স্পর্শকাব্য
তখন কোন সময় ছিল জানা নেই
তখন কোন ঋতু ছিল জানা নেই,
আমি ঠিক কোথায় ছিলেম তাও জানা নেই
শুধু জানি পাশেই ছিল কেউ একজন।
তাহার স্পর্শ এলোমেলো করে দিয়েছিল
আমার আঙিনা
আমার ঘাসফুল
আমার সাজানো বনসাই।
ফুরফুরে হাওয়ায় মাতম চলছিল আপন গতিতে,
অনুভূতিগুলো ছুটোছুটি করছিল শিরায় শিরায়
মিশে যাচ্ছিলাম তাহাতে।
যন্ত্রশহরের যান্ত্রিকতা আড়াল হুচ্ছিল একটু একটু-
বাড়ছিল হাতে রাখা তাহার হাতের চাপ ।
সময়টাকে থামিয়ে দিতেই বলেছিল বেশ!
আমিতো খুব বেড়াচ্ছিলাম
তাহার সাঁঝে,
হাতড়ে বেড়াচ্ছিলাম হারানো অনুভূতি
হয়ত তার সহ্য হচ্ছিল না সুখ ?
নিজেকে সামলানোর
বৃথা চেস্টা করিনি,
হয়তবা না করাটাই সময়ের দাবী ছিল।
ঝুম বৃস্টি হচ্ছিল মনের আকাশে,
ক্লান্তিহীন পথচারী বসেছিলেম
তাহার ছায়াতলে
এবার যাবার পালা।
প্রপ্তিগুলো তাহার কাছেই থাক,
সাথে আনন্দগুলোও।
আমার হাতেই নাহয় জন্ম হোক আরো একটি স্পর্শকাব্যের
তখন কোন ঋতু ছিল জানা নেই,
আমি ঠিক কোথায় ছিলেম তাও জানা নেই
শুধু জানি পাশেই ছিল কেউ একজন।
তাহার স্পর্শ এলোমেলো করে দিয়েছিল
আমার আঙিনা
আমার ঘাসফুল
আমার সাজানো বনসাই।
ফুরফুরে হাওয়ায় মাতম চলছিল আপন গতিতে,
অনুভূতিগুলো ছুটোছুটি করছিল শিরায় শিরায়
মিশে যাচ্ছিলাম তাহাতে।
যন্ত্রশহরের যান্ত্রিকতা আড়াল হুচ্ছিল একটু একটু-
বাড়ছিল হাতে রাখা তাহার হাতের চাপ ।
সময়টাকে থামিয়ে দিতেই বলেছিল বেশ!
আমিতো খুব বেড়াচ্ছিলাম
তাহার সাঁঝে,
হাতড়ে বেড়াচ্ছিলাম হারানো অনুভূতি
হয়ত তার সহ্য হচ্ছিল না সুখ ?
নিজেকে সামলানোর
বৃথা চেস্টা করিনি,
হয়তবা না করাটাই সময়ের দাবী ছিল।
ঝুম বৃস্টি হচ্ছিল মনের আকাশে,
ক্লান্তিহীন পথচারী বসেছিলেম
তাহার ছায়াতলে
এবার যাবার পালা।
প্রপ্তিগুলো তাহার কাছেই থাক,
সাথে আনন্দগুলোও।
আমার হাতেই নাহয় জন্ম হোক আরো একটি স্পর্শকাব্যের
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ১১/১০/২০১৩বাহ.....
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১০/২০১৩অনবদ্য হয়েছে। সরল ভঙ্গি তে চমৎকার কবিতা। খুবই স্পর্শ করে হৃদয় কে। ধন্যবাদ কবি।