তোমার হাসি
হঠাৎ তোমার হাসি,
রিনঝিন ছন্দে ছড়িয়ে পড়ে।
বহু দিন দেখি না তোমায়,
আমার এই তৃষিত নয়নে।
হঠাৎ ঐ তোমার হাসি,
ঘোর লাগায় মোর মনে।
ইচ্ছে করে চেয়ে থাকি,
অযুত লক্ষ বছর ধরে।
তোমার ঐ হাসিতে,
দেখেছি কিশোরীর তৃপ্তি।
যে কিনা হাসে ছাড়িয়ে সব ব্যপ্তি।
হাসিতে তোমার কামনার ছায়া,
যে দেখে সে করবে মায়া।
পারি না নিজেকে রাখতে বাধা,
তোমার হাসি যেন আগুন লাগা।
বুঝি না মাঝে হাসির ভাষা ,
চকিত চোখে শুধু চেয়ে থাকা।
হাসিতে তোমার দুষ্ট মাখা,
মাঝে মাঝে দেখা যায় কষ্টের রেখা।
তোমার হাসিতে লাগে পালে হাওয়া,
প্রেমতরী বয়ে যায় চলে আঁকাবাঁকা।
হাসি যেন তোমার উড়াল পঙ্খি,
এই দেখি এই যেন দেয় আবার ফাঁকি।
হাসো তুমি যেন এক অভিমানী মেয়ে,
কিছু হাসিতে তোমার জল নেমে আসে।
হাসতে হাসতে তুমি ভাঙাও মোর মান,
তোমার ঐ হাসি দেখে জুড়ে যায় প্রাণ।
হাসি তোমার যেন রহস্য ঘেরা,
মাঝে মাঝে মোর মনে লাগে যেন দ্বিধা।
হাসিতে পার তুমি ছাড়িয়ে সব আভা,
তোমার হাসিতে পড়ে যায় সব সুর বাধা।
হাসিতে পাগল করেছ তুমি আমাকে,
তুমি বীনা এই জীবন চলে কি করে।
জীবনে চায়না কিছুই তুমি শুধু ছাড়া,
তোমার হাসি দেখেই গড়বো জীবন ধারা।
ভালবাসি তোমায় ভালোবাসি তোমার হাসি ,
এই জীবনে তুমি ছাড়া সবকিছুই বাকি।
বিদায় নিতে চায় এই ধরনী থেকে,
মরতেও পারি যেন ঐ হাসি চেয়ে
রিনঝিন ছন্দে ছড়িয়ে পড়ে।
বহু দিন দেখি না তোমায়,
আমার এই তৃষিত নয়নে।
হঠাৎ ঐ তোমার হাসি,
ঘোর লাগায় মোর মনে।
ইচ্ছে করে চেয়ে থাকি,
অযুত লক্ষ বছর ধরে।
তোমার ঐ হাসিতে,
দেখেছি কিশোরীর তৃপ্তি।
যে কিনা হাসে ছাড়িয়ে সব ব্যপ্তি।
হাসিতে তোমার কামনার ছায়া,
যে দেখে সে করবে মায়া।
পারি না নিজেকে রাখতে বাধা,
তোমার হাসি যেন আগুন লাগা।
বুঝি না মাঝে হাসির ভাষা ,
চকিত চোখে শুধু চেয়ে থাকা।
হাসিতে তোমার দুষ্ট মাখা,
মাঝে মাঝে দেখা যায় কষ্টের রেখা।
তোমার হাসিতে লাগে পালে হাওয়া,
প্রেমতরী বয়ে যায় চলে আঁকাবাঁকা।
হাসি যেন তোমার উড়াল পঙ্খি,
এই দেখি এই যেন দেয় আবার ফাঁকি।
হাসো তুমি যেন এক অভিমানী মেয়ে,
কিছু হাসিতে তোমার জল নেমে আসে।
হাসতে হাসতে তুমি ভাঙাও মোর মান,
তোমার ঐ হাসি দেখে জুড়ে যায় প্রাণ।
হাসি তোমার যেন রহস্য ঘেরা,
মাঝে মাঝে মোর মনে লাগে যেন দ্বিধা।
হাসিতে পার তুমি ছাড়িয়ে সব আভা,
তোমার হাসিতে পড়ে যায় সব সুর বাধা।
হাসিতে পাগল করেছ তুমি আমাকে,
তুমি বীনা এই জীবন চলে কি করে।
জীবনে চায়না কিছুই তুমি শুধু ছাড়া,
তোমার হাসি দেখেই গড়বো জীবন ধারা।
ভালবাসি তোমায় ভালোবাসি তোমার হাসি ,
এই জীবনে তুমি ছাড়া সবকিছুই বাকি।
বিদায় নিতে চায় এই ধরনী থেকে,
মরতেও পারি যেন ঐ হাসি চেয়ে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ ভুঁইঞা বিপ্লব ০১/১১/২০১৩অপূর্ব ! চমৎকার সুন্দর লেখনি ...খুব খুব খুব ভালো লাগলো ...।। মন ছুঁয়ে গেল ... অনেক অনেক অনেক শুভকামনা কবি।
-
আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩'হাসি' নিয়ে কী দারুণ কবিতা !
হাসিতে কিশোরীর তৃপ্তি...কথাটা দারুণ লেগেছে...
অনেক শুভেচ্ছা রইল কবি ।। -
দাদা মুহাইমিন চৌধূরী ০৬/১০/২০১৩একদম ঠিক বলেছেন , মরতেও পারি যেন ঐ হাসি চেয়ে
-
אולי כולנו טועים ০৫/১০/২০১৩আপনার লেখা তো অসম্ভব রকমের সুন্দর ;
নিয়মিত লিখছেননা কেন ? -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩খুব ভালো আকুল করা কবিতা
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩ছান্দিক না দ্বান্দ্বিক বুঝলাম না ভাই
-
সহিদুল হক ০৩/১০/২০১৩ভালবাসার সুন্দর প্রকাশ।
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩দারুন কাব্য.....
যা মন ছুঁয়ে যায়