রোদেলা দুপুর।
কোন এক রোদেলা দুপুর এ,
যদি দেখা হয় দুজনেতে?
চিনবে কি আমায়?
ডাকবে কি তোমার দেওয়া,
সেই প্রিয় নামটি ধরে?
যদি কখন ও দুজনতে,
কোন এক অচেনা পথে?
দেখা হয় তোমার সাথে।
চিনবে কি আমায়?
না পথের পথিক ভেবে!
না চিনার মহে, চলে যাবে অনেক দূরে?
যদি কোন রোদেলা দুপুরে,
সুনতে যদি পাও তুমি?
সুদূর না ফিরার দেশে,
আমি চলেছি নিরবে!
তবে আসবে কি তুমি,
দেখবে কি আমায়?
না হেসে ই ভূলে যাবে?
যদি দেখা হয় দুজনেতে?
চিনবে কি আমায়?
ডাকবে কি তোমার দেওয়া,
সেই প্রিয় নামটি ধরে?
যদি কখন ও দুজনতে,
কোন এক অচেনা পথে?
দেখা হয় তোমার সাথে।
চিনবে কি আমায়?
না পথের পথিক ভেবে!
না চিনার মহে, চলে যাবে অনেক দূরে?
যদি কোন রোদেলা দুপুরে,
সুনতে যদি পাও তুমি?
সুদূর না ফিরার দেশে,
আমি চলেছি নিরবে!
তবে আসবে কি তুমি,
দেখবে কি আমায়?
না হেসে ই ভূলে যাবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ১৬/১২/২০১৫ভালো লাগলো।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৫/১২/২০১৫ভালো হ্য়েছে
-
জুনায়েদ বি রাহমান ১৪/১২/২০১৫ভালো হয়েছে। (সুনতে> শুনতে)
-
মোবারক হোসেন ১৪/১২/২০১৫মুখ যদি চেনা হয় হয়তো বুলে যেতে পারে কিন্তু মন চেনা
থাকলে -----।ধন্যবাদ কবিকে। -
নির্ঝর ১৪/১২/২০১৫ভাল, তবে শুনতে বানান ভুল।