহীনতায় ফেলে।
এই কি সেই তুমি?
যে কিনা চেয়েছিল আমায় নিয়ে ঘর বাধতে।
সেই তুমি কেন চলে গেলে,
আমায় একাকী অন্ধকারে ফেলে?
কেন তুমি ছলনায় লিপ্ত হলে,
কেন তুমি কষ্ট দিলে এই মনে।
তুমিহীনা নিঃসঙ্গ এই জীবন,
আমার চলে কেমনে।
আমি আজও রেখেছি তোমার কথা স্বরনে,
চাইলেই তুমি আসতে পার এই জীবনে।
আমি রাখব তোমায় ঠিকই যতনে
ঠিক সেই রকম,
যেদিন গুলো চলেগিয়ে দুজনে একসাথে
10/4/12
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ ভুঁইঞা বিপ্লব ২৯/১০/২০১৩চমৎকার সুন্দর লেখনি...খুব ভালো লাগলো..আমার
-
אולי כולנו טועים ১৬/১০/২০১৩উত্সবের এই দিনগুলো কাটুক আনন্দে ~
আপনার এবং আপনার পরিবারের সকলের
জন্য রইলো শুভেচ্ছা ll -
আরজু নাসরিন পনি ১৪/১০/২০১৩কবিতায় কবিকে খুঁজতে মানা...তারপরও বলবো দারুণ স্মৃতি জাগানিয়া...কষ্টগুলো যেনো লেখার মাঝে নীল হয়ে ফুটে উঠেছে ।
কবির জন্যে শুভকামনা রইল ।
ঈদ আনন্দে কাটুক ।। -
אולי כולנו טועים ১৩/১০/২০১৩যেন জীবনের -
আনন্দ, বিরহ, ভালবাসা :
এইসব সবকিছুর একটি পূর্ণাঙ্গ রূপ
পেলাম একটি কবিতায়।
সুনিপুণ গাথুনিতে কবি আবারও
পাঠকের হৃদয় ছুয়ে গেল এই কবিতায় ll -
সহিদুল হক ১৩/১০/২০১৩সুন্দর কবিতা,নদীর মতোই তর তর করে এগিয়ে চলে।