স্বপ্ন
কি হবে আজ তোমায় ভেবে?
চলে গেছো অনেক দূরে,
জীবন মরন স্বপ্ন দিয়ে ।
ভালোবাসি তোমায় ঘিরে
স্বপ্ন গুলি আকি ভেবে ।
ভালোবাসি তোমায় ঘিরে
জীবন বিনার স্বপ্ন দিয়ে ।
লিখছি আমি তোমায় নিয়ে
আকবো ছবি একলা বসে ।
জীবন নদীর পার বসে
আসবে কি আমার কাছে?
দেখতে তোমায় ইচ্ছে করে
তোমায় নিয়ে স্বপ্ন দিয়ে ।
সেই স্বপ্নের ছবি দিয়ে
বৃষ্টি ভেজা গাছের নিচে ।
আসবো আমি স্বপ্ন নিয়ে
সেই স্বপ্নের ছবি দিয়ে ।
দেখবো আমি জীবন পারে
আসবে তুমি শাড়ি পড়ে ।
হাতৈ তোমার গোলাপ নিয়ে
জীবন নদীর কুলে বসে,
আজ ও আমি আছি বসে ।
চলে গেছো অনেক দূরে,
জীবন মরন স্বপ্ন দিয়ে ।
ভালোবাসি তোমায় ঘিরে
স্বপ্ন গুলি আকি ভেবে ।
ভালোবাসি তোমায় ঘিরে
জীবন বিনার স্বপ্ন দিয়ে ।
লিখছি আমি তোমায় নিয়ে
আকবো ছবি একলা বসে ।
জীবন নদীর পার বসে
আসবে কি আমার কাছে?
দেখতে তোমায় ইচ্ছে করে
তোমায় নিয়ে স্বপ্ন দিয়ে ।
সেই স্বপ্নের ছবি দিয়ে
বৃষ্টি ভেজা গাছের নিচে ।
আসবো আমি স্বপ্ন নিয়ে
সেই স্বপ্নের ছবি দিয়ে ।
দেখবো আমি জীবন পারে
আসবে তুমি শাড়ি পড়ে ।
হাতৈ তোমার গোলাপ নিয়ে
জীবন নদীর কুলে বসে,
আজ ও আমি আছি বসে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২৩/১১/২০১৪স্বপ্ন_সুন্দর।
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/১১/২০১৪দারুণ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১১/২০১৪আপনার স্বপ্ন নিয়ে লেখাটি ভালো হয়েছে। বানান গুলো আরো শুদ্ধ হলে অর্থটা পরিস্কার হবে..............
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ২২/১১/২০১৪বেশ ভালো লাগলো ৷