www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুটি হিয়ার একই ব্যথা

আচ্ছা কেন এমন হয়?
আমার ভাবনা তার কথা কয়।
তারই ভাবনা আমার হয়,
যা ভাবি সব একসাথে হয়।

ভাবছি যখন তাহার কথা,
সেও ভাবছে আমার কথা।
সবই যেন হৃদয় কথা,
দুটি হৃদয়ের একই কথা।

ভাবছি যখন তাকে নিয়ে,
উড়ছি আমি আকাশ পানে,
সেও তখন হওয়ায় ভাসে,
আমি যেন তারই পাশে।

আঁকছি যখন তাহার ছবি,
দিয়ে হৃদয়ের রঙ তুলি,
সেও তখন সবই ভুলি,
আমায় নেয় বুকে তুলি।

বিষন্নতায় যখন ভাবি,
কি করব এখন আমি,
তার হৃদয়ে মোর ছবিটি,
তখনই করে কান্না কাটি।

যখন ভাবছি পরের কথা,
কিভাবে মোরা বাঁধবো বাসা,
সে তখনই করছে আশা,
কবে হবে মোদের বাসা।

যখন আমি দুঃখে পড়ি,
কিভাবে যেন নেয় সে জানি,
অস্থিরতায় যখন ভাবি,
তখনই ঝড়ে তার চোখে পানি।

যখনই আমি থাকি খুশি,
তার মুখে তখন সদা হাসি,
যখনই ভাবি দুঃখের গ্লানি,
সে শুনায় তখন আশার বাণী।

আমাদের মন এমনই আপন,
বুঝি মোরা নিজেদের যখন তখন।
বুঝি একে অপরের কথার ধরন,
কখন শক্ত বা কখন নরম।

আমরা চাই এমন জীবন,
হবো যেখানে উভয়ই আপন,
আমরা ভালবাসবো দিয়ে জীবন,
বিচ্ছেদ করবে শুধুই মরণ।

আল্লাহর কাছে শুধুই প্রার্থনা,
যতই আসুক ঝড় যাতনা,
আমরা যেন কেউ ভুলবনা,
একে অপরের মন বাসনা।

আছি যতদিন এই ধরণীতে,
পারি যেন তাকে ভালবেসে যেতে।
কোন দিন যেন ভুল না বোঝে,
আমিই তাকে কত ভালবাসি যে।

4-07-13
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২১/০৯/২০১৩
    প্রাঞ্জল ভাষার সাধারণ মানের কবিতা।
    • হ্যাঁ ভাই! এটা খুবই সাধারণ কবিতা।কারণ এটা বাস্তব কে নিয়ে লেখা আমার ভালবাসার কথা।এখানে কৃত্রিমতা নেই।তাই এটা কবিতা নয় আমার কাছে।এটা আমার মনের ভাব।ধন্যবাদ ভাইয়া কষ্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
    • হ্যাঁ ভাইয়া।কেননা এটা বাস্তব কবিতা।আমার যাপিত জীবনেরইই একটা অংশ।আমি তো এটাকে কবিতা বলি না।বলি আমার মনের ভাব।
  • ইব্রাহীম রাসেল ২০/০৯/২০১৩
    --বেশি বেশি কবিতা পড়ার অনুরোধ থাকলো।--
  • মনের কথা লিখেছেন বোঝাই যাচ্ছে। আশা করি আল্লাহ কবুল করবে :)
    • ঠিকই ধরছেন দাদা ভাই।এটা আমার ভালবাসার কবিতা ভালবাসা নিয়ে।দোয়া করবেন।সামনে বিয়ে করব।
  • Înšigniã Āvî ২০/০৯/২০১৩
    অসাধারন
    • ধন্যবাদ দিলাম না।কেননা এটা কোন অসাধারণ কবিতা নয়।এটা শুধুই এক প্রেমিকের কথা।কবিতার গুণ গুলো আমার মতে অনপুস্থিত।তবে অশেষ কৃতজ্ঞতা এক প্রেমিকের ভাব টা বুঝার জন্য।আশা করি সবসময়ই পাশে থাকবেন।
 
Quantcast