www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি একবার ডাকো

ভালোবেসে ডেকে দেখোনা ---
যেখানে আকাশ খুব নীরবতায় আছে,
সেই খানে আশ্বাস খুঁজি হেমন্তের কুয়াশায় ভিজে।
তোমার ম্রিয়মাণ আঁচলের সর্বস্বত্ত্বা দিয়ে ঢেকো না হয় সুদর্শনা মুখ।
আমি তো রয়েছি হেথা একা আঁধারেই চুপ ।

চারিদিকে শূন্যতায় ভেসে আসে গোধুলী সময় --
খয়েরী চিলের ডানায় রৌদ্র নিভে যায় পালকের ফাঁকে,
হিজলের ডালে নিঃশব্দে সন্ধ্যা নামে।
এখানে প্রদীপ জ্বলেনি আজো নির্মম আঘাতে,
বেতের বনে হারিয়েছে বাসা ঘুঘুদের।

দুরু দুরু হৃদয়ের বিস্ময় ব্যাথা ---
আনমনে খুঁজে ফিরি আমি যে হেথায়,
এমনই ব্যাকুলতায় ভরেছে হৃদয়,
ভালোবেসে একবার ডাকোনা আমায় ----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো লিখনি
  • অনবদ্য রচনা । কবি সুন্দর হয়েছে ।
  • sudipta chowdhury ২৭/১২/২০১৯
    You can't never become angry with your loving person. In relationship quarrel; anger will come but when your loving person calls you then magically anger goes away.
  • নুর হোসেন ১৩/১২/২০১৯
    খয়েরী চিলের ডানায় রৌদ্র নিভে যায় পালকের ফাঁকে,
    হিজলের ডালে নিঃশব্দে সন্ধ্যা নামে।

    -অসাধারণ লিখেছেন, ভালো লাগলো।
  • দারুণ সুন্দর
  • বাপ্পা দাস ১২/১২/২০১৯
    খুব সুন্দর লিখেছেন ।
  • ভালো।
 
Quantcast