দেবী
দেও হে প্রভু মোরে,
এমন একটা দিন।
যে দিনে দেবী কে ভেবে,
হয়না কখন ও বিলীন।
দেও হে প্রভু মোরে,
এমন একটা রাত।
যে রাতে দেবীর আরাধনায়,
হয় যেন প্রভাত!
দেও হে প্রভু মোরে,
এমন একটা ভূবন
যে ভূবনে দেবী
হয়না কারও জীবন।
দেও হে প্রভু মোরে,
এমন একটা দেবী।
যে দেবী কখন ও
হয়না ছলনময়ী।
এমন একটা দিন।
যে দিনে দেবী কে ভেবে,
হয়না কখন ও বিলীন।
দেও হে প্রভু মোরে,
এমন একটা রাত।
যে রাতে দেবীর আরাধনায়,
হয় যেন প্রভাত!
দেও হে প্রভু মোরে,
এমন একটা ভূবন
যে ভূবনে দেবী
হয়না কারও জীবন।
দেও হে প্রভু মোরে,
এমন একটা দেবী।
যে দেবী কখন ও
হয়না ছলনময়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৪/০২/২০১৮bah...sundor prarthona...