আবেগি মন
সূর্যর মত পূড়ে মরি,
যায় না দেখানো দহন !
কি ছিলো যে তোর মনে,
বুঝিয়া বুঝি না এখন ।
বূষ্টির মত কেদে মরি,
দেখিলা না মোর নয়ন ।
আর কাদাশ না আমায়,
বুকে দিয়ে ঝরে দহন !
হবে না তো চলার পথে,
সঙ্গের সাথি কখন ।
সুখে থাক তুই এই কামনা,
অবশেষে হবে মোর মরন !
# _কষ্টের_ফেরিওলা__
যায় না দেখানো দহন !
কি ছিলো যে তোর মনে,
বুঝিয়া বুঝি না এখন ।
বূষ্টির মত কেদে মরি,
দেখিলা না মোর নয়ন ।
আর কাদাশ না আমায়,
বুকে দিয়ে ঝরে দহন !
হবে না তো চলার পথে,
সঙ্গের সাথি কখন ।
সুখে থাক তুই এই কামনা,
অবশেষে হবে মোর মরন !
# _কষ্টের_ফেরিওলা__
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাহিত্যের পোকা ১৩/০৯/২০১৫অসাধারণ লিখেছেন।
-
মোবারক হোসেন ১১/০৯/২০১৫ভাল।
-
ইমরান কবির রুপম ১১/০৯/২০১৫অসাধারন কবিতা
-
রুহুল আমীন রৌদ্র. ১১/০৯/২০১৫দারুন বিষণ্ন প্রলাপ....।
-
সমরেশ সুবোধ পড়্যা ১১/০৯/২০১৫সুন্দর কবিতা ।