www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি জনগণের হয়ে বলতে চাই কিছু কথা

আমি কোন রাজনৈতিক দলের হতে চাই না ভক্ত,


আমি জনগণের হয়ে কিছু কথা বলতে চাই পাকাপোক্ত।


যদি কখনো মিলে যায় কোন দলের সাথে আমার কথা,


তাই বলে ভেবো না কো আমি সে দলের বড় কোন নেতা।


হইতে পারে কোন দল ভালোবাসে দেশ ও জনগণকে,


আবার কোন দল ভাঙ্গতেও পারে নিজেদের গড়া আদর্শকে।


তাই বলে ভেবো না আমি অন্য কোন দলের সাথে যুক্ত,


মুক্তিযুদ্ধ করে দেশ হয়েছে স্বাধীন, জনগণ নয় কো আজও মুক্ত।


আমি খেটে খাওয়া শ্রমজীবি মানুষের দুঃখের কথা চাই বলতে,


জনগণের সেবা করে দেখাতে চাই রাজনীতির বাইরে গিয়ে চলতে।


জ্ঞানপাপী বুদ্ধিজীবিতে ভরে গেছে ছোট্ট মোদের দেশ,


টাকা-পয়সার মোহে পড়ে বুদ্ধি দিচ্ছে বেশ।


কখনো সে বুদ্ধি দিচ্ছে বেচে লোভে, হচ্ছে সেটা কুবুদ্ধি,


আবার কখনো বাহবা পাচ্ছে জনগনের, বলছে সবাই এটাই সুবুদ্ধি।


কোন কিছুতেই বাধলে তর্ক করি জনগণের দোষ,


আসলে কি নির্বোধ জনগণ না হয় নন্দ ঘোষ!


জনগণের মাথার উপর এখন খাচ্ছে যারা কাঁঠাল রেখে,


তারাই একদিন সব বুঝবে রাজনীতিবিদদের ভাওতাবাজি দেখে।


জনগণের কাতারে এসে লড়তে যারা চাই,


তারা কখনো পায় না তো ভয় জনগণের সঙ্গে তোরা আই।


দেখবি একদিন জনগণ করবে প্রতিবাদ,


অন্যায়-জুলুম সব তলিয়ে হয়ে যাবে বরবাদ।


সেই আশাতে থাকলাম চেয়ে জনগণের সাথে,


এসো সবাই খাঁটি দেশ প্রেমী হই, চলে এসো জনগণের মাঝে।


#কবিতা_শাহীনের।
পেনাং,মালায়েশিয়া।
তারিখ:-২০-৮-২০১৭ইং।
৩রা ভাদ্র,১৪২৪বঙ্গাব্দ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২০/০৯/২০১৭
    সুন্দর কবিতা ...
  • খুব ভালো।
  • ফয়জুল মহী ১৯/০৯/২০১৭
    অন্যতর কাব্যিকতায় সম্পূর্ণ আবিষ্ট হলাম
  • ছন্দের মিল কিছু দূর্বল দিক পরিলক্ষিত হয়েছে।তবে ভাবের দিকে ঠিকঠাক লেগেছে।
    • ধন্যবাদ ভাই,আমি নতুন লিখছি ভুল গুলো আমার জন্য শিক্ষা।আর আপনাদের উপদেশ আমার অনুপ্রেরণা করবে আশা করি।
 
Quantcast