দুটি হিয়ার একই ব্যথা
আচ্ছা কেন এমন হয়?
আমার ভাবনা তার কথা কয়।
তারই ভাবনা আমার হয়,
যা ভাবি সব একসাথে হয়।
ভাবছি যখন তাহার কথা,
সেও ভাবছে আমার কথা।
সবই যেন হৃদয় কথা,
দুটি হৃদয়ের একই কথা।
ভাবছি যখন তাকে নিয়ে,
উড়ছি আমি আকাশ পানে,
সেও তখন হওয়ায় ভাসে,
আমি যেন তারই পাশে।
আঁকছি যখন তাহার ছবি,
দিয়ে হৃদয়ের রঙ তুলি,
সেও তখন সবই ভুলি,
আমায় নেয় বুকে তুলি।
বিষন্নতায় যখন ভাবি,
কি করব এখন আমি,
তার হৃদয়ে মোর ছবিটি,
তখনই করে কান্না কাটি।
যখন ভাবছি পরের কথা,
কিভাবে মোরা বাঁধবো বাসা,
সে তখনই করছে আশা,
কবে হবে মোদের বাসা।
যখন আমি দুঃখে পড়ি,
কিভাবে যেন নেয় সে জানি,
অস্থিরতায় যখন ভাবি,
তখনই ঝড়ে তার চোখে পানি।
যখনই আমি থাকি খুশি,
তার মুখে তখন সদা হাসি,
যখনই ভাবি দুঃখের গ্লানি,
সে শুনায় তখন আশার বাণী।
আমাদের মন এমনই আপন,
বুঝি মোরা নিজেদের যখন তখন।
বুঝি একে অপরের কথার ধরন,
কখন শক্ত বা কখন নরম।
আমরা চাই এমন জীবন,
হবো যেখানে উভয়ই আপন,
আমরা ভালবাসবো দিয়ে জীবন,
বিচ্ছেদ করবে শুধুই মরণ।
আল্লাহর কাছে শুধুই প্রার্থনা,
যতই আসুক ঝড় যাতনা,
আমরা যেন কেউ ভুলবনা,
একে অপরের মন বাসনা।
আছি যতদিন এই ধরণীতে,
পারি যেন তাকে ভালবেসে যেতে।
কোন দিন যেন ভুল না বোঝে,
আমিই তাকে কত ভালবাসি যে।
4-07-13
আমার ভাবনা তার কথা কয়।
তারই ভাবনা আমার হয়,
যা ভাবি সব একসাথে হয়।
ভাবছি যখন তাহার কথা,
সেও ভাবছে আমার কথা।
সবই যেন হৃদয় কথা,
দুটি হৃদয়ের একই কথা।
ভাবছি যখন তাকে নিয়ে,
উড়ছি আমি আকাশ পানে,
সেও তখন হওয়ায় ভাসে,
আমি যেন তারই পাশে।
আঁকছি যখন তাহার ছবি,
দিয়ে হৃদয়ের রঙ তুলি,
সেও তখন সবই ভুলি,
আমায় নেয় বুকে তুলি।
বিষন্নতায় যখন ভাবি,
কি করব এখন আমি,
তার হৃদয়ে মোর ছবিটি,
তখনই করে কান্না কাটি।
যখন ভাবছি পরের কথা,
কিভাবে মোরা বাঁধবো বাসা,
সে তখনই করছে আশা,
কবে হবে মোদের বাসা।
যখন আমি দুঃখে পড়ি,
কিভাবে যেন নেয় সে জানি,
অস্থিরতায় যখন ভাবি,
তখনই ঝড়ে তার চোখে পানি।
যখনই আমি থাকি খুশি,
তার মুখে তখন সদা হাসি,
যখনই ভাবি দুঃখের গ্লানি,
সে শুনায় তখন আশার বাণী।
আমাদের মন এমনই আপন,
বুঝি মোরা নিজেদের যখন তখন।
বুঝি একে অপরের কথার ধরন,
কখন শক্ত বা কখন নরম।
আমরা চাই এমন জীবন,
হবো যেখানে উভয়ই আপন,
আমরা ভালবাসবো দিয়ে জীবন,
বিচ্ছেদ করবে শুধুই মরণ।
আল্লাহর কাছে শুধুই প্রার্থনা,
যতই আসুক ঝড় যাতনা,
আমরা যেন কেউ ভুলবনা,
একে অপরের মন বাসনা।
আছি যতদিন এই ধরণীতে,
পারি যেন তাকে ভালবেসে যেতে।
কোন দিন যেন ভুল না বোঝে,
আমিই তাকে কত ভালবাসি যে।
4-07-13
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ২১/০৯/২০১৩প্রাঞ্জল ভাষার সাধারণ মানের কবিতা।
-
ইব্রাহীম রাসেল ২০/০৯/২০১৩--বেশি বেশি কবিতা পড়ার অনুরোধ থাকলো।--
-
দাদা মুহাইমিন চৌধূরী ২০/০৯/২০১৩মনের কথা লিখেছেন বোঝাই যাচ্ছে। আশা করি আল্লাহ কবুল করবে
-
Înšigniã Āvî ২০/০৯/২০১৩অসাধারন