আমরা যুদ্ধে যাবো
পুবের আকাশে কুয়াশার চাঁদর ভেদ করে
কমলা সূর্যটা দিচ্ছে উকি
নারকেল গাছটির পাশে ডুমুর গাছের পাতার ফাকে
আপন মনে দোয়েল গাইছে গান,
সেই কোন ঘোর আঁধারে থেকে কা কা করে চলেছে কাক
এখনি বুঝি লাজুক সূর্যটা ধরার বুকে ছড়িয়ে দেবে
তার জ্বলাময়ী তির্জক চোখের আগুন।
আনমনে তুমি কি ভাবছ হে আমার মৃত্তিকা ?
তুমি কি ভাবছ তোমার জন্য
তোমার সোনার সন্তানেরা বিলিয়ে দিয়েছিলো জীবন
অথচ কি চেয়েছিলো আর কি পেলো তারা!
তাঁরা চেয়েছিলো তাদের রক্তের বিনিময়
তার আদরিনী বোনটি ভালো থাক
ভালো থাক তার কলিজার টুকরা ভাই
কিন্তু কেউ কি ভালো আছি আমরা?
জননী আমার এখানে ন্যায় বিচার নেই,
মিথ্যার কাছে সত্য এখানে প্রতিনিয়ত লাঞ্চিত হয়।
এই সুন্দর সাজানো গোছান সমাজকে
গুটি কয়েক ঘুন পোকা কুরে কুরে খাচ্ছে।
তারা দিনদিন সংখ্যা লগু থেকে যেন সংখ্যা গরিষ্ঠ হয়ে উঠছে
দলাদরি আর ক্ষমতার লোভ, অর্থই আজ সকল অনর্থের মূল।
তবু জীবন তো থেমেনেই, তুমি কেঁদনা জননী আমার,
ভেবনা সালাম রফিক, আসাদ মতিউর নেই বলে
দেসের ভার কেউ নেবে না দেশের জন্য আর কেউ যুদ্ধে যাবে না
মাগো তোমার সন্তান আমরা চির তরুণ, আমরা নবীন নওজোয়ান
এখনে অন্যাই কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি, পারবে না
আমরা যুদ্ধে যাবো মাগো, বাজবে দামামা, আবার যুদ্ধ হবে।
অন্যয়ের বিরুদ্ধে যুদ্ধ, সত্য প্র্তিষ্ঠার যুদ্ধ, সম্মান বাঁচানোর যুদ্ধ।
২৫ ডিসেম্বর ২০১৭
সময় ভোর ৬.৩২
কমলা সূর্যটা দিচ্ছে উকি
নারকেল গাছটির পাশে ডুমুর গাছের পাতার ফাকে
আপন মনে দোয়েল গাইছে গান,
সেই কোন ঘোর আঁধারে থেকে কা কা করে চলেছে কাক
এখনি বুঝি লাজুক সূর্যটা ধরার বুকে ছড়িয়ে দেবে
তার জ্বলাময়ী তির্জক চোখের আগুন।
আনমনে তুমি কি ভাবছ হে আমার মৃত্তিকা ?
তুমি কি ভাবছ তোমার জন্য
তোমার সোনার সন্তানেরা বিলিয়ে দিয়েছিলো জীবন
অথচ কি চেয়েছিলো আর কি পেলো তারা!
তাঁরা চেয়েছিলো তাদের রক্তের বিনিময়
তার আদরিনী বোনটি ভালো থাক
ভালো থাক তার কলিজার টুকরা ভাই
কিন্তু কেউ কি ভালো আছি আমরা?
জননী আমার এখানে ন্যায় বিচার নেই,
মিথ্যার কাছে সত্য এখানে প্রতিনিয়ত লাঞ্চিত হয়।
এই সুন্দর সাজানো গোছান সমাজকে
গুটি কয়েক ঘুন পোকা কুরে কুরে খাচ্ছে।
তারা দিনদিন সংখ্যা লগু থেকে যেন সংখ্যা গরিষ্ঠ হয়ে উঠছে
দলাদরি আর ক্ষমতার লোভ, অর্থই আজ সকল অনর্থের মূল।
তবু জীবন তো থেমেনেই, তুমি কেঁদনা জননী আমার,
ভেবনা সালাম রফিক, আসাদ মতিউর নেই বলে
দেসের ভার কেউ নেবে না দেশের জন্য আর কেউ যুদ্ধে যাবে না
মাগো তোমার সন্তান আমরা চির তরুণ, আমরা নবীন নওজোয়ান
এখনে অন্যাই কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি, পারবে না
আমরা যুদ্ধে যাবো মাগো, বাজবে দামামা, আবার যুদ্ধ হবে।
অন্যয়ের বিরুদ্ধে যুদ্ধ, সত্য প্র্তিষ্ঠার যুদ্ধ, সম্মান বাঁচানোর যুদ্ধ।
২৫ ডিসেম্বর ২০১৭
সময় ভোর ৬.৩২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ১০/০৩/২০১৮Very nice
-
এন আই পারভেজ ২৮/১২/২০১৭ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
-
কামরুজ্জামান সাদ ২৬/১২/২০১৭বাহ!
দীর্ঘ হলেও ভাল লেগেছে -
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৬/১২/২০১৭দারুণ লিখন