নারীত্ব
নারী!
তুমি সৃষ্টির সৃষ্ট বিস্ময়,
তোমার আবেদনে হৃদয় হয় হ্ময়,
তোমার আহ্বান যেন বিশ্ব জয়,
তোমার পাণি প্রার্থী সকল পুরুষ হৃদয়।
লজ্জাবতী!
এতো তোমার অঙ্গের ভূষণ,
লজ্জায় লাল হও তুমি ছাড়া কোন কারণ,
লজ্জায় পড়ে ধরা তোমার রূপেরই ধরণ,
লজ্জায় হয় যেন তোমারই মরণ।
রূপসী!
তুমি সকলের চোখে,
নারী বলেই সকালে তাকায় বাঁকা চোখে, তোমার রূপের অনলে অঙ্গার সবাই।
হাজার বার দেখলেও বার বার তাকাই।
প্রেয়সী!
তুমি প্রেমিকের চোখে,
তুমি থাকো তার সাধনায়।
তোমার অস্তিত্ব থাকে তার কল্পনায়,
সদা ভীত থাকে সে কভু তোমাকে হারায়।
সহযোগী!
তুমি তোমার পরম পুরুষের,
দাও তুমি হাত বাড়িয়ে তাকে।
তার জীবনের চলার প্রতিটি বাঁকে।
হওতুমি সহযাত্রী বন্ধুর জীবনের জীর্ণ পথে।
প্রেরণাময়ী!
হাজার প্রেরণার উৎস তুমি,
তোমার প্রেরণায় ফুটে পুষ্প মরুভূমি।
শৃঙ্খল কারাগার হয় চূর্ণ শ্রবণে তোমার বাণী,
তোমার কাছে আজো কৃতজ্ঞ এই ধরণী।
আবেদনময়ি!
তোমার আহ্বানে সাড়া নেই এমন হয়না,
তোমার ইশারায় কারো মন ঘরে রয় না।
তোমার অনাবৃত গড়নের ভঙ্গি,
অনেককেই করে তোমার অনুগত বন্দী।
ছলনাময়ী!
এ তোমার এক অপূর্ব কীর্তি হে ললনা,
তোমার রূপের আড়ালে এই এক ছলনা।
কথাও রূপের মায়াতে তুমি জড়াও জালে,
তোমার ফাঁদেতে পড়ে ঝরেপ্রাণ অকালে।
অহংকারী!
তুমি তোমার রূপেরও কারণে,
তোমার অহংকারেপোড়াও পুরুষ অনলে।
তোমার বিদীর্ণ অগ্নি চাহনি,
হাজার পুরুষের হৃদয় হয় কয়লারই খনি।
মমতাময়ী!
এ তোমার এক আদিম প্রবৃত্তি,
যার নেই কখনোই ইতি।
তোমার মমতায় উৎকর্ষিত এই ধরণী,
এই ঋন শোধাবে কি করে এই ধরীত্রী।
প্রেমময়ী!
তুমি দিয়েছ প্রেম বলেই প্রেমময় এই বিশ্ব
তোমারই প্রেমের কারণে হয়েছে কত সংঘর্ষ।
তোমার প্রেমই করেছে কতজনকে আজ নিঃস্ব
তোমারই প্রেমে হারিয়েছে কতজন সর্বস্ব।
স্নেহময়ী!
তোমারই স্নেহে লালিত ধরিত্রীর সন্তান
মাতা রূপে স্নেহের পরশ বিলাও আপ্রাণ।
তোমারই স্নেহহীন পৃথিবীর নেই কোন দাম,
তোমারই স্নেহ রয়েছে বলে এই ধারায় আজও আছে প্রাণ।
হে কিশোরী, হে বালিকা,হে নারী,
তুমিই তো পত্নী, ভগ্নি মাতা কন্যা।
তোমারই কাছে এই বিশ্বের চাওয়া,
তুমি টিকে রও তোমার দিয়ে মায়া।
তোমার চরিত্রে কখনো যেন না পড়ে
কোন নিকৃষ্ট অবাধ্য কোন অশুভ ছায়া।
13-07-13
তুমি সৃষ্টির সৃষ্ট বিস্ময়,
তোমার আবেদনে হৃদয় হয় হ্ময়,
তোমার আহ্বান যেন বিশ্ব জয়,
তোমার পাণি প্রার্থী সকল পুরুষ হৃদয়।
লজ্জাবতী!
এতো তোমার অঙ্গের ভূষণ,
লজ্জায় লাল হও তুমি ছাড়া কোন কারণ,
লজ্জায় পড়ে ধরা তোমার রূপেরই ধরণ,
লজ্জায় হয় যেন তোমারই মরণ।
রূপসী!
তুমি সকলের চোখে,
নারী বলেই সকালে তাকায় বাঁকা চোখে, তোমার রূপের অনলে অঙ্গার সবাই।
হাজার বার দেখলেও বার বার তাকাই।
প্রেয়সী!
তুমি প্রেমিকের চোখে,
তুমি থাকো তার সাধনায়।
তোমার অস্তিত্ব থাকে তার কল্পনায়,
সদা ভীত থাকে সে কভু তোমাকে হারায়।
সহযোগী!
তুমি তোমার পরম পুরুষের,
দাও তুমি হাত বাড়িয়ে তাকে।
তার জীবনের চলার প্রতিটি বাঁকে।
হওতুমি সহযাত্রী বন্ধুর জীবনের জীর্ণ পথে।
প্রেরণাময়ী!
হাজার প্রেরণার উৎস তুমি,
তোমার প্রেরণায় ফুটে পুষ্প মরুভূমি।
শৃঙ্খল কারাগার হয় চূর্ণ শ্রবণে তোমার বাণী,
তোমার কাছে আজো কৃতজ্ঞ এই ধরণী।
আবেদনময়ি!
তোমার আহ্বানে সাড়া নেই এমন হয়না,
তোমার ইশারায় কারো মন ঘরে রয় না।
তোমার অনাবৃত গড়নের ভঙ্গি,
অনেককেই করে তোমার অনুগত বন্দী।
ছলনাময়ী!
এ তোমার এক অপূর্ব কীর্তি হে ললনা,
তোমার রূপের আড়ালে এই এক ছলনা।
কথাও রূপের মায়াতে তুমি জড়াও জালে,
তোমার ফাঁদেতে পড়ে ঝরেপ্রাণ অকালে।
অহংকারী!
তুমি তোমার রূপেরও কারণে,
তোমার অহংকারেপোড়াও পুরুষ অনলে।
তোমার বিদীর্ণ অগ্নি চাহনি,
হাজার পুরুষের হৃদয় হয় কয়লারই খনি।
মমতাময়ী!
এ তোমার এক আদিম প্রবৃত্তি,
যার নেই কখনোই ইতি।
তোমার মমতায় উৎকর্ষিত এই ধরণী,
এই ঋন শোধাবে কি করে এই ধরীত্রী।
প্রেমময়ী!
তুমি দিয়েছ প্রেম বলেই প্রেমময় এই বিশ্ব
তোমারই প্রেমের কারণে হয়েছে কত সংঘর্ষ।
তোমার প্রেমই করেছে কতজনকে আজ নিঃস্ব
তোমারই প্রেমে হারিয়েছে কতজন সর্বস্ব।
স্নেহময়ী!
তোমারই স্নেহে লালিত ধরিত্রীর সন্তান
মাতা রূপে স্নেহের পরশ বিলাও আপ্রাণ।
তোমারই স্নেহহীন পৃথিবীর নেই কোন দাম,
তোমারই স্নেহ রয়েছে বলে এই ধারায় আজও আছে প্রাণ।
হে কিশোরী, হে বালিকা,হে নারী,
তুমিই তো পত্নী, ভগ্নি মাতা কন্যা।
তোমারই কাছে এই বিশ্বের চাওয়া,
তুমি টিকে রও তোমার দিয়ে মায়া।
তোমার চরিত্রে কখনো যেন না পড়ে
কোন নিকৃষ্ট অবাধ্য কোন অশুভ ছায়া।
13-07-13
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভানম আলয় ২৪/০৯/২০১৩খুবই ভাল লিখেছেন......... প্রায় প্রতিটি গুণই সুন্দর ভাবে বর্ণনা করেছে......... খুব ভাল লাগল...... মুগ্ধতার রেশ নিয়ে ফিরলাম...... অনেক অনেক শুভ কামনা......
-
ওয়াহিদ ১৮/০৯/২০১৩Osadaron ,
Hints Gula Aro Valo Laglo ..... -
দাদা মুহাইমিন চৌধূরী ১৬/০৯/২০১৩খুব ভাল লেগেছে । আমার পাতায় আমন্ত্রন রইল