অচিন পুরে
কোন এক সূদূর নীলিমায়,
আমি হারিয়ে যাবো "
দূর দেশের দূর ঠিকানায় !
পাবো নাকো আমায়,
এই জনমের তরে !
রেখে যাবো আমি তুমায়,
সুখ বিলাসের স্বপ্নের ভূবনে!
থাকবে তুমি প্রিয়কে নিয়ে,
আমি রবো মৃতিকার বুকে।
রঙ্গিন উজান স্বপ্নো তুমার,
থাকবে কতো সুখি !
দূর থেকে আমি দেখবো,
হাঁসিবো শেষ হাঁসি ।
ঐ না চাঁদ মুখটি তুমার,
হয় না যেন মলিন !
মরে ও আমার সুখ হবে না,
জতোনায় যাবে চিরদিন !
# __কষ্টের_ফেরিওলা__
আমি হারিয়ে যাবো "
দূর দেশের দূর ঠিকানায় !
পাবো নাকো আমায়,
এই জনমের তরে !
রেখে যাবো আমি তুমায়,
সুখ বিলাসের স্বপ্নের ভূবনে!
থাকবে তুমি প্রিয়কে নিয়ে,
আমি রবো মৃতিকার বুকে।
রঙ্গিন উজান স্বপ্নো তুমার,
থাকবে কতো সুখি !
দূর থেকে আমি দেখবো,
হাঁসিবো শেষ হাঁসি ।
ঐ না চাঁদ মুখটি তুমার,
হয় না যেন মলিন !
মরে ও আমার সুখ হবে না,
জতোনায় যাবে চিরদিন !
# __কষ্টের_ফেরিওলা__
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শেখ আবু জাফর ছাদেক ০৯/১০/২০১৫bes
-
মোবারক হোসেন ০৯/১০/২০১৫ভাল
-
সুহেল ইবনে ইসহাক ০৭/১০/২০১৫Good
-
আহমাদ আবদুল কাইয়ুম ০৭/১০/২০১৫fine
-
সুহেল ইবনে ইসহাক ০৭/১০/২০১৫Nicr
-
মোহাম্মদ আব্দুল ওয়ারেশ (কাব্য) ০৭/১০/২০১৫ভালো
-
দেবব্রত সান্যাল ০৭/১০/২০১৫কি করে আপনাদের বোঝাই এক লেখা একাধিক জায়গায় (একই মাধ্যমে) প্রকাশ করতে নেই। সংশোধন করে নিন।
-
ঋজু কবি ০৭/১০/২০১৫বেশ করুনার সুর কবিতার মাঝে । খুব ভালো ।
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/১০/২০১৫ভাল লাগলো ভীষণ ।।