বেলা বয়ে যায়
বেলা বয়ে যায় সমায়ের টানে,
অকারনে তোকে মনে করে।
বেলা বয়ে যায় ফুলের বনে,
কাটা উপহার আমার পানে!
বেলা বয়ে যায় বর্ষাতে,
নয়নে অঝোর ধারাতে!
বেলা বয়ে যায় গগনে,
নীল আকাশে কষ্টের সনে!
বেলা বয়ে যায় আনমনে,
সুখ দ্বীপ কোন ক্ষানে?
বেলা বয়ে যায় আশাতে,
পুড়া হৃদয় ভাঙ্গাতে।
বেলা বয়ে যায় আধাঁরে,
হারবো আমি অজানাতে!
অকারনে তোকে মনে করে।
বেলা বয়ে যায় ফুলের বনে,
কাটা উপহার আমার পানে!
বেলা বয়ে যায় বর্ষাতে,
নয়নে অঝোর ধারাতে!
বেলা বয়ে যায় গগনে,
নীল আকাশে কষ্টের সনে!
বেলা বয়ে যায় আনমনে,
সুখ দ্বীপ কোন ক্ষানে?
বেলা বয়ে যায় আশাতে,
পুড়া হৃদয় ভাঙ্গাতে।
বেলা বয়ে যায় আধাঁরে,
হারবো আমি অজানাতে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ৩১/০৭/২০১৬হুম বেলা বয়ে যায়
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৭/২০১৬বেলা বয়েই যাবে। তবুও তাকে ধরতে হবে।
-
অঙ্কুর মজুমদার ৩১/০৭/২০১৬vlo...........