কষ্টের ফেরিওলা
কষ্টের ফেরিওলা-এর ব্লগ
-
দেও হে প্রভু মোরে,
এমন একটা দিন।
যে দিনে দেবী কে ভেবে,
হয়না কখন ও বিলীন। [বিস্তারিত] -
তোমার চোখের জল অভিমান,
দেখতে লাগে মিষ্টি।
সব অভিমান ধুয়ে যেতো,
নামতো যদি বৃষ্টি! [বিস্তারিত] -
বেলা বয়ে যায় সমায়ের টানে,
অকারনে তোকে মনে করে।
বেলা বয়ে যায় ফুলের বনে,
কাটা উপহার আমার পানে! [বিস্তারিত] -
কেমন করে সইবো সখি
কেমন করে বল?
অবাক হয়ে চেয়ে দেখি
বৃষ্টির চোখে জল! [বিস্তারিত] -
কোন এক রোদেলা দুপুর এ,
যদি দেখা হয় দুজনেতে?
চিনবে কি আমায়?
ডাকবে কি তোমার দেওয়া, [বিস্তারিত] -
কোন এক সূদূর নীলিমায়,
আমি হারিয়ে যাবো "
দূর দেশের দূর ঠিকানায় !
পাবো নাকো আমায়, [বিস্তারিত] -
পাষানি তোকে ভূলিবো কি,
তুই ছিলি মোর নয়ন মনি।
তোর জন্যই জীবনে আমার,
অন্ধ কারের কাটছে দিন ! [বিস্তারিত] -
হারিয়েছি প্রিয় জন,
দেখেনা আর কেউ মন!
আজি আছি নিরস্বঙ্গে ,
কোথায় আমার প্রিয়তম? [বিস্তারিত] -
সূর্যর মত পূড়ে মরি,
যায় না দেখানো দহন !
কি ছিলো যে তোর মনে,
বুঝিয়া বুঝি না এখন । [বিস্তারিত] -
কাদছে নয়ন আধার রাতে,
কেউ দেখেনা একা নিরব এ !
ঘুম নেই আজ চোখের পাতায়,
আছো কি তুমি গভির নিদ্রায়? [বিস্তারিত] -
ভূলে গেছে আপন মানুষ,
হয়ে গেছি পর !
কেমন করে ভূলে থাকিস,
আমায় একটু বল? [বিস্তারিত] -
এই হূদয় এ,
জন্মে ছিলো এক বসোনা।
করেছি সাধোনা।
পেতে তার মন। [বিস্তারিত] -
ভূলে গেছে আপন মানুষ,
হয়ে গেছি পর !
কেমন করে ভূলে থাকিস,
আমায় একটু বল? [বিস্তারিত] -
ক্লান্ত দিনের অলসক্ষনে,
অতীত যখন পরবে মনে !
তখন যদি আমার কথা,
নাইবা মনে রয় । [বিস্তারিত] -
পাথর চাঁপা কষ্ট বুকে !
তবু থাকি হাঁসি মুখে,
জীবন চলে গহীন স্রোতে ।
সবাই ভাবে আছি সুখে ? [বিস্তারিত]
- ১
- ২