রাগ অভিমান
তোমার চোখের জল অভিমান,
দেখতে লাগে মিষ্টি।
সব অভিমান ধুয়ে যেতো,
নামতো যদি বৃষ্টি!
ইচ্ছে করে নিজেই আমি,
বৃষ্টি হয়ে যাই।
মেঘ দুপুরে হঠাৎ এসে,
তোমাকে ভিজাই।
ঝুম বৃষ্টিতে ভিজে তুমি,
হতে অন্যরকম।
মনে হতো তুমি যেন,
সদ্য ফোটা কদম!
দেখতে লাগে মিষ্টি।
সব অভিমান ধুয়ে যেতো,
নামতো যদি বৃষ্টি!
ইচ্ছে করে নিজেই আমি,
বৃষ্টি হয়ে যাই।
মেঘ দুপুরে হঠাৎ এসে,
তোমাকে ভিজাই।
ঝুম বৃষ্টিতে ভিজে তুমি,
হতে অন্যরকম।
মনে হতো তুমি যেন,
সদ্য ফোটা কদম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র রায় ১৩/০২/২০১৮দারুণ তো
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/০৮/২০১৬ছন্দ আছে
-
হাসান কাবীর ০৯/০৮/২০১৬শেষে এসে তাড়াহুড়ো না করলে আরো সুন্দর হতে পারতো...। ভালো লেগেছে।
-
অঙ্কুর মজুমদার ০৮/০৮/২০১৬besh vlo...
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৮/২০১৬ভালো লাগলো।
-
নাবিক ০৮/০৮/২০১৬দারুণ
-
স্বপ্নময় স্বপন ০৮/০৮/২০১৬অনবদ্য!
-
আনিসা নাসরীন ০৮/০৮/২০১৬সুন্দর হয়েছে