ঘুমের ঘনিষ্ট প্রহরায়
--------------
আমার আমিকে নিয়েই আমার যত সমস্যা
অমবশ্যার ঘুঢঘুঢে আঁধারে-
দু’হাতের মুঠো পুর কিনেছিমাল ফুল
ভুল ভাঙ্গল নীল জোছনার নগ্ন আলোয়।
ভুল আমারি,রূপসী আঁধারে আলো জ্বেলে
ঘর থেকে বেরিয়েছিলাম পথে-
প্রেম করেছিলাম নিমাল রিমঝিম শ্রাবণে,
আমার কবিতা মারাগেছে আজ সাঁঝ বেলা।
এ হাতেই ছিলো ফুল,ভুল সব আমারি
ওর নাকি খুব ইচ্ছে ছিল-
গোধূলির ক্রান্তি বেলা
বেলির মালা পরবে খোঁপায়।
স্নিগ্ধ হাসির ঝিললিতে বলবে-
দেখো তো কেমন মানিয়েছে এ মালা?
আমি থাকি নানা কাজে ব্যাস্ত
ধূপদানী নিজেই জ্বেলে সাঁঝ ধূল দিলো ঘরে
আশা ছিলো মমতাহীন কলরলে।
বলেছিল অস্ফুট ভ্রান্তি ভরা কণ্ঠে খন্ডাও জীবন!
পরনের নীল শাড়ি তার রাত্রির মত নিশ্চুপ
ভেতরে কাজ করে এক অদৃশ্য দেয়াল
অবেলায় শুনিয়েছিল জীবনের গান।
ভুল আমারি ছিলো, ফুল আমার হাতেই ছিলো
তবু হয়নি দেওয়া সে ফুল।
আজ সাঁঝ বেলা কবিতা আমার মারা গেছে।
খোঁপায় ছিলো না তার বে্লি
পিছুটান রাখেনি সে।
যারা দেখেছে সেই শব যাত্রা
অপলক চোখে ফিরে তাকালো আবার
ঘুমের ঘনিষ্ঠ প্রহরায় কাফনে বেলির কলরল
বাতাসে উঠেছে কবিতা মারা গেছে আজ সাঁখ বেলা।
শাহানাজ সুলতানা
৫ জুলাই ২০১৫
আমার আমিকে নিয়েই আমার যত সমস্যা
অমবশ্যার ঘুঢঘুঢে আঁধারে-
দু’হাতের মুঠো পুর কিনেছিমাল ফুল
ভুল ভাঙ্গল নীল জোছনার নগ্ন আলোয়।
ভুল আমারি,রূপসী আঁধারে আলো জ্বেলে
ঘর থেকে বেরিয়েছিলাম পথে-
প্রেম করেছিলাম নিমাল রিমঝিম শ্রাবণে,
আমার কবিতা মারাগেছে আজ সাঁঝ বেলা।
এ হাতেই ছিলো ফুল,ভুল সব আমারি
ওর নাকি খুব ইচ্ছে ছিল-
গোধূলির ক্রান্তি বেলা
বেলির মালা পরবে খোঁপায়।
স্নিগ্ধ হাসির ঝিললিতে বলবে-
দেখো তো কেমন মানিয়েছে এ মালা?
আমি থাকি নানা কাজে ব্যাস্ত
ধূপদানী নিজেই জ্বেলে সাঁঝ ধূল দিলো ঘরে
আশা ছিলো মমতাহীন কলরলে।
বলেছিল অস্ফুট ভ্রান্তি ভরা কণ্ঠে খন্ডাও জীবন!
পরনের নীল শাড়ি তার রাত্রির মত নিশ্চুপ
ভেতরে কাজ করে এক অদৃশ্য দেয়াল
অবেলায় শুনিয়েছিল জীবনের গান।
ভুল আমারি ছিলো, ফুল আমার হাতেই ছিলো
তবু হয়নি দেওয়া সে ফুল।
আজ সাঁঝ বেলা কবিতা আমার মারা গেছে।
খোঁপায় ছিলো না তার বে্লি
পিছুটান রাখেনি সে।
যারা দেখেছে সেই শব যাত্রা
অপলক চোখে ফিরে তাকালো আবার
ঘুমের ঘনিষ্ঠ প্রহরায় কাফনে বেলির কলরল
বাতাসে উঠেছে কবিতা মারা গেছে আজ সাঁখ বেলা।
শাহানাজ সুলতানা
৫ জুলাই ২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/০৭/২০১৯
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০৭/২০১৯বেশ লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৭/২০১৯বাঃ
কবিকে শুভেচ্ছা।