গীতি কবিতা-01 শাহজাহান সিরাজ
জীবন তো জীবনটাই যেন রঙের ঘুড়ি,
যেমন খুশি তেমনি উড়ি।
এভাবে তো জীবন চলে না .
চলে শুধু বাহাদুরী।
কীসের ডোরে এ ভবেতে আসা,
আপন খেয়ালে-কোন ভেলায় ভাসা
মন না বুঝে কারে মন দিলে..
তবু তাতে চলে লুকোচুরি।
এভাবে তো.................বাহাদুরী।
আশা মুখে কেন ঢেলে দিলে সাই,
যা পাওয়ার কথা ছিল
তা শুধু নাই নাই।
সত্যের বাঁধন কেন গেল পুড়ে,
মিছে শুধু পড়ি বাড়াবাড়ি...।
এভাবে তো.................বাহাদুরী।
যেমন খুশি তেমনি উড়ি।
এভাবে তো জীবন চলে না .
চলে শুধু বাহাদুরী।
কীসের ডোরে এ ভবেতে আসা,
আপন খেয়ালে-কোন ভেলায় ভাসা
মন না বুঝে কারে মন দিলে..
তবু তাতে চলে লুকোচুরি।
এভাবে তো.................বাহাদুরী।
আশা মুখে কেন ঢেলে দিলে সাই,
যা পাওয়ার কথা ছিল
তা শুধু নাই নাই।
সত্যের বাঁধন কেন গেল পুড়ে,
মিছে শুধু পড়ি বাড়াবাড়ি...।
এভাবে তো.................বাহাদুরী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৫/০১/২০১৭খুব ভালো। অনেক ধন্যবাদ, ভালো থাকুন।