সমতায়নের কাব্য
তোমার আমার রক্তের রং এক-
নতুবা আমার তোমার রক্তের রং এক।
যখন তোমার হিংসে হয়-
আমি তখন হিংসে রাজ্যের রাজা।
নির্বাক তুমি যখন চেয়ে থাকো আনমনে-
আমার এলোমেলো দৃষ্টি কি তোমার চোখে পড়েনা?
ভালবাসা সদা লুকাইত তোমার কাছে-
কখনো কিন্তু আমিও বলিনি ভালবাসি।
তোমার যখন অনেক ‘তুমি’-
প্রেমের হাতেখড়ি জেন আমার হাতেই ছিলো।
তবুও যতবার তুমি আশার প্রদীপ জ্বেলেছ-
জানি অন্ধকারে ডুবে গেছে সব,
শুধু আমিই ছিলাম আলকিত।
নতুবা আমার তোমার রক্তের রং এক।
যখন তোমার হিংসে হয়-
আমি তখন হিংসে রাজ্যের রাজা।
নির্বাক তুমি যখন চেয়ে থাকো আনমনে-
আমার এলোমেলো দৃষ্টি কি তোমার চোখে পড়েনা?
ভালবাসা সদা লুকাইত তোমার কাছে-
কখনো কিন্তু আমিও বলিনি ভালবাসি।
তোমার যখন অনেক ‘তুমি’-
প্রেমের হাতেখড়ি জেন আমার হাতেই ছিলো।
তবুও যতবার তুমি আশার প্রদীপ জ্বেলেছ-
জানি অন্ধকারে ডুবে গেছে সব,
শুধু আমিই ছিলাম আলকিত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩সুন্দর হয়েছে।
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩বাহ.......
অসাধারণ আমাদের সকলের রক্ত লাল, তাই না