প্রেমের ফসিল
নিস্তব্দ নিগুঢ় আঁধারে ঘুমিয়ে গেছে পৃথিবী
তবু জেগে আছে দুটি অতৃপ্ত আত্মার ফসিল।
নদী-পাহাড়, সুনীল আকাশ, মুক্ত বাতাস
সবুজ ধানক্ষেত, উত্তাল সমদ্রের বুকে
যুগ যুগ ধরে তৃষিত আত্মা খুঁজে ফিরেছে
অদৃশের দেয়ালে এক বিন্দু সুখ।
কখনও সুনীলের মত বিশ্ব সংসার
ওরা তন্ন তন্ন করে চলছে
একশ আটটা নীল পদ্মের আশায়
দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধছে লাল কাপড়।
যে তৃষ্ণায় তৃষত জীবন
আজও খুঁজে পায়নি সেই সরবর
হয়তো বা তা ছিল হাতের নাগালে
অথবা আজো রয়েছে যোজন যোজন দূরে।
জীবন চলার পথে কতজন আসে যায়,
কেউ বিস্মৃতিতে হারায় কেউ অম্লান হয়ে রয়
কেউ মনের অজান্তেই হাসায়, কেউ অঝর ধারায় কাঁধা।
হোছট খেয়ে মুখ থুবড়ে পড়ে জীবন-
তবু সময় তার আপন গতিতে ধাবমান।
সৃষ্টিকর্তার সৃষ্টি লীলা বুঝা বড় ভার,
রাধা-কৃষ্ণ লীলার লীলায় হারায়,
লাইলী মজনু অঘরে প্রাণ হারায় এই প্রেমি দায়ে।
ইউসুফ জুলেখার প্রেম কাহিনী অজানা কারো নয়।
প্রেম সৃষ্টি কর্তা প্রদত্ব
আর তাই তো ওদের মত আমাদের দুটিদেহ দুটিমন
অতৃপ্ত আত্মার ফসিল আজ।
২৬ নভেম্বর ২০১৭
সময় সকাল ৭.৪৫
তবু জেগে আছে দুটি অতৃপ্ত আত্মার ফসিল।
নদী-পাহাড়, সুনীল আকাশ, মুক্ত বাতাস
সবুজ ধানক্ষেত, উত্তাল সমদ্রের বুকে
যুগ যুগ ধরে তৃষিত আত্মা খুঁজে ফিরেছে
অদৃশের দেয়ালে এক বিন্দু সুখ।
কখনও সুনীলের মত বিশ্ব সংসার
ওরা তন্ন তন্ন করে চলছে
একশ আটটা নীল পদ্মের আশায়
দুরন্ত ষাঁড়ের চোখে বাঁধছে লাল কাপড়।
যে তৃষ্ণায় তৃষত জীবন
আজও খুঁজে পায়নি সেই সরবর
হয়তো বা তা ছিল হাতের নাগালে
অথবা আজো রয়েছে যোজন যোজন দূরে।
জীবন চলার পথে কতজন আসে যায়,
কেউ বিস্মৃতিতে হারায় কেউ অম্লান হয়ে রয়
কেউ মনের অজান্তেই হাসায়, কেউ অঝর ধারায় কাঁধা।
হোছট খেয়ে মুখ থুবড়ে পড়ে জীবন-
তবু সময় তার আপন গতিতে ধাবমান।
সৃষ্টিকর্তার সৃষ্টি লীলা বুঝা বড় ভার,
রাধা-কৃষ্ণ লীলার লীলায় হারায়,
লাইলী মজনু অঘরে প্রাণ হারায় এই প্রেমি দায়ে।
ইউসুফ জুলেখার প্রেম কাহিনী অজানা কারো নয়।
প্রেম সৃষ্টি কর্তা প্রদত্ব
আর তাই তো ওদের মত আমাদের দুটিদেহ দুটিমন
অতৃপ্ত আত্মার ফসিল আজ।
২৬ নভেম্বর ২০১৭
সময় সকাল ৭.৪৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৬/১০/২০১৯অনন্য
-
মীর মুহাম্মাদ আলী ২৭/১১/২০১৭সুন্দর রচনাশৈলী।
-
আসাদুজ্জামান নূর ২৭/১১/২০১৭ভালো তো
-
কামরুজ্জামান সাদ ২৬/১১/২০১৭বাহ!
-
সুজয় সরকার ২৬/১১/২০১৭সুন্দর প্রকাশ
-
সাঁঝের তারা ২৬/১১/২০১৭সুন্দর ...
-
শান্ত চৌধুরী ২৬/১১/২০১৭ভালোবাসায় বেঁচে থাকুক মানবতা। চমৎকার লিখুনী।