বাবা
বাবা তুমি মৃত্তিকার তৈয়ার অতীব জ্ঞানবান
বোধহয় ইহা খোদার অতীব শ্রেষ্ঠ দান।।
নিদারুন চাহনি বাবার,দেদার কর্তব্য-পরায়ণ,
তকদির তোমার দিয়েছো ছেড়ে,
করেছো সন্তানের ভবিষ্যৎ গুনবান।।
আত্মজ আমি হয়ে তোমার,
রেখেছি কি তার মান?
বাবা তুমি খোদার সৃষ্ট জগৎ সেরা দান।
সরণি তুমি দিয়েছো দেখায়ে,হয়ে মোর বিদ্যান,
বাবা,আমি নিধন অব্দি দেখিতে চাই
আপনার কুসুম,প্রসূন,রঙ্গনা মুখখান।
ভ্রান্তি আমি করেছি অতি,দুর্নাম-অপব্যয়,
অনল দহনে দাহ্য আমি,কাঁদছে ভীষণ প্রাণ
দুঃখ তোমায় দিয়েছি অতি করেছ মুখ ম্লান।।
তোমার পায়ে করিব সালাম,
রহিবে যতদিন মোর প্রাণ,
বোধহয় আমি রাখতে পারবো কি?
পিতা আপনার মায়ায় ভরা গিরির সমান
রওশন ভরা ভালোবাসার মান।।
বোধহয় ইহা খোদার অতীব শ্রেষ্ঠ দান।।
নিদারুন চাহনি বাবার,দেদার কর্তব্য-পরায়ণ,
তকদির তোমার দিয়েছো ছেড়ে,
করেছো সন্তানের ভবিষ্যৎ গুনবান।।
আত্মজ আমি হয়ে তোমার,
রেখেছি কি তার মান?
বাবা তুমি খোদার সৃষ্ট জগৎ সেরা দান।
সরণি তুমি দিয়েছো দেখায়ে,হয়ে মোর বিদ্যান,
বাবা,আমি নিধন অব্দি দেখিতে চাই
আপনার কুসুম,প্রসূন,রঙ্গনা মুখখান।
ভ্রান্তি আমি করেছি অতি,দুর্নাম-অপব্যয়,
অনল দহনে দাহ্য আমি,কাঁদছে ভীষণ প্রাণ
দুঃখ তোমায় দিয়েছি অতি করেছ মুখ ম্লান।।
তোমার পায়ে করিব সালাম,
রহিবে যতদিন মোর প্রাণ,
বোধহয় আমি রাখতে পারবো কি?
পিতা আপনার মায়ায় ভরা গিরির সমান
রওশন ভরা ভালোবাসার মান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৩/০৯/২০১৯Ghumiye achey sokol pita sob shishuder ontorey...
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৯/২০১৯সুন্দর-ভাবনা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৯/২০১৯অপূর্ব
-
শফি আহমেদ ২০/০৯/২০১৯কবিতা পড়ে আমার আব্বার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ কবিকে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৯/২০১৯সুন্দর