নীরবতা
কেমন করে সইবো সখি
কেমন করে বল?
অবাক হয়ে চেয়ে দেখি
বৃষ্টির চোখে জল!
হৃদয় আমার কাঁদে সখি,
প্রানটা আমার পুড়ে!
কষ্ট নামের মেঘ জমেছে,
আমার আকাশ জুড়ে।
চোখের জলে ভিজে সখি,
পদ্ম ফুলের পাতা!
মন আকাশে মেঘ জমেছে
আঁধার নিরবতা।
কেমন করে বল?
অবাক হয়ে চেয়ে দেখি
বৃষ্টির চোখে জল!
হৃদয় আমার কাঁদে সখি,
প্রানটা আমার পুড়ে!
কষ্ট নামের মেঘ জমেছে,
আমার আকাশ জুড়ে।
চোখের জলে ভিজে সখি,
পদ্ম ফুলের পাতা!
মন আকাশে মেঘ জমেছে
আঁধার নিরবতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৫/০৭/২০১৬besh vlo..............
-
মনীষ তালধী ১৫/০৭/২০১৬খুব ভালো লেগেছে
-
মোনালিসা ১৪/০৭/২০১৬ভালো হয়েছে
-
নাবিক ১৪/০৭/২০১৬valo laglo khob...
-
স্বপ্নময় স্বপন ১৪/০৭/২০১৬চমৎকার!
-
সজীব ১৪/০৭/২০১৬সুন্দর হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৭/২০১৬ভালো।