অকুল পাথারে নত মন
প্রভাতে প্রস্ফুটিত সদ্য গোলাপ
মধ্যহ্নে জমা পড়ে অভিশাপ
বিকেলে আবির গোধূলি ছুঁয়ে
নুজ্জ দেহখানা পড়ে নুয়ে।
প্রীতি তরল-গরল নীরবে বিলায়
জ্বালাময় ব্যথা সয়ে যায়।
আকাশ হয় নত খুঁজে নিতে সুখ
শূন্য হৃদ খোঁজে প্রিয় মুখ।
কথা দিয়ে না রেখে গেছে চলে
মিথ্যা ভালোবাসার ছলে
নিকষ নিশিতে নত হবে সে জন
প্রণয়ে ভেঙেছে যে মন।
পৃথিবীর গায় কোজাগরী চাঁদ
ক্ষয়ে ক্ষয়ে জাগে রাত
রাত্রি শরীর সুরভী ঢেলে হেনায়
চকোরী হয়ে উড়ে যায়।
পূবের বেলা গড়ে পশ্চিমে যায়
পুরনো স্মৃতিরা হারায়
পড়ে থাকে শূন্য শুধু শূন্য খাঁচা
বড় নিদারুণ এই বাঁচা।
৭/১১/২১
মধ্যহ্নে জমা পড়ে অভিশাপ
বিকেলে আবির গোধূলি ছুঁয়ে
নুজ্জ দেহখানা পড়ে নুয়ে।
প্রীতি তরল-গরল নীরবে বিলায়
জ্বালাময় ব্যথা সয়ে যায়।
আকাশ হয় নত খুঁজে নিতে সুখ
শূন্য হৃদ খোঁজে প্রিয় মুখ।
কথা দিয়ে না রেখে গেছে চলে
মিথ্যা ভালোবাসার ছলে
নিকষ নিশিতে নত হবে সে জন
প্রণয়ে ভেঙেছে যে মন।
পৃথিবীর গায় কোজাগরী চাঁদ
ক্ষয়ে ক্ষয়ে জাগে রাত
রাত্রি শরীর সুরভী ঢেলে হেনায়
চকোরী হয়ে উড়ে যায়।
পূবের বেলা গড়ে পশ্চিমে যায়
পুরনো স্মৃতিরা হারায়
পড়ে থাকে শূন্য শুধু শূন্য খাঁচা
বড় নিদারুণ এই বাঁচা।
৭/১১/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/১১/২০২১অসাধারণ
-
বোরহানুল ইসলাম লিটন ১০/১১/২০২১একদম!
অতুলণীয় উপলব্ধির ব্যক্ততা। -
সাইয়িদ রফিকুল হক ০৯/১১/২০২১ভাল।
-
অভিজিৎ হালদার ০৯/১১/২০২১Valo
-
আলমগীর সরকার লিটন ০৯/১১/২০২১বেশ জীবনের ছবি