মানবিকা-১৫
এই আঙ্গীনা আমার বড় চেনা
ভালোবাসাকে পুজি করে
কোন এক ফাল্গুনে ছুটে গিয়েছিলাম এখানে
এই শুধা মাটির গন্ধ মেখে
এখানে পরম সুখে নিঝুম করে রাত্রি যাপন।
এই আঙ্গীনার যারা অতী আপন
তাদের সাথে কেটেছিল সময় দু’দণ্ড।
এখানে নির্মল বাতাস, শিশিরের কোমলতা
দূর্বার তুলতুলে যৌবন,
নিবিড় ভাবে আলিঙ্গন করেছিলো আমাকে
ভালোবাসায় ভালোবাসায় সিক্ত করেছিলো দেহ-মন।
শুধু নিঝুমের ছিলো যত আপত্তি
নিঝুম বলেছিলো -এখানে কেন এসেছ মানবিকা?
এভাবে এখানে আশা তোমার একদম উচিৎ হয়নি।
-কেন ঠিক হয়নি নিঝুম?
এই মাটি, এই ধুলিকণা, এই তুলতুলে দূর্বা
এই বৃক্ষরাজি, এই আমের মুকুল,
এই দুধ সাদা লাউফুল
এই ঘাস ফড়িং, এই জারুল বন
এদের নিমন্ত্রণেই তো এখানে এসেছি আমি।
ভয় পেওনা থাকতে আশিনি
যান্ত্রীক শহরের বিষাক্ত শিশা থেকে বাঁচতে
না হয় কিছুটা সময় এই শ্যামল মেয়ের
বুকেই কাটিয়ে গেলাম ক্ষতি কি।
-ভয় তো তোমাকে নিয়েই মানবিকা
দূরের পথ একলা তুমি কেমন করে কেমন করে যাবে?
-এই তো জীবন, এভাবে বয়ে যাবে, জানো নিঝুম,
আমি অবাক হয়ে ভাবি ভালোবাসা কেন এমন!
বড় প্রেম শুধু কাছে টানে না দূরেও ঠেলে দেয়।
২৭ নভেম্বর ২০১৭
সময় রাত ১০.৪৫
ভালোবাসাকে পুজি করে
কোন এক ফাল্গুনে ছুটে গিয়েছিলাম এখানে
এই শুধা মাটির গন্ধ মেখে
এখানে পরম সুখে নিঝুম করে রাত্রি যাপন।
এই আঙ্গীনার যারা অতী আপন
তাদের সাথে কেটেছিল সময় দু’দণ্ড।
এখানে নির্মল বাতাস, শিশিরের কোমলতা
দূর্বার তুলতুলে যৌবন,
নিবিড় ভাবে আলিঙ্গন করেছিলো আমাকে
ভালোবাসায় ভালোবাসায় সিক্ত করেছিলো দেহ-মন।
শুধু নিঝুমের ছিলো যত আপত্তি
নিঝুম বলেছিলো -এখানে কেন এসেছ মানবিকা?
এভাবে এখানে আশা তোমার একদম উচিৎ হয়নি।
-কেন ঠিক হয়নি নিঝুম?
এই মাটি, এই ধুলিকণা, এই তুলতুলে দূর্বা
এই বৃক্ষরাজি, এই আমের মুকুল,
এই দুধ সাদা লাউফুল
এই ঘাস ফড়িং, এই জারুল বন
এদের নিমন্ত্রণেই তো এখানে এসেছি আমি।
ভয় পেওনা থাকতে আশিনি
যান্ত্রীক শহরের বিষাক্ত শিশা থেকে বাঁচতে
না হয় কিছুটা সময় এই শ্যামল মেয়ের
বুকেই কাটিয়ে গেলাম ক্ষতি কি।
-ভয় তো তোমাকে নিয়েই মানবিকা
দূরের পথ একলা তুমি কেমন করে কেমন করে যাবে?
-এই তো জীবন, এভাবে বয়ে যাবে, জানো নিঝুম,
আমি অবাক হয়ে ভাবি ভালোবাসা কেন এমন!
বড় প্রেম শুধু কাছে টানে না দূরেও ঠেলে দেয়।
২৭ নভেম্বর ২০১৭
সময় রাত ১০.৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাজা রায়হান ২৮/১১/২০১৭সুন্দর
-
মনোবর ২৭/১১/২০১৭সুন্দর ভাব্না কিন্তু কয়েকটি বানান ঠিক করা দরকার।