বসন্ত নিবেদন
এ চিত্ত কুহরে যবে কুহরিল পিক
বুঝিনু ঋতুরাজ আসিয়াছে ঠিক।
ফুটিছে কুসুম কত অজস্র ধারায়
তরঙ্গ উঠিছে আজি হৃদয় বীণায়।
তুলিয়াছি ফুল যা ফোটেছিল প্রাতে
মনের মাধুরি মিশায়ে নিজ হাতে
এনেছি মালা গাথি তোমার তরে,
হৃদয়ের পুষ্পবন কুসুম শুন্য করে
ছিল যত ফোটা ফুল না ফোটা কলি
তোমারে পুঁজিতে দেবী এনেছি সকলি।
এখনো এ মালা যদি না লহ গলে
এবারও এ বসন্ত মোর যাবে বিফলে।
বুঝিনু ঋতুরাজ আসিয়াছে ঠিক।
ফুটিছে কুসুম কত অজস্র ধারায়
তরঙ্গ উঠিছে আজি হৃদয় বীণায়।
তুলিয়াছি ফুল যা ফোটেছিল প্রাতে
মনের মাধুরি মিশায়ে নিজ হাতে
এনেছি মালা গাথি তোমার তরে,
হৃদয়ের পুষ্পবন কুসুম শুন্য করে
ছিল যত ফোটা ফুল না ফোটা কলি
তোমারে পুঁজিতে দেবী এনেছি সকলি।
এখনো এ মালা যদি না লহ গলে
এবারও এ বসন্ত মোর যাবে বিফলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১১/০৯/২০১৫দারুন
-
ফয়সাল শাহ ১০/০৯/২০১৫Khub valo
-
রুহুল আমীন রৌদ্র. ১০/০৯/২০১৫ছন্দে মাধুর্যে মু্গ্ধ হলাম।
-
শান্ত ১০/০৯/২০১৫খুব সুন্দর ।। ।। ভেরি নাইচ।
-
মোঃ নাজমুল হাসান ০৯/০৯/২০১৫সুন্দর।
-
সাহিত্যের পোকা ০৭/০৯/২০১৫সমরেশ সুবোধ পড়্যা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
-
সমরেশ সুবোধ পড়্যা ০৭/০৯/২০১৫খুব সুন্দর !
-
মাহমুদ আরিফ ০৭/০৯/২০১৫জাত কবিদের মত লিখছে ,এক কথায় অসাধারন ।