অসমাপ্ত জীবন
চাইনা আমি টাকা পয়সা,চাইনা আমি রাজপ্রাসাদ।
চাই শুধু সেই রূপকথার রূপসী এক নারী।
সেই নারীটির সন্ধানে বেরিয়ে ছিলাম অজানা পথে-
খুজঁতে খুজঁতে ক্লান্ত হয়ে পেয়েছিলাম সেই রূপসী নারীকে।
ক্লান্ত সেই মন নিয়ে চেয়েছিলাম রূপসীকে।
ভাগ্য আমার খারাপ বলে চলে গেলো সে অচিন দেশে ।
ক্লান্ত আমার জীবন নিয়ে বসে আছে একা !!!
চাই শুধু সেই রূপকথার রূপসী এক নারী।
সেই নারীটির সন্ধানে বেরিয়ে ছিলাম অজানা পথে-
খুজঁতে খুজঁতে ক্লান্ত হয়ে পেয়েছিলাম সেই রূপসী নারীকে।
ক্লান্ত সেই মন নিয়ে চেয়েছিলাম রূপসীকে।
ভাগ্য আমার খারাপ বলে চলে গেলো সে অচিন দেশে ।
ক্লান্ত আমার জীবন নিয়ে বসে আছে একা !!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১১/২০১৮ভাগ্যের লিখন!
-
আব্দুল হক ০২/১১/২০১৮ধন্যবাদ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১১/২০১৮বেশ সুন্দর