প্রতীক্ষা তোমার জন্য - 1
নদীর পাড়ের গাছটি এখনো আছে
ঠিক আগের মত দাড়িয়ে,
কত গ্রীষ্ম বর্ষা শীত গেল,
তবুও কোন পরিবর্তন হয়নি,
ঠিক আমার মত।
আমি যেমন সেই আগের মতন,
এসে বসতাম তোমার পাশে।
যখন তুমি অপেক্ষায় থাকতে আমার,
কত রাগ অভিমান ছিল তোমার।
আমি এসে কত নতজানু হয়ে,
কত আকুতি মিনতি করে,
তোমার রাগ ভাঙাতাম।
তুমি বলতে আমায় ছাড়া তোমার,
প্রতিটি মুহূর্ত এক একটি মহাকাল,
আমিও সরল মনে তোমায় বিশ্বাস করেছিলাম।
আমার ভালবাসায় কোন খাদ ছিল না,
তবে তোমার ভালবাসা কত গভীর ছিল,
তা আজ আমি বুঝতে পারছি।
শূন্য তুমি আজ এই গাছের ছায়ায়,
একাকী এই আমি।
আমি আজ তোমার অপেক্ষায় নেই,
আজ আছি শুধু তোমার প্রতীক্ষায়।
কখন তুমি আসবে?
জানি তুমি আসবে না,
তুমি আসতে পার না,
তোমার আসার সুযোগ নেই।
তবুও নিজেকে সান্ত্বনা দেই,
হয়তো তুমি আসবে একদিন।
হয়তো তোমার হ্মনিকের তরে হলেও মনে পড়বে,
মনে পড়বে এই গাছ এই নদীর পাড়
নদীর পাড়ের কাশফুল।
মনে পড়বে এক দিন একটি হ্মনে,
তুমি যে এখানে আসতে,
পাশে বসতে তুমি আঁচল বিছিয়ে।
সাজাতে এখানে ভালবাসার ঢালা।
আজ তুমিহীনা এখানে,
শুষ্ক মৃতিকা খরায় ফেটে চৌচির।
বহে এখানে তপ্ত হাওয়া,
তবুও আজও আমি এখানে আসি।
ভাবি আসবে তুমি একদিন না একদিন,
ভাঙবে তোমার ধারণা।
বুঝবে তুমি ভালবাসা।
শুনেছি তুমি পেয়েছ স্বামী কোটিপতি।
যেখানে আগে বাধতে তুমি,
আমায় নিয়ে গাছতলায় বসতি।
কি করে পারলে তুমি নিজেকে বিলাতে,
ধন ঐশ্বর্য আলংকারে।
যেখানে আগে তুমি ভালবাসতে,
কুড়ানো ফুলের সেই ছোট্ট মালাকে।
জানো, এখন আমি তোমার জন্মদিন ভুলে যায়না,
মনে রেখেছি সেই দিন টি খুব যতনে এখনো,
একটি একটি করে সব রঙের গোলাপ নেয়,
তোমার জন্য ঠিক সেই আগের মত।
জানি তুমি আসবে না,
তবু মন. যে মানেনা,
ভালবেসেছিলাম তোমায়
ভালবাসি তোমায়
ভালবাসবো তোমায়,
তাই আমি আজও,"
বসে আছি এই গাছের ছায়ায়
30/01/12
ঠিক আগের মত দাড়িয়ে,
কত গ্রীষ্ম বর্ষা শীত গেল,
তবুও কোন পরিবর্তন হয়নি,
ঠিক আমার মত।
আমি যেমন সেই আগের মতন,
এসে বসতাম তোমার পাশে।
যখন তুমি অপেক্ষায় থাকতে আমার,
কত রাগ অভিমান ছিল তোমার।
আমি এসে কত নতজানু হয়ে,
কত আকুতি মিনতি করে,
তোমার রাগ ভাঙাতাম।
তুমি বলতে আমায় ছাড়া তোমার,
প্রতিটি মুহূর্ত এক একটি মহাকাল,
আমিও সরল মনে তোমায় বিশ্বাস করেছিলাম।
আমার ভালবাসায় কোন খাদ ছিল না,
তবে তোমার ভালবাসা কত গভীর ছিল,
তা আজ আমি বুঝতে পারছি।
শূন্য তুমি আজ এই গাছের ছায়ায়,
একাকী এই আমি।
আমি আজ তোমার অপেক্ষায় নেই,
আজ আছি শুধু তোমার প্রতীক্ষায়।
কখন তুমি আসবে?
জানি তুমি আসবে না,
তুমি আসতে পার না,
তোমার আসার সুযোগ নেই।
তবুও নিজেকে সান্ত্বনা দেই,
হয়তো তুমি আসবে একদিন।
হয়তো তোমার হ্মনিকের তরে হলেও মনে পড়বে,
মনে পড়বে এই গাছ এই নদীর পাড়
নদীর পাড়ের কাশফুল।
মনে পড়বে এক দিন একটি হ্মনে,
তুমি যে এখানে আসতে,
পাশে বসতে তুমি আঁচল বিছিয়ে।
সাজাতে এখানে ভালবাসার ঢালা।
আজ তুমিহীনা এখানে,
শুষ্ক মৃতিকা খরায় ফেটে চৌচির।
বহে এখানে তপ্ত হাওয়া,
তবুও আজও আমি এখানে আসি।
ভাবি আসবে তুমি একদিন না একদিন,
ভাঙবে তোমার ধারণা।
বুঝবে তুমি ভালবাসা।
শুনেছি তুমি পেয়েছ স্বামী কোটিপতি।
যেখানে আগে বাধতে তুমি,
আমায় নিয়ে গাছতলায় বসতি।
কি করে পারলে তুমি নিজেকে বিলাতে,
ধন ঐশ্বর্য আলংকারে।
যেখানে আগে তুমি ভালবাসতে,
কুড়ানো ফুলের সেই ছোট্ট মালাকে।
জানো, এখন আমি তোমার জন্মদিন ভুলে যায়না,
মনে রেখেছি সেই দিন টি খুব যতনে এখনো,
একটি একটি করে সব রঙের গোলাপ নেয়,
তোমার জন্য ঠিক সেই আগের মত।
জানি তুমি আসবে না,
তবু মন. যে মানেনা,
ভালবেসেছিলাম তোমায়
ভালবাসি তোমায়
ভালবাসবো তোমায়,
তাই আমি আজও,"
বসে আছি এই গাছের ছায়ায়
30/01/12
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
-
দাদা মুহাইমিন চৌধূরী ২৯/০৯/২০১৩এক নিমিষেই পড়ে ফেললাম। অসাধারন কবিতা।
👌
যাকে ভালবাসি যদি তাকে না পাই আমি
তাকে ঘৃনা করার আগে তার মরন ভালো
আর যদি তা না পারি আমার মরন ভালো
সাড়াটা জীবন নাহয় পঙ্গু হয়ে বাঁচতে হবে -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৯/০৯/২০১৩আমার ভালোবাসার টানে
তোমাকে আসতেই হবে এখানে
হয়ত তখন এই আমি অন্য শানে
ধূলোতে মিশে করছি প্রতীক্ষা তোমার জন্য
দুটো অংশই পড়লাম অনন্য প্রশংসা করতেই হবে -
אולי כולנו טועים ২৭/০৯/২০১৩prem arokomi hoy !
mon chhuye gelo kobitati !! -
সহিদুল হক ২৬/০৯/২০১৩প্রেমিকা আজ পরের গৃহিনী,তবু পাগল প্রেমিক তাকে ভুলতে পারে না।--ভালই হয়েছে কবিতা।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩প্রেমের ছায়ায় চেতনাময়
খুব ভাল লাগা । -
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩--দারুণ চেতনাময় কাব্য--
শুভকামনা রইল, প্রতীক্ষারত কবির জন্যে ।।