তোমাকে হারিয়ে
হারিয়েছি প্রিয় জন,
দেখেনা আর কেউ মন!
আজি আছি নিরস্বঙ্গে ,
কোথায় আমার প্রিয়তম?
আধাঁর এর মাঝে ডুবে,
নাই তো আশাঁর আলো !
চারি দিকে খুজি তোমায়,
কোথায় আছো বলো ?
নাই তো তুমি একা আমি,
দিবা রাত্রি আজ ই"
নিশ্বার সাগর এ ভাসি !
পাগল এর মতো খুজি,
আর একাকি ভাবি ।
চিরো দিনের মতো,
ভূলে গেছো তুমি ?
# _কষ্টের_ফেরিওলা__
দেখেনা আর কেউ মন!
আজি আছি নিরস্বঙ্গে ,
কোথায় আমার প্রিয়তম?
আধাঁর এর মাঝে ডুবে,
নাই তো আশাঁর আলো !
চারি দিকে খুজি তোমায়,
কোথায় আছো বলো ?
নাই তো তুমি একা আমি,
দিবা রাত্রি আজ ই"
নিশ্বার সাগর এ ভাসি !
পাগল এর মতো খুজি,
আর একাকি ভাবি ।
চিরো দিনের মতো,
ভূলে গেছো তুমি ?
# _কষ্টের_ফেরিওলা__
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ১৮/০৯/২০১৫besh Valo likhechen
-
মোঃ নাজমুল হাসান ১৬/০৯/২০১৫চমৎকার।
শুভেচ্ছা রইলো কবি। -
শাহাদাত হোসেন রাতুল ১৪/০৯/২০১৫Besh Valo Laglo LekhaTaaaaaa
-
কিশোর কারুণিক ১৪/০৯/২০১৫ভাল হয়েছে
-
রুহুল আমীন রৌদ্র. ১৪/০৯/২০১৫দেখেনা আর কেউ মন!
আজি আছি নিরস্বঙ্গে ,
কোথায় আমার প্রিয়তম?
আধাঁর এর মাঝে ডুবে,
নাই তো আশাঁর আলো !
:::
দারুন...,
:
শু
ভে
চ্ছা
র
ই
ল।
বন্ধুু।
রৌ
দ্র -
মায়নুল হক ১৩/০৯/২০১৫অনেক সুন্দর
-
মায়নুল হক ১৩/০৯/২০১৫সুন্দর
-
দ্বীপ সরকার ১৩/০৯/২০১৫সুন্দর।