শূন্য তুমি
কৃষ্ণ চূড়ায় ছেয়ে থাকা ফুলের মাঝে,
তোমাকে বসিয়ে,
তোমার কৃষ্ণ চুলের সুঘ্রাণ পায় না,
আজ বহু দিন।
কলেজের জীর্ণশীর্ণ বিল্ডিংয়ের পিছনে,
যাওয়া হয়না,
দেখা হয়না কলেজের সেই বৃহ্মরাজি,
সেই তোমাকে নিয়ে।
ফাষ্ট ফুডের দোকানের সেই কর্নারে,
মেহেদী রাঙা হাতে,
তোমার পরশ মাখানো আদর,
আর পাই না।
কেউ বলেনা মোর কবিতার পংক্তির,
ছন্দের কথা,
নেই আর সেই আবেগ জড়ানো,
হৃদয়ের কথামালা।
তোমার অবুঝ ভালবাসার ছোঁয়ায়,
আর শিহরিত হইনা,
আজ বহুদিন নেই তুমি নয়নে সম্মুখে,
রয়েছো যোজন দূরত্বে।
আজ তুমিহীনা জীবন মরু বসুন্ধরা,
বহে,তপ্ত লু হাওয়া।
শূন্য জীবন এলোমেলো খাপছাড়া,
আছে পড়ে তোমার ছায়া,
হাজারো চেষ্টায় শত প্রচেষ্টায়,
ভোলা যায় না তোমাকে।
এখন কবিতার পালকেরা উড়তে চায়না,
তারা দেয় না ধরা।
তারা হয়না আর আবেগ তাড়িত,
যেমনটা আগে হতো।
গহিন থেকে গহীনে লুকাই আমি,
হৃদয় গহীন গহ্বরে।
খুজেঁ পায়না আগের আমাকে,
যে আমাকে তুমি সাজাতে।
স্বপ্ন গুলো আসে ছন্নছাড়া,
নেই সেখানে মায়া।
স্বপ্ন গহীনে সাঁতারে বেড়ায়,
পায়না খুজেঁ খেঁয়া।
শূন্য মনে পূর্ণ দেহে চলছি আমি,
শূন্যে ভেসে।
শূণ্য তুমি জীর্ণ দেহ টানছি আমি,
সময় স্রোতে।
দিনগুলো গিয়ে রাত্রি হচ্ছে,
আমি রয়েছি পড়ে।
সময় গুলোর ব্যপ্তি বাড়ছে,
মন থাকেনা ঘরে।
একসময়ের যুবক আমি,
একি হয়েছে হাল।
তোমায় ছাড়া নিঃশ্ব আমি,
চলছে না মোর দিনকাল।
কেমন করে পারলে তুমি,
এই আমাকে ঠকাতে।
কখনো আমি চাইনি জীবন,
তুমি ছাড়া সাজাতে।
2-06-13
তোমাকে বসিয়ে,
তোমার কৃষ্ণ চুলের সুঘ্রাণ পায় না,
আজ বহু দিন।
কলেজের জীর্ণশীর্ণ বিল্ডিংয়ের পিছনে,
যাওয়া হয়না,
দেখা হয়না কলেজের সেই বৃহ্মরাজি,
সেই তোমাকে নিয়ে।
ফাষ্ট ফুডের দোকানের সেই কর্নারে,
মেহেদী রাঙা হাতে,
তোমার পরশ মাখানো আদর,
আর পাই না।
কেউ বলেনা মোর কবিতার পংক্তির,
ছন্দের কথা,
নেই আর সেই আবেগ জড়ানো,
হৃদয়ের কথামালা।
তোমার অবুঝ ভালবাসার ছোঁয়ায়,
আর শিহরিত হইনা,
আজ বহুদিন নেই তুমি নয়নে সম্মুখে,
রয়েছো যোজন দূরত্বে।
আজ তুমিহীনা জীবন মরু বসুন্ধরা,
বহে,তপ্ত লু হাওয়া।
শূন্য জীবন এলোমেলো খাপছাড়া,
আছে পড়ে তোমার ছায়া,
হাজারো চেষ্টায় শত প্রচেষ্টায়,
ভোলা যায় না তোমাকে।
এখন কবিতার পালকেরা উড়তে চায়না,
তারা দেয় না ধরা।
তারা হয়না আর আবেগ তাড়িত,
যেমনটা আগে হতো।
গহিন থেকে গহীনে লুকাই আমি,
হৃদয় গহীন গহ্বরে।
খুজেঁ পায়না আগের আমাকে,
যে আমাকে তুমি সাজাতে।
স্বপ্ন গুলো আসে ছন্নছাড়া,
নেই সেখানে মায়া।
স্বপ্ন গহীনে সাঁতারে বেড়ায়,
পায়না খুজেঁ খেঁয়া।
শূন্য মনে পূর্ণ দেহে চলছি আমি,
শূন্যে ভেসে।
শূণ্য তুমি জীর্ণ দেহ টানছি আমি,
সময় স্রোতে।
দিনগুলো গিয়ে রাত্রি হচ্ছে,
আমি রয়েছি পড়ে।
সময় গুলোর ব্যপ্তি বাড়ছে,
মন থাকেনা ঘরে।
একসময়ের যুবক আমি,
একি হয়েছে হাল।
তোমায় ছাড়া নিঃশ্ব আমি,
চলছে না মোর দিনকাল।
কেমন করে পারলে তুমি,
এই আমাকে ঠকাতে।
কখনো আমি চাইনি জীবন,
তুমি ছাড়া সাজাতে।
2-06-13
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভানম আলয় ২৩/০৯/২০১৩অনেক ভাল লাগল আপনার কবিতাখানি.........
-
ভূপতি চক্রবর্তী জনি ২২/০৯/২০১৩বাহ্ বেশ ভালো লেগেছে
-
אולי כולנו טועים ২২/০৯/২০১৩osomvob sundor akti kobita !
khub valo laglo !! -
আহমেদ রব্বানী ২২/০৯/২০১৩সুন্দর লেখা........ভাল লাগা জানবেন।
-
সহিদুল হক ২২/০৯/২০১৩বহু তরুণের common দশা সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে কবিতাটিতে।
সাহিত্যে বানান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ,এটাকে একেবারেই অবহেলা করা উচিত নয়।এদিকটায় সতর্ক হতে হবে কবিকে।
৩য় লাইনে, পায় না>পাই না
নিঃশ্ব>নিঃস্ব,সম্পাদনা করে নিলে ভাল হয়। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩অনিমেষ ভালবাসা আপনার জন্য।সবসময় পাশে চাই আপনাদের।ধন্যবাদ।
-
সুজন দেবনাথ ২২/০৯/২০১৩অত্যন্ত চমৎকার কবি, অনবদ্য ভঙ্গি
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩অশেষ ধন্যবাদ।আমার অফুরন্ত ভালবাসা গ্রহণ করুন।আমি অভিধান দেখলাম "নিঃস্ব "মানে দরিদ্র।তার মানে আমার বানান ভুল।আসলে আমি quick spelling দিয়ে লিখি তাই বুঝতে পারি নাই কোন টা সঠিক।অশেষ ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য।আশা করি সবসময় এভাবেই আপনাকে কাছে পাবো।
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩ভীষণ মন ছুঁয়ে গেল
অন্তহীন জীবনের চাওয়া পাওয়া,
আচ্ছা 'নিঃস্ব' না 'নিঃশ্ব' কোনটা ঠিক,
আমি জানি না জানালে খুশি হবো।