www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রবাস যাতনা

কি পরম মমতায় ধরেছিলে হাত,
তোমার হাত ধরেই কাটিয়েছি কত রাত।
কত মায়া ছিল তোমার ঝিলিক দেয়া হাসির,
কত আবেগী ছিলে সেই তুমি।

কত কষ্টে তোমাকে করিয়াছিলাম রাজি,
তোমাকে কতটা ভালোবাসি এই আমি।
তুমি চেয়েছিলে দেখাতে কত যুক্তি,
তারপরও পেলেনা তুমি মুক্তি।

আমার পরম ভালবাসা দিয়েছি তোমাকে,
সেই ভালবাসা তুমি গ্রহণ করেছ দু হাতে।
সেই স্বপ্ন গড়ার স্বপ্নিল দিন গুলোতে,
তুমি ছিলে আমার হৃদয়ের বাহুডোরে।

সকাল সাঁঝেতে তুমি ছিলে কল্পনাতে,
কতকিছুই ছিল সেই স্বপ্নের আল্পনাতে।
সেই দিনগুলোতে তুমি হাওয়াই ভাসতে,
কখনো ভাবনি তুমি কি হবে বাস্তবতাতে।

তোমার উড়ানো রঙিন পালে,
প্রেমতরী ভাসালাম গহিন জলে।
সময়ের স্রোতে জলের টানে,
জানতাম না এর শেষ কোনখানে।

তোমার প্রেমের বিশ্বাস ছিল,
মোর প্রতিটি নিঃশ্বাসের সাথে।
তুমি যে ভালবাসা দিয়েছিলে,
ভাবিনি তা পাব আমি কোন কালে।

হঠাৎ প্রকৃতির এক অমোঘ নিয়মে,
জীবন জীবিকার কঠিন কারণে,
আমাকে পাড়ি দিতে হলো কঠিন প্রবাসে।

জীবন যেখানে নির্বিকার,
প্রতিটি নিঃশ্বাসে সেখানে হাহাকার,
প্রতিটি মুহূর্ত যেন অন্ধকার।
প্রতিটি ক্ষন যেন এক একটি মহাকাল,
সেখানে সবাই ভালবাসার কাঙাল,
মন সেখানে উথাল পাথাল।

কঠিন কষ্টের বাস্তব জীবনে,
তোমাকে পড়ত মনে ক্ষনে ক্ষনে।
ভাবতাম কেন কষ্ট এই ক্ষুদ্র  জীবনে,
কেন জীবন চলে না হেসে খেলে।

রুদ্ধশ্বাস সেই বাস্তব সময়ে,
তোমাকে খুঁজতাম আনমনে।
বিধির কঠিন সত্য লিখনে,
হয়না যোগাযোগ তোমার সনে।

অবশেষে মরুউদ্যানে এলো জল,
মোর হৃদয়ে বহে বাতাস শীতল।
বহু কষ্টে করলাম কল,
সইতে হলো মোরে কত ধকল।

উত্তপ্ত মৃতিকার ন্যায় ফেটে চৌচির,
এই দেহের হৃদয়ে কঠিন ফাটল।
তোমার অল্প কথায় তুষ্ট হৃদয়,
মোর মনে হল যেন বিশ্ব জয়।

অস্থির আবেগে রুদ্ধ কন্ঠ,
হয়ে এল মোর শ্বাস বন্ধ।
তোমার রিনঝিন শীতল কন্ঠে,
হৃদয় ভূমিতে দিল জল ঢেলে।

হাজার কথার ঢালা সাজিয়ে,
হৃদয় হয়েছিল পরিপূর্ণ।
দিয়েছি তোমায় মোর প্রেমের শপথ,
করবোই তোমার জীবন আমি পূর্ণ।

তোমার আচারে সেদিন ছিল বাস্তবতা,
প্রতিটি কথায় ছিল পরিপূর্ণতা।
হঠাৎ তোমার কন্ঠে দেখি শীতলতা,
আমার মনে লাগে ভীষন খটকা।

কথা বলছি তোমার সাথে,
নিজের সমস্ত আবেগ ভালবাসা ঢেলে,
কিছুতেই মন হতে পারছে না তৃপ্ত,
কোথায় যেন কিছু কথা তোমার অব্যক্ত।
তোমার কথা গুলো কানে লাগছে বড় শক্ত,
মনে হলো তুমি যেন নেই আর আমার প্রতি আশক্ত।

ছাড়া ছাড়া কথায় তুমি পড়লে ধরা,
তোমার কাথায় পায়না আগের মায়া।
তোমার হৃদয়ে যেন নেই মোর ছায়া,
মনে হয় তুমি যেন নও আর একা।
পেয়েছ কি তুমি আর কারো দেখা?
গড়েছ কি নতুন সঙ্গ সাথে কোন সখা।

অকপটে করলে স্বীকার তুমি হে ললনা,
এতদিন করেছিলে আমার সাথে ছলনা।
ভুল ছিলতোমায় নিয়েআমার সব ধারণা,
আমায় নিয়ে করেছ তুমি শুধুই খেলনা।
আমায় তুমি দিচ্ছ আজ কত যে বাহানা,
আমি কি কখনোই তোমার মাঝে ছিলাম না

প্রবাস জীবনই কি আমার জন্য কাল?
আমি ছিলাম শুধু তোমার কাঙাল।
তোমার ভালবাসায় করলে আমায় নাকাল,
কি অপরাধ ছিল বলনি এতকাল।
আজ কেন দূরে সড়ে গেলে বিছিয়ে মায়ার জাল।

এই কি তোমার ভালবাসা?
যা দিয়ে তুমি দিয়েছিলে মোরে আশা,
আজ তুমি পর হয়ে গেলে পেয়ে নতুন আশা।
এরই নামতো নয় ভালবাসা,
কেন আমার জীবনকে করলে তুমি হতাশা?

আজ আর তোমার কাছে কোন প্রশ্ন নেই,
আজ আমি নিজেই নিজেকে উত্তর দেয়,
কেন আমি এলাম প্রবাসে জীবিকার অন্নেষণে?
কার জন্য বানাতে চেয়েছি সুখের সাম্রাজ্য?
কাকে নিয়ে দেখব আমি সুখের বর্ণীল স্বপ্ন?

যে তোমার জন্য আজ আমি প্রবাসী,
সেই তুমি হয়ে গেলে অন্য ঘরের দেবী।
যে তোমাকে নিয়ে গড়তে চেয়েছি ঘর,
সেই তুমি ভুলে গেলে হয়ে গেলে পর।
যে,তোমার জন্য কাঁদতো এই মন,
সেই তুমি হৃদয়ে দিলে অগ্নির দহন।

আজ প্রবাসী হয়ে মনে হয় কেন প্রবাস এমন,
জীবনের সুখের লাগিয়া যে জীবন পদার্পন,
সেই জীবনে কেন এমন অগ্নির দহন?
যে সুখের হাতছানিতে আসা এই প্রবাসে,
সেই সুখ পেয়েছি তৃপ্তি নেই হৃদয়ে।
বাহ্যিক সুখে কতইনা সুখী মানুষ,
অন্তরে অতৃপ্ত আত্মায় উড়ায় দুঃখের ফানুস
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এই ভিডিও টা দেখেন >> ক্লিক
    • আমি খুবই দুঃখিত যে আমি ভিডিও টা দেখতে পাচ্ছি না।ফেইসবুকে দেওয়া যায় কি?
      • ফেইসবুক এর লিঙ্ক ই দিয়েছি আপনি এই পেইজে ভিডিওটি পাবেনঃ https://www.facebook.com/SR101MUSIC
        আমার আই ডিঃ https://www.facebook.com/fagla
        • এই লিঙ্ক কাজ করে কিনা দেখেনঃ https://www.facebook.com/photo.php?v=10202178234885717
          • ওখানে গেলাম।একটা মিউজিক পেইজ।কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম।খুবই মর্মান্তিক।যদি ঐসব ভিডিও এর কথা বলেন তো খুবই বেদনাদায়ক।যদিও এটা ইমারতে হয়না।এখানকার আরবি রা খুবই ভালো।কোন প্রকার টর্চার করা হয়না এখানে।আপনি কি বলবেন ভিডিও টি কি সম্পর্কে?
            • হ্যা লাস্ট ভিডিওটা দুবাইয়ের ব্যাপারে এবং কথা সত্য বেশির ভাগের অবস্থা খারাপ। আপনি বাংলাদেশের বিভিন্ন পত্রিকা পড়লে বোঝতে পারবেন মাঝে মাঝে এসব নিয়ে নিউজ হয় । আর পেইজটা মিউজিকের ওপর, সদস্যরা আমেরিকার প্রবাসী বাংলাদেশি।
              • কিন্তু দুবাই তো শুনি নাই।সৌদি আরব শুনলাম মনে হয়।যাক আমার ভুল ও হতে পারে।কেননা ইমারতিরা খুবই ভালো মানুষ।এদের পুলিশ ও খুব ভালো।বিশেষ করে দুবাইয়ের।
                • দুই জায়গারই কথা বলা হয়েছে। আমিও শুনেছি অনেকে ভাল আছে তারা বলেন যে শেখ ভাল হলে নাকি ভাল থাকা যায়। সব জায়গায়ি ভাল খারাপ আছে কি আর বলব
                  • হুম তাতো অবশ্যই।আসলে পেটের দায়ে যখন এই দেশে আসা, তখন সবকিছু কে মেনে নিয়ে চলতে হবে।
                    • মেনে তো নিতে হবেই কিন্তু প্রিয়জনের টানে যখন ফিরে আসতে পারেনা তখন তাকে দাসত্ব ছাড়া আর কি বলা যায়
                      • তবে সব ক্ষেত্রেই কিন্তু এমন নয়। এর ব্যপক। যারা না জেনে আজেবাজে চাকরি তে আসে তাদের সমস্যা বেশী।আর যারা বিভিন্ন কারণে অবৈধ হয়ে যান, তাদের সমস্যা বেশী।
                        • দালালের মাধ্যমে গেলেই সমস্যা বেশি হয়। যাই হোক আপনি কি words of the week p23 দেখতে বলেছিলাম ওইটা প্রেম নিয়ে দেখেছেন?
  • ভাই আপনার কবিতা যত পড়ি ততই মুগ্ধ হই। আপনার লেখায় সার্বজনীন অভিজ্ঞতাই যেন ফুটে ওঠে। এ যেনো সকল প্রবাসীর দুঃখ, সকল প্রেমিকদের দুঃখ।
    • আপনার মহানুভবতায় আমি কৃতজ্ঞ।খুবই খুশি হলাম।ইনশাআল্লাহ আগামী তে আরও ভালো কিছু কবিতা নিয়ে আসছি।আশাকরি সবসময় পাশে পাবো আপনাকে।
      • আমি ভাই আপনার সকল লেখাই পড়ি। ভাল লাগে বলেই পড়ি।
  • suman ২৬/১০/২০১৩
    কবি
    সত্যিই এটা এক দূখজনক অভিজ্ঞতা ...গোটা কবিতার আসর আছে আপনার সহমর্মিতার আকাশ হয়ে ...আপনার পাশে ...ভালো থাকবেন নিরন্তর ...সৃজনশীলতার সাথে থাকুন ...সময়ের জলস্রোতে সব বেদনা আর আবর্জনা ভেসে যায় একসময় ...
    • আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাতায় আসার জন্য।আর হ্যাঁ আমি কবি নই।শুধুমাত্র প্রেয়সীর কারণে কলম ধরা।কেননা কবির কোন যোগ্যতা ই আমার নেই।যাক কিভাবে কবিতাা লেখা শুরু তা এই সাইটে "অন্যান্য "অংশে উল্লেখ করেছি "কবিতার পথচলা "এই শিরোনামে।আশা করি পড়বেন।আর এই লেখাটা প্রিয়া কে উদ্দেশ্যে করেই লেখা।তবে অগ্রীম।অন্যান্য প্রবাসী ভাইদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লেখা।
      • suman ২৬/১০/২০১৩
        সুখবর ...
        • "সুখবর "বুঝতে পারলাম না ভাই?
          • suman ২৬/১০/২০১৩
            অভিজ্ঞতাটি যে ব্যক্তিগত নয় ...ভালো থাকবেন ...
  • আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
    বাস্তবতায় মোড়ানো কষ্ট...

    তবু্ও কি জীবন থেমে থাকে কারো জন্যে ... ?
  • אולי כולנו טועים ০৭/১০/২০১৩
    "মন খারাপ করা" ভালো লাগলো।
    নান্দনিক কাব্যরূপ l
  • Înšigniã Āvî ০৬/১০/২০১৩
    মন ছুঁয়ে যায়
  • সহিদুল হক ০৬/১০/২০১৩
    খুব সন্দর কবিতা।
  • অসাধারণ একটি কবিতা
  • প্রিয় মানুষদের ছেড়ে বহু দূরে ভিন্ন বন্দরে দিন যাপন করা কত কষ্টের তা বুঝতে পারলাম কবিতা পড়ে। খুব ভালো লেগেছে
 
Quantcast