আমি আগের ঠিকানায় আছি
হয়তো বদলাইনি এক ফোঁটাও
তুমি বেশ বদলে গেছ
জোঁনাকি এখনো আলো দেয় সাঁঝে?
হয়ত না?
আমার ভ্রম হতে পারে।
হাত বাড়িয়ে দেখ
আমার ধুলোর প্রতিটি কনা
এখনও তোমার স্পর্শ খোঁজে।
দিন বদলের হাওয়া,
আর তোমার কাছে আমার চাওয়া
গোলমেলে যেন সব।
তুমি নেই যেমন ছিলে
জানি বুঝবে সখি বুঝবে,
খুঁজবে শেষে
আসবে সখার পানে,
সেই চিরচেনা পথ জানে
আমি আগের ঠিকানায় আছি।
তুমি বেশ বদলে গেছ
জোঁনাকি এখনো আলো দেয় সাঁঝে?
হয়ত না?
আমার ভ্রম হতে পারে।
হাত বাড়িয়ে দেখ
আমার ধুলোর প্রতিটি কনা
এখনও তোমার স্পর্শ খোঁজে।
দিন বদলের হাওয়া,
আর তোমার কাছে আমার চাওয়া
গোলমেলে যেন সব।
তুমি নেই যেমন ছিলে
জানি বুঝবে সখি বুঝবে,
খুঁজবে শেষে
আসবে সখার পানে,
সেই চিরচেনা পথ জানে
আমি আগের ঠিকানায় আছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩কাব্য ভালো লিখো আরো
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩মনকড়া কাব্য.....