মিছে ভাব কবি শাহজাহান সিরাজ
কারো কাছে শুধু পুতুল নাচে,
কেউ ভাবে দেবতা।
পূজায় লুঠে, ভোগ দাও ছুটে
বুঝ কী নীরবতা।
গাদার ঘাড় বহে লক্ষ্মীর ভার,
কত দামী সে কী জানে?
নিজেরে বীকায়, কী যে সুখ পায়,
পরে মান কী সে মানে?
মিছে হেলা-ফেলা, কেটে যায় বেলা
কীবা কারে তুমি দিলে।
কী যে সুখ যাচ, কেমনে বা বাঁচ,
কী সুখ তুমি পেলে।
পথের ধারে ধুলো উড়ে,
মিছে শুধু পড়ে থাকা।
সারি সারি শুধু শব্দ বাড়ি,
কাগজ-কলমে পাতা ভরে রাখা।
কেউ ভাবে দেবতা।
পূজায় লুঠে, ভোগ দাও ছুটে
বুঝ কী নীরবতা।
গাদার ঘাড় বহে লক্ষ্মীর ভার,
কত দামী সে কী জানে?
নিজেরে বীকায়, কী যে সুখ পায়,
পরে মান কী সে মানে?
মিছে হেলা-ফেলা, কেটে যায় বেলা
কীবা কারে তুমি দিলে।
কী যে সুখ যাচ, কেমনে বা বাঁচ,
কী সুখ তুমি পেলে।
পথের ধারে ধুলো উড়ে,
মিছে শুধু পড়ে থাকা।
সারি সারি শুধু শব্দ বাড়ি,
কাগজ-কলমে পাতা ভরে রাখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৪/০১/২০১৭দারুণ ছন্দময় লেখা শুভেচ্ছা প্রিয় কবি