ওরা মুসলিম
আমি মুসলিম বলে আমি ঘৃণিত,
আমি মুসলিম বলে আজ অবহেলিত।
আমি মুসলিম বলে আমি সন্ত্রাস,
আমি মুসলিম বলে কর ফায়ার ব্রাশ।
মুসলিম কেন ওকে ধরো,
মুসলিম কেন ওকে মারো,
মুসলিম কেন ওকে জেলে পুর,
মুসলিম কেন ওকে ছুড়ে ফেল।
তুমি মুসলিম তাই নেই অধিকার,
তুমি মুসলিম তাই নেই বিচার।
তুমি মুসলিম তাই কর অপরাধ স্বীকার,
তুমি মুসলিম তাই তোমার উপর এত অত্যাচার।
জ্বালিয়ে পুড়িয়ে কর ছাড়খার,
মুসলিমের পবিত্র আল কোরআন।
যত পার কর ব্যঙ্গ,
মহান মানব মুহাম্মদের পবিত্র স্বত্ত্বার।
ওরা নিচে পড়ে থাক কারণ ওরা মুসলিম।
ওদের লাশের উপর কর ঊল্লাস কারণ ওরা মুসলিম।
কেউ দেবেনা ওদের খাবার কারণ ওরা মুসলিম।
কেউ বাড়াবে না সাহায্যের হাত কারণ ওরা মুসলিম।
আজ মুসলিমরা পদে পদে লাঞ্চিত,
আজ মুসলিমরা হেলায় পরিণত।
আজ মুসলিমরা রক্তে রঞ্জিত,
আজ মুসলিমরা ষড়যন্ত্রে পতিত।
26-05-2013
আমি মুসলিম বলে আজ অবহেলিত।
আমি মুসলিম বলে আমি সন্ত্রাস,
আমি মুসলিম বলে কর ফায়ার ব্রাশ।
মুসলিম কেন ওকে ধরো,
মুসলিম কেন ওকে মারো,
মুসলিম কেন ওকে জেলে পুর,
মুসলিম কেন ওকে ছুড়ে ফেল।
তুমি মুসলিম তাই নেই অধিকার,
তুমি মুসলিম তাই নেই বিচার।
তুমি মুসলিম তাই কর অপরাধ স্বীকার,
তুমি মুসলিম তাই তোমার উপর এত অত্যাচার।
জ্বালিয়ে পুড়িয়ে কর ছাড়খার,
মুসলিমের পবিত্র আল কোরআন।
যত পার কর ব্যঙ্গ,
মহান মানব মুহাম্মদের পবিত্র স্বত্ত্বার।
ওরা নিচে পড়ে থাক কারণ ওরা মুসলিম।
ওদের লাশের উপর কর ঊল্লাস কারণ ওরা মুসলিম।
কেউ দেবেনা ওদের খাবার কারণ ওরা মুসলিম।
কেউ বাড়াবে না সাহায্যের হাত কারণ ওরা মুসলিম।
আজ মুসলিমরা পদে পদে লাঞ্চিত,
আজ মুসলিমরা হেলায় পরিণত।
আজ মুসলিমরা রক্তে রঞ্জিত,
আজ মুসলিমরা ষড়যন্ত্রে পতিত।
26-05-2013
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সঞ্জয় ঋষি ২৪/০৯/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/০৯/২০১৩সব কথার বড় কথা আমরা মানুষ আমাদের একটা পরিচয়। কে মুসলিম, কে বৌদ্ধ, কে হিন্দু আর কে খ্রীষ্টান। এই তো গত পরশু একটি খ্রীষ্টান চাচে দুটি বোমা মেরে ৭৯ প্রাণ কেড়ে নিল? কি অপরাধ ছিল তাদের? কারা করেছে এই কাজ? বলতে পারবেন? কোন জবাব আছে আপনার কাছে? আসলে আমরা কেউ ভাল নেই। সবার অবস্থা এক।
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩আমার সেটা মনে হয় না.....
হয়তো কিছু দেশে যেগুলোকে তারাই 'ফার্স্ট ওয়ার্ল্ড' বলে সেখানে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তা বলে সব জায়গায় নয়
লেখায় ,
যা শুধু নিজের ,
অথাত কবির...
খুব একটা বিস্তার
পেল না কবিতাটি
আমার কাছে