www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্য মানুষ

ভূলে গেছে আপন মানুষ,
হয়ে গেছি পর !
কেমন করে ভূলে থাকিস,
আমায় একটু বল?
কোন বনতে আসিছ রে তুই,
কোন বা ফুলের শনে?
রেখে গেলি বন্ধি খাচায়,
আমায় একলা করে !
শেষ দেখা দেখে যা তুই,
এই জনমের মতে ।
মরন আমার ছুয়ে যাবে,
থাকবো মাটির ঘরে !
# __কষ্টের_ফেরিওলা__
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ০৩/০৯/২০১৫
    নাইস
  • ভালো লাগলো । আমার পাতায় আমন্ত্রণ রইলো ।
 
Quantcast