www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারীত্ব

নারী!
তুমি সৃষ্টির সৃষ্ট বিস্ময়,
তোমার আবেদনে হৃদয় হয় হ্ময়,
তোমার আহ্বান যেন বিশ্ব জয়,
তোমার পাণি প্রার্থী সকল পুরুষ হৃদয়।

লজ্জাবতী!
এতো তোমার অঙ্গের ভূষণ,
লজ্জায় লাল হও তুমি ছাড়া কোন কারণ,
লজ্জায় পড়ে ধরা তোমার রূপেরই ধরণ,
লজ্জায় হয় যেন তোমারই মরণ।

রূপসী!
তুমি সকলের চোখে,
নারী বলেই সকালে তাকায় বাঁকা চোখে, তোমার রূপের অনলে অঙ্গার সবাই।
হাজার বার দেখলেও বার বার তাকাই।

প্রেয়সী!
তুমি প্রেমিকের চোখে,
তুমি থাকো তার সাধনায়।
তোমার অস্তিত্ব থাকে তার কল্পনায়,
সদা ভীত থাকে সে কভু তোমাকে হারায়।

সহযোগী!
তুমি তোমার পরম পুরুষের,
দাও তুমি হাত বাড়িয়ে তাকে।
তার জীবনের চলার প্রতিটি বাঁকে।
হওতুমি সহযাত্রী বন্ধুর জীবনের জীর্ণ পথে।

প্রেরণাময়ী!
হাজার প্রেরণার উৎস তুমি,
তোমার প্রেরণায় ফুটে পুষ্প মরুভূমি।
শৃঙ্খল কারাগার হয় চূর্ণ শ্রবণে তোমার বাণী,
তোমার কাছে আজো কৃতজ্ঞ এই ধরণী।

আবেদনময়ি!
তোমার আহ্বানে সাড়া নেই এমন হয়না,
তোমার ইশারায় কারো মন ঘরে রয় না।
তোমার অনাবৃত গড়নের ভঙ্গি,
অনেককেই করে তোমার অনুগত বন্দী।

ছলনাময়ী!
এ তোমার এক অপূর্ব কীর্তি হে ললনা,
তোমার রূপের আড়ালে এই এক ছলনা।
কথাও রূপের মায়াতে তুমি জড়াও জালে,
তোমার ফাঁদেতে পড়ে ঝরেপ্রাণ অকালে।

অহংকারী!
তুমি তোমার রূপেরও কারণে,
তোমার অহংকারেপোড়াও পুরুষ অনলে।
তোমার বিদীর্ণ অগ্নি চাহনি,
হাজার পুরুষের হৃদয় হয় কয়লারই খনি।

মমতাময়ী!
এ তোমার এক আদিম প্রবৃত্তি,
যার নেই কখনোই ইতি।
তোমার মমতায় উৎকর্ষিত এই ধরণী,
এই ঋন শোধাবে কি করে এই ধরীত্রী।

প্রেমময়ী!
তুমি দিয়েছ প্রেম বলেই প্রেমময় এই বিশ্ব
তোমারই প্রেমের কারণে হয়েছে কত সংঘর্ষ।
তোমার প্রেমই করেছে কতজনকে আজ নিঃস্ব
তোমারই প্রেমে হারিয়েছে কতজন সর্বস্ব।

স্নেহময়ী!
তোমারই স্নেহে লালিত ধরিত্রীর সন্তান
মাতা রূপে স্নেহের পরশ বিলাও আপ্রাণ।
তোমারই স্নেহহীন পৃথিবীর নেই কোন দাম,
তোমারই স্নেহ রয়েছে বলে এই ধারায় আজও আছে প্রাণ।

হে কিশোরী, হে বালিকা,হে নারী,
তুমিই তো পত্নী, ভগ্নি মাতা কন্যা।
তোমারই কাছে এই বিশ্বের চাওয়া,
তুমি টিকে রও তোমার দিয়ে মায়া।
তোমার চরিত্রে কখনো যেন না পড়ে
কোন নিকৃষ্ট অবাধ্য কোন অশুভ ছায়া।

13-07-13
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভানম আলয় ২৪/০৯/২০১৩
    খুবই ভাল লিখেছেন......... প্রায় প্রতিটি গুণই সুন্দর ভাবে বর্ণনা করেছে......... খুব ভাল লাগল...... মুগ্ধতার রেশ নিয়ে ফিরলাম...... অনেক অনেক শুভ কামনা......
    • আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতো কষ্ট করে আমার পাতায় এসেছেন।এইজন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করি।আশা করি এভাবে সবসময় পাশে থাকবেন।ধন্যবাদ।
  • ওয়াহিদ ১৮/০৯/২০১৩
    Osadaron ,

    Hints Gula Aro Valo Laglo .....
  • খুব ভাল লেগেছে । আমার পাতায় আমন্ত্রন রইল :)
    • ধন্যবাদ দাদা ভাই।ওখানে আমি রেজিষ্টার করেছি তবে আমার কাছে খুবই বিরক্ত লাগছে বারবার লগইন করতে হয় তাছাড়া সিস্টেম খুবই গোলমেলে।কেন বুঝতে পারছি না।নাকি আমিই কোথায় ভুল করছি।
      • আমি প্রথম দিন লগ ইন করেছিলাম এখনও পর্যন্ত আর লগ ইন করতে হয়নি
        • সমস্যা হচ্ছে আমি ইতিমধ্যে রেজিস্টার সম্পন্ন করেছি।যখন আমি কিছু পোস্ট করতে চাইছি তখন বারবার লগইন করতে হচ্ছে সেই সাথে লেখাও পোস্ট হচ্ছে না বারবার ঘুরে ফিরে একজায়গায় চলে আসছে।তারপর ও আমি চেষ্টা করছি
    • অশেষ ধন্যবাদ! আপনার দোয়াই একমাত্র প্রত্যাশা।কবিতা র আসরে কেন জানি ইন করতে পারছি না
 
Quantcast