ভেবনা নিঃস্ব তুমি
যে নিশি হয়ে গেছে পার
তাকে কি ফিরে পাবে আর!
হে পথিক থমকে দাঁড়াও।
জীবনের জয় গান গাও।
ভেবনা নিঃস্ব তুমি
কেউ নেই পাশে,
হৃদয়ে রেখেছ যারে
তার ছায়া হৃদয়ে ভাসে।
সে বন্ধু তোমার সে শত্রু তোমার
সে তোমার প্রেরণারর খুনসুটি
সে প্রিয়সী ললনা সে ঘৃণার ছলনা
চলার সঙ্গী সেযে জীবনের জুটি।
নব এই দিনে তারে নাও চিনে
চিনতে কোরো না তারে ভুল
এসেছে আঁধারে অধরা বেসে
ফুটাতে তোমার জীবনের ফুল।
তাকে কি ফিরে পাবে আর!
হে পথিক থমকে দাঁড়াও।
জীবনের জয় গান গাও।
ভেবনা নিঃস্ব তুমি
কেউ নেই পাশে,
হৃদয়ে রেখেছ যারে
তার ছায়া হৃদয়ে ভাসে।
সে বন্ধু তোমার সে শত্রু তোমার
সে তোমার প্রেরণারর খুনসুটি
সে প্রিয়সী ললনা সে ঘৃণার ছলনা
চলার সঙ্গী সেযে জীবনের জুটি।
নব এই দিনে তারে নাও চিনে
চিনতে কোরো না তারে ভুল
এসেছে আঁধারে অধরা বেসে
ফুটাতে তোমার জীবনের ফুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/১১/২০১৭খুব ভাপ লাগল কবি....
-
মনোবর ২৫/১১/২০১৭বাঃ!
-
ন্যান্সি দেওয়ান ২৫/১১/২০১৭Nice.
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১১/২০১৭সুন্দর।