সেই চেনা গল্প
আমি যখন আনমনা হই, বাওরা হাওয়ার মিষ্টি ছোঁয়ায়,
ওরা বলে সখি কোথা হারালি?
চমকে গিয়ে দু'চোখ রাখি পুঞ্জমেঘে।
একটুখানি থমকে গিয়ে মেঘবালিকা শুধায় ডেকে-
লাগছে তোমার খুব যে চেনা,
কে গো তুমি, খুঁজছ কাকে?
ফ্যালফ্যেলিয়ে একটু দেখে আমি তখন বলি হেকে-
চিনলে না তো এই আমাকে??
আমি হলাম পল্লীবালা,আমায় তুমি সঙ্গে নেবে?
মেঘ বালিকা ম্লান হেসে, বলল শেষে দীর্ঘশ্বাসে
গল্প আমার ভীষণ চেনা, প্রান্তীক সংস্রব ভাসা;
সেই তো প্রেমিক, সেই প্রেমিকা
গোত্রহীন সেই ঠিকানা লেখা কবিতা,গল্প, উপন্যাসে!
না না, আমি কোন আগুন্তুক নই,
ফুল-পাখি-প্রজাপতি ওরা সবাই বন্ধু আমার
কুলুকুলু নদীর তানে বলছে ডেকে আয় সখি আয়
তুমি কি তা পাওনা শুনতে?
ভালোবাসার জানলা বেয়ে-বেরিয়েছিলাম সে-ই সকালে;
ঘুরতে ঘুরতে গেছে বেলা সন্ধ্যা খেয়ায় অস্তপারে
দিগন্ত জুড়ে পড়ছে নুয়ে- আকাশগঙ্গা সোহাগ ঢোলে!
শিশির কণা চোখের কোণে উষ্মঋতু ফিরে আসে;
বিঘুর্ণনে স্মৃতির ছায়ায় পূর্ব আকর বৃত্তান্তে।
৯/২/২১
ওরা বলে সখি কোথা হারালি?
চমকে গিয়ে দু'চোখ রাখি পুঞ্জমেঘে।
একটুখানি থমকে গিয়ে মেঘবালিকা শুধায় ডেকে-
লাগছে তোমার খুব যে চেনা,
কে গো তুমি, খুঁজছ কাকে?
ফ্যালফ্যেলিয়ে একটু দেখে আমি তখন বলি হেকে-
চিনলে না তো এই আমাকে??
আমি হলাম পল্লীবালা,আমায় তুমি সঙ্গে নেবে?
মেঘ বালিকা ম্লান হেসে, বলল শেষে দীর্ঘশ্বাসে
গল্প আমার ভীষণ চেনা, প্রান্তীক সংস্রব ভাসা;
সেই তো প্রেমিক, সেই প্রেমিকা
গোত্রহীন সেই ঠিকানা লেখা কবিতা,গল্প, উপন্যাসে!
না না, আমি কোন আগুন্তুক নই,
ফুল-পাখি-প্রজাপতি ওরা সবাই বন্ধু আমার
কুলুকুলু নদীর তানে বলছে ডেকে আয় সখি আয়
তুমি কি তা পাওনা শুনতে?
ভালোবাসার জানলা বেয়ে-বেরিয়েছিলাম সে-ই সকালে;
ঘুরতে ঘুরতে গেছে বেলা সন্ধ্যা খেয়ায় অস্তপারে
দিগন্ত জুড়ে পড়ছে নুয়ে- আকাশগঙ্গা সোহাগ ঢোলে!
শিশির কণা চোখের কোণে উষ্মঋতু ফিরে আসে;
বিঘুর্ণনে স্মৃতির ছায়ায় পূর্ব আকর বৃত্তান্তে।
৯/২/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০২/২০২১very Nice
-
ফয়জুল মহী ১১/০২/২০২১মনোমুগ্ধকর অভিব্যক্তিতে মার্জিত লেখনী।
-
আলমগীর সরকার লিটন ১১/০২/২০২১বেশ ভাবনাময়
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০২/২০২১অসাধারণ লেখনী