কবি
কবি, তোমার রক্ত চোখের ভাষা আমি বুঝতে চাই
বুঝতে চাই, তোমার আহত মনের অস্থি যন্ত্রণা
কিন্তু কি ভাবে তোমাকে বুঝি বলো?
সৃষ্টির শুরুতেই তুমি দুঃখ প্রকাশ করে
অদৃশ্য শৃঙ্খলে বন্ধ করে দিয়েছ মুখ ,
তাই চাইলেও পারিনা অনেক কিছু বলতে
বুকের পাঁজরে তবু কাঁপন তোলে শুকনো পাতার মর্মর মর্মর।
কবি তুমি পিরামিড গায়ে আঁকতে চাও
মনোহরণ মনোতৃপ্তির এক বিস্ময়কর ছবি।
তুমি বৈঠার ঠেইয়ে দেখতে চাও ছোট্ট নদীর গভীরতা
অনুভব করি ছোট নদীতে ভাসমান কোনো নায়ের
ছলাত ছলাত ছন্দে দোলা বৈঠার সুরেলা স্পন্দন।
তোমার বাউন্ডুলে কবি মন, কখন যে কি বলে
আমি বুঝতে পারি না, তোমাকে বুঝতে
মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে করে কবি হতে
ইচ্ছে করে তোমার হাতের জ্বলন্ত সিগারেট ছুড়ে ফেলে দিয়ে
ওই পোড়া ওষ্ঠে ওষ্ঠ রেখে কাটিয়ে দেই অনন্তকাল,
যেখানে অপেক্ষায় অপেক্ষারত পরিতৃপ্তির অমঘ সুখ।
সত্যি করে বলো তো কবি, কি চাও তুমি?
এই আমাকে, নাকি নিয়ন বাতির ঝলমলে আলোয়
তৃষ্ণার পান পাত্রে শেষ চুমক শেষ মিলিয়ে যাবে আঁধারে!
এই পড়ন্ত বেলায় ,অজানা অচেনা অন্তরালে বসে
আহত জীবন স্বপ্নে আঁক এ কোন আল্পনা!
কেন বাজাও হৃদয় বীণায় চেনা-জানা প্রেমময় চেতনার সুর!
১০ ডিসেম্বর ২০১৭
সময় সকাল ৭.২০
বুঝতে চাই, তোমার আহত মনের অস্থি যন্ত্রণা
কিন্তু কি ভাবে তোমাকে বুঝি বলো?
সৃষ্টির শুরুতেই তুমি দুঃখ প্রকাশ করে
অদৃশ্য শৃঙ্খলে বন্ধ করে দিয়েছ মুখ ,
তাই চাইলেও পারিনা অনেক কিছু বলতে
বুকের পাঁজরে তবু কাঁপন তোলে শুকনো পাতার মর্মর মর্মর।
কবি তুমি পিরামিড গায়ে আঁকতে চাও
মনোহরণ মনোতৃপ্তির এক বিস্ময়কর ছবি।
তুমি বৈঠার ঠেইয়ে দেখতে চাও ছোট্ট নদীর গভীরতা
অনুভব করি ছোট নদীতে ভাসমান কোনো নায়ের
ছলাত ছলাত ছন্দে দোলা বৈঠার সুরেলা স্পন্দন।
তোমার বাউন্ডুলে কবি মন, কখন যে কি বলে
আমি বুঝতে পারি না, তোমাকে বুঝতে
মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে করে কবি হতে
ইচ্ছে করে তোমার হাতের জ্বলন্ত সিগারেট ছুড়ে ফেলে দিয়ে
ওই পোড়া ওষ্ঠে ওষ্ঠ রেখে কাটিয়ে দেই অনন্তকাল,
যেখানে অপেক্ষায় অপেক্ষারত পরিতৃপ্তির অমঘ সুখ।
সত্যি করে বলো তো কবি, কি চাও তুমি?
এই আমাকে, নাকি নিয়ন বাতির ঝলমলে আলোয়
তৃষ্ণার পান পাত্রে শেষ চুমক শেষ মিলিয়ে যাবে আঁধারে!
এই পড়ন্ত বেলায় ,অজানা অচেনা অন্তরালে বসে
আহত জীবন স্বপ্নে আঁক এ কোন আল্পনা!
কেন বাজাও হৃদয় বীণায় চেনা-জানা প্রেমময় চেতনার সুর!
১০ ডিসেম্বর ২০১৭
সময় সকাল ৭.২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১২/১২/২০১৭সুন্দর সৃষ্টি
-
কামরুজ্জামান সাদ ১১/১২/২০১৭সুন্দর লিখেছেন।শুভকামনা রইল।
-
আব্দুল হক ১১/১২/২০১৭বেশ সুন্দর কবি লিখাটি।
-
সাইয়িদ রফিকুল হক ১১/১২/২০১৭বেশ!
-
মনোবর ১১/১২/২০১৭বাঃ!
-
Mahbubur Rahman ১১/১২/২০১৭দারুন হয়েছে কবি। শুভেচ্ছা জান্বেন